ETV Bharat / sports

Sonu sood on Konica Layak's Death : হৃদয় ভেঙে গিয়েছে, শু্যটার কণিকার মৃত্যুতে আবেগপ্রবণ সোনু

author img

By

Published : Dec 17, 2021, 1:55 PM IST

জাতীয় স্তরের শু্যটার কণিকা লায়েকের মৃত্যুতে মন ভেঙে গিয়েছে সোনু সুদের (Sonu sood on Konica Layak's Death) ৷ টুইটারে নিজের মনোবেদনা ব্যক্তি করলেন বলিউড অভিনেতা ৷

Sonu sood on Konica Layak's Death
শু্যটার কণিকার মৃত্যুতে আবেগপ্রবণ সোনু

মুম্বই, 17 ডিসেম্বর : ঝাড়খণ্ডের এক অখ্যাত শুট্যার কণিকা লায়েকের ডাকে সাড়া দিয়েছিলেন ৷ সোনু সুদকে ট্যাগ করে জাতীয় স্তরের শু্যটার কণিকার একটি টুইটেই কাজ হয়েছিল যন্ত্রের মতো ৷ গরীবের মসীহা বলে পরিচিত এই বলিউড অভিনেতা 2 লাখ 70 হাজার টাকার মূল্যের রাইফেল পাঠিয়ে দিয়েছিলেন কণিকার বাড়িতে ৷ চলতি বছরের মার্চের ঘটনা সেটি ৷ তারপর ঘটে গেল একটি দুর্ঘটনা ৷ গতকাল বালির গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছে কণিকার ঝুলন্ত দেহ (National shooter Konica Layak) ৷ অনুমান, আত্মহত্যা করেছেন কণিকা ৷ মিলেছে সুইসাইড নোটও ৷ জাতীয় স্তরের এই শু্যটারের মৃত্যুতে মন ভেঙে গিয়েছে সোনুর (Sonu sood on Konica Layak's Death) ৷ টুইট করে নিজের মনোবেদনা জানালেন বলিউড অভিনেতা (emotional tweet of actor sonu sood) ৷

শু্যাটিংয়ে কেরিয়ার গড়ার লক্ষ্যে ধানবাদ থেকে হাওড়ায় এসে থাকছিলেন কণিকা ৷ বালির একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন ৷ কলকাতায় প্রাক্তন অলিম্পিয়ান ও অর্জুন পুরস্কার বিজয়ী জয়দীপ কর্মকারের কাছে প্রশিক্ষণ নিচ্ছিলেন ৷ রাইফেল না থাকায় একটি জাতীয় টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি এই উদীয়মান তারকা ৷ সেসময় সোনু সুদকে ট্যাগ করে কণিকা লিখেছিলেন, "আমি 11তম ঝাড়খণ্ড রাজ্য রাইফেল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে একটি রৌপ্য এবং একটি স্বর্ণপদক জিতেছি । তবে, সরকারের থেকে কোনও সাহায্য পাইনি । দয়া করে আমাকে একটি রাইফেল দিয়ে সাহায্য করুন ।' তাঁর আবেদনের পরেই তাঁকে একটি অত্যাধুনিক রাইফেল উপহার দিয়েছিলেন সোনু সুদ ৷

আরও পড়ুন : Kanika Layak Suicide Case : বালির গেস্ট হাউস থেকে উদ্ধার জাতীয় স্তরের শ্যুটারের ঝুলন্ত দেহ

বছর আঠাশের শুট্যার কণিকার মৃত্যুর খবর পৌঁছেছে সোনুর কাছে (emotional tweet of actor sonu sood on national shooter Konica Layak Suicide) ৷ একটি সংবাদপত্রের তাঁর মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন শেয়ার করে টুইটারে সোনু লিখেছেন, "আজ শুধু আমার নয়, আজ শুধু ধানবাদের নয়, আজ গোটা দেশের মন ভেঙে গিয়েছে ৷" প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারফর্ম্যান্সের উন্নতি না-হওয়ার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ওই শু্যটার । জাতীয় স্তরের এই শ্যুটারের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়ামহলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.