ETV Bharat / sports

East Bengal: আলোচনায় সঞ্জয় সেন, সাতদিনের মধ্যে কোচ বাছবে ইস্টবেঙ্গল

author img

By

Published : Jul 20, 2022, 7:16 AM IST

সিদ্ধান্ত হয়েছে, চুক্তির প্রক্রিয়াকরণের সমান্তরালভাবে দলগঠনের কাজও চলবে । সবার আগে আগামী সাতদিনের মধ্যে কোচ বেছে নেওয়ার ওপর জোর দেওয়া হবে । কোচ ঠিক হওয়ার পর তারপর যে সমস্ত ফুটবলারের সঙ্গে কথা চলছে তাঁদের চূড়ান্ত করা হবে । ইতিমধ্যেই শক্তিশালী দলগঠনের কথা ইমামিকে জানিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal set to appoint new head coach) ।

East Bengal News
East Bengal News

কলকাতা, 20 জুলাই: আইএসএলের আগে কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে অংশগ্রহণের বাধ্যতা । লগ্নিকারী ইমামির সঙ্গে চুক্তি নিয়ে ঐক্যমতে পৌঁছনো সম্ভব হলেও তার বাস্তবায়ন কিছুটা সময় সাপেক্ষ। এই অবস্থায় প্রশাসনিক জটিলতা এবং চুক্তির গেরোয় ফুটবল যাতে বন্ধ না হয় সেদিকে নজর দিয়ে মধ্যপন্থা নিল ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড । যা ক্লাবের এতদিনের দাবির ফসল (East Bengal set to appoint new head coach) ।

মঙ্গলবারও পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পরে সিদ্ধান্ত হয়েছে চুক্তির প্রক্রিয়াকরণের সমান্তরালভাবে দলগঠনের কাজও চলবে । প্রসঙ্গত, ইমামি কর্ণধার প্রথমে জানিয়েছিলেন, চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত দলগঠনে কোনও লগ্নি করা হবে না । মাঝের সময়ে অনেক জল গড়িয়েছে । চুক্তিপত্র নিয়ে যাবতীয় জটিলতা দূর হয়েছে । ক্লাব তাদের যাবতীয় সমস্যা সমাধান হয়েছে এবং দ্রুত চুক্তির ব্যবস্থা হোক বলে অনুরোধ করেছে । ফলে পুরো প্রেক্ষাপট জুড়েই ফিলগুড হাওয়া ।

আরও পড়ুন : ফরম্যাট বদলে তিন প্রধানকে নিয়েই কলকাতা লিগ শুরু 27 জুলাই

এই অবস্থায় ঠিক হয়েছে আসন্ন কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের জন্য অবিলম্বে দলগঠন করতে হবে । সবার আগে আগামী সাতদিনের মধ্যে কোচ বেছে নেওয়ার ওপর জোর দেওয়া হবে বলে ঠিক হয়েছে । আপাতত পদ্মাপাড়ের ক্লাবে যে কয়েকটি নাম ভেসে উঠেছে, তাঁদের মধ্যে অন্যতম মোহনবাগানকে আই লিগ দেওয়া সঞ্জয় সেন । কোচ ঠিক হওয়ার পর তারপর যে সমস্ত ফুটবলারের সঙ্গে কথা চলছে তাঁদের চূড়ান্ত করা হবে । ইতিমধ্যেই শক্তিশালী দলগঠনের কথা ইমামিকে জানিয়েছে ইস্টবেঙ্গল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.