ETV Bharat / sports

Durand Cup 2023: সিভেরিওর গোলে ডুরান্ডের শেষ আটে ইস্টবেঙ্গল

author img

By

Published : Aug 16, 2023, 10:13 PM IST

Etv Bharat
ছবি সৌজন্যে টুইটার

পঞ্জাব এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের শেষ আটে পৌঁছে গেল লাল-হলুদ শিবির ৷ অন্যদিকে, সেকেন্ড রানার্স আপ হিসেবে শেষ আটে পৌঁছল মোহনবাগান সুপার জায়ান্টস ৷

কলকাতা, 16 অগস্ট: প্রথম ম্যাচের ড্রয়ের ধাক্কা সরিয়ে ডার্বি এবং পঞ্জাব এফসির বিরুদ্ধে জয় । ডুরান্ড কাপের শেষ আটে গ্রুপ টপার হয়ে পৌঁছে গেল ইমামি ইস্টবেঙ্গল । কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচের ফল 1-0 । গোলদাতা সিভেরিও । লাল-হলুদের জয়ে মোহনবাগান সুপার জায়ান্ট অবশ্য ছিটকে গেল না । সেকেন্ড রানার্স আপ হিসেবে তারা শেষ আটে যাবে ।

ডার্বির পরের ম্যাচ । দুরন্ত জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত । ফলে যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল-হলুদ সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো । আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এবছর আইএসএলে এসেছে পঞ্জাব এফসি । লড়াকু ফুটবলে প্রতিপক্ষকে চাপে ফেললেও আক্রমণের সেই তীব্রতা দেখা গেল না যাতে প্রতিপক্ষের রক্ষণ ভাঙে । ডার্বিতে ইস্টবেঙ্গলের খেলায় যে বুনোট দেখা গিয়েছিল তা পঞ্জাব ম্যাচে সেভাবে দেখা যায়নি । বোঝাপড়ার অভাব স্পষ্ট । যা দূর হতে সময় দরকার ।

22 মিনিটে ম্যাচের একমাত্র গোল সিভেরিওর । বোরহা হেরেরার ভাসানো কর্নারে মাথা ছুইয়ে গোল করলেন তিনি । তবে ডার্বির নায়ক নন্দকুমার নিষ্প্রভ । একইভাবে দু’টো ভুল করেছেন হরমনজ্যোৎ সিং খাবরা ৷ যা থেকে গোল হয়ে যেতে পারত । কিশোর ভারতীতে ক্লেইটন সিলভাকে পরিবর্ত হিসেবে নামিয়ে ছিলেন কুয়াদ্রাত । আধ ঘণ্টা মাঠে ছিলেন তিনি । ম্যাচের সহজতম দু’টো সুযোগ নষ্ট করলেন । যা থেকে গোল না-করা শাস্তিযোগ্য অপরাধ ।

তবে লাল-হলুদ রক্ষণের ভরসা হতে চলেছেন জর্ডন এলসে । পঞ্জাব এফসির আক্রমণ তাঁর ঠান্ডা মাথার ফুটবলের সামনে বারবার থেমে গেল । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেছেন দলের লড়াকু ফুটবলে খুশি । তবে আপাতত জয় পাওয়ার আনন্দ নয়, পরের পর্বের ম্যাচ নিয়ে প্রস্তুতি শুরু করতে চান । বুধবারও তিনি জানিয়েছেন যে, তাঁরা প্রাক মরশুম প্রস্তুতির মধ্যে রয়েছেন । তিন নম্বর ম্যাচ খেললেন । তাতে দু’টো জয় আসায় খুশি । তবে আত্মতৃপ্ত নন । কোনও ব্যক্তি বিশেষের প্রশংসা করতে চান না । কারণ পুরোটাই দলগত প্রচেষ্টার ফসল । তাঁরা জানেন কোথায় ছিলেন আর কোথায় যেতে হবে । তাই ডুরান্ডের প্রাথমিক পর্বের চ্যালেঞ্জ উতরে নক আউটে চোখ লাল-হলুদের ।

আরও পড়ুন : ডার্বি জয় অতীত, পঞ্জাবের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াই ইস্টবেঙ্গলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.