ETV Bharat / sports

CFL 2023: পাঁচ গোলে 'বেলাইন' রেল, চার বছর পর ঘরের মাঠে স্মরণীয় প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের

author img

By

Published : Jul 27, 2023, 9:37 PM IST

Etv Bharat
Etv Bharat

East Bengal in Calcutta Football League: 5 গোলে জয় ৷ তৃপ্তির হাসি কোচ বিনো জর্জের মুখে । দুরন্ত ফর্মে ইস্টবেঙ্গল যখন উচ্ছ্বাসের শীর্ষে, তখন হারের দায় মাথায় নিয়ে পদত্যাগ ইস্টার্ন রেল কোচ প্রশান্ত চক্রবর্তীর ৷

চার বছর পর ঘরের মাঠে স্মরণীয় প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের

কলকাতা, 27 জুলাই: চার বছর পর ফের পুরনো ছন্দে ময়দান। মহমেডান স্পোর্টিং, মোহনবাগান মাঠে খেলা ফিরেছিল । অবশেষে ইস্টবেঙ্গল মাঠেও বল গড়াল । চলতি কলকাতা লিগে নিজেদের পঞ্চম ম্যাচে ইস্টবেঙ্গল ফিরল তাদের মাঠে । বাকি দুই প্রধানের মাঠেও সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয় । ইস্টবেঙ্গলও ব্যতিক্রম নয় ।

ইস্টার্ন রেল এখন নামেই তালপুকুর । অতীতে জায়ান্টকিলার তকমা কেবলই খাতায়-কলমে । ইস্টবেঙ্গলের 5-1 গোল রেলের চাকা স্তব্ধ করে দিল । ম্যাচের সেরা আমন সিকে'র জোড়া গোল ছাড়াও গেল পেলেন অভিষেক, গুইতে, রাজিবুর। ইস্টার্ন রেলের হয়ে একমাত্র গোল দিব্যেন্দু চন্দ’র । 5 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে গ্রুপে দু’নম্বরে লাল-হলুদ ।

19 মিনিটে দীপ সাহা’র ফ্রি’কিক বারে লেগে প্রতিহত হলে ফিরতি বল জালে পাঠান অভিষেক কুঞ্জম । এগারো মিনিট পরে ফের গোল ইস্টবেঙ্গলের । অভিষেকের শট ইস্টার্ন রেল ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হলে ফিরতি বল জালে পাঠান নবাগত ভানলালপেকা গুইতে । পাঁচ মিনিট পরে ইস্টবেঙ্গলের তিন নম্বর গোল নিরঞ্জন মণ্ডল এবং আমন সিকে’র যুগলবন্দিতে । নিরঞ্জনের পাস থেকে গোল করেন আমন সিকে । বিরতির আগেই তিন গোলে ম্যাচের ভাগ্য কার্যত নিশ্চিত হয়ে যায়। গোল সংখ্যা আরও বাড়ত যদি না ইস্টবেঙ্গল ফুটবলাররা সুযোগ নষ্ট করতেন । 52 মিনিটে ব্যবধান কমায় ইস্টার্ন রেল । গোলদাতা দিব্যেন্দু চন্দ । প্রথমার্ধে 3 গোলে এগিয়ে যাওয়ার পরে অন্তত আরও চারটে গোল করতে পারত ইস্টবেঙ্গল । শেষপর্যন্ত আমন সিকে এবং রাজিবুর মিস্ত্রি গোল করায় পাঁচ গোলে জয় নিশ্চিত করে লাল-হলুদ । তৃপ্তির হাসি কোচ বিনো জর্জের মুখে । দল ধীরে ধীরে গড়ে উঠছে, ম্যাচের আগে কার্লোস কুয়াদ্রাত ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন । যা কার্যত পেপ টকের কাজ করেছে বলে স্বীকার করলেন ম্যাচের সেরা আমন সিকে । অন্যদিকে, 5 গোলের ব্যর্থতায় ম্যাচের শেষেই ইস্টার্ন রেলের কোচ প্রশান্ত চক্রবর্তী পদত্যাগ করেন ৷

আরও পড়ুন: ‘রেফারির ভুলের শিকার ছোট ক্লাবগুলো’, বাগানের বিরুদ্ধে পয়েন্ট খুইয়ে বিস্ফোরক কালীঘাট কোচ

4 বছর পরে ইস্টবেঙ্গল ক্লাব মাঠে ফিরল খেলা । পাঁচ গোলে জয় যেন সেই প্রত্যাবর্তনের মধুরেণ সমাপয়েৎ। কলকাতা ময়দানের পরিবেশে যদি পুরনোর স্বাদ মেলে, তাহলে সমর্থকদের আচরণে আমূল পরিবর্তন এসেছে । টিফো, প্ল্যাকার্ড, পতাকা নিয়ে মাঠে আসেন । গায়ে প্রিয় দলের জার্সি থাকে । পুরো নব্বই মিনিট বিদেশি লিগের সমর্থকদের মত ক্লাবের জন্য গান গেয়ে চলেন । গানগুলোর কথা এবং সুর যথেষ্ট মনকাড়া । কিন্তু যেভাবে সমর্থকরা জয়ের আনন্দে ফুটবলারদের সঙ্গে হাত মেলাতে এবং সেলফি তুলতে ফেন্সিং টপকালেন তা দৃষ্টিকটু । যদিও এই অব্যবস্থাকে ইস্টবেঙ্গল পুলিশি ব্যর্থতা হিসেবে দেখছে ।

শ্রাবণের দুপুরে নিয়ম করে বৃষ্টি হয় । বৃষ্টির ঝোড়ো ইনিংসে মাঠের অবস্থা বোঝা যায় । তিনদিক ঘেরা মাঠ প্রাথমিকভাবে পাশ । তবে প্রেসবক্সের অবস্থা বিশ্লেষণে মোহনবাগান ডিস্টিংশন নিয়ে পাশ করবে । মহমেডান এবং ইস্টবেঙ্গল গোল্লা পাবে। মোহনবাগান মাঠের প্রেসবক্সে যখন এয়ার কন্ডিশনের হাওয়া, তখন মহমেডান ক্লাবের মাঠে প্রেসবক্স কঙ্কালসার কাঠামো নিয়ে দাঁড়িয়ে । ইস্টবেঙ্গলের প্রেসবক্স পূঁতিগন্ধময় । ভ্যাপসা গরমে একটা ফ্যান পর্যন্ত নেই । মাঠের বাইরের পরিকাঠামো কার দোষে বেহাল ? এই প্রশ্নের উত্তরে ক্রীড়া দফতর, আইএফএ এবং ইস্টবেঙ্গল দোষারোপের খেলা খেলল ।

আরও পড়ুন: এবছর ইস্টবেঙ্গলের ‘ভারত গৌরব’ রতন টাটা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.