ETV Bharat / sports

বিমান বিভ্রাটে দেরিতে শহরে পৌঁছালেন কুয়াদ্রাত, সুপার কাপের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 4:19 PM IST

East Bengal Starts Super Cup Preparation: মাত্র দু’দিনের প্রস্তুতিতে সুপার কাপ খেলতে ভুূবনেশ্বর যাচ্ছে ইস্টবেঙ্গল দল ৷ শনিবার রাতে কলকাতায় এসে আজ সকালেই দলের অনুশীলনে যোগ দিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 7 জানুয়ারি: বিমান বিভ্রাটের জেরে ইস্টবেঙ্গলের সুপার কাপের প্রথমদিনের প্রস্তুতিতে থাকতে পারেননি কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ তবে, রবিবার সকালে দলের দ্বিতীয় দিনের অনুশীলনে দেখা গেল তাঁকে ৷ শুধু কোচ নন, তাঁর সঙ্গে একই কারণে গতকালের অনুশীলনে ছিলেন না ক্রেসপো, সিভেরিও এবং পার্দো ৷ শনিবার রাতেই এই তিন ফুটবলারকে নিয়ে কলকাতায় এসেছেন লাল-হলুদ কোচ ৷ মঙ্গলবার প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি ৷ তার আগে ইস্টবেঙ্গল মাত্র দু’দিনের অনুশীলন করে ভুবনেশ্বর রওনা দিচ্ছে ৷

অন্যদিকে, শনিবারের অনুশীলনে অনুপস্থিত ছিলেন মোবাসির ৷ সহকারী কোচেদের অধীনে কুয়াদ্রাতের পাঠানো নির্দেশ অনুযায়ী অনুশীলন করল বাকি দল ৷ তবে, মন্দার দেশাইকে ফিজিয়োর সঙ্গে ব্যস্ত থাকতে দেখা গেল ৷ তাঁর পায়ে সামান্য চোট রয়েছে ৷ আইএসএলে পাঁচ ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গল ৷ ঠিক যেখানে দল শেষ করেছিল, সেখান থেকেই সুপার কাপ শুরু করতে চাইছেন ক্লেইটন, হিজাজি মাহেররা ৷ এশিয়ার কাপের জন্য দোহায় জাতীয় দলে থাকায় মহেশ নাওরেম সিং এবং লালচুংনুঙ্গাকে পাবে না ইস্টবেঙ্গল ৷ ফলে হিজাজির সঙ্গে পার্দোর বোঝাপড়া গড়ে তোলাই লক্ষ্য কুয়াদ্রাতের ৷

সুপার কাপে ছয় বিদেশি খেলানো যাবে ৷ তাই বিদেশিদের পারফরম্যান্সই সুপার কাপের নতুন ঠিকানা ঠিক করে দেবে বলে মনে করা হচ্ছে ৷ জানুয়ারি মাসেই দলবদলের দ্বিতীয় উইন্ডো খুলছে ৷ নতুন ফুটবলার নেওয়ার আগে, পুরানো ফুটবলারদের শেষবারের মত দেখে নেওয়ার সুযোগ থাকছে ক্লাবগুলির কাছে ৷ ফুটবলাররাও নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন ৷ শোনা যাচ্ছে, সিভেরিওর বদলে নতুন স্ট্রাইকারের খোঁজে রয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট ৷ সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সিভেরিও কাছেও এটা শেষ সুযোগ ৷

এখন দেখার তিনি পুরানো দলের বিরুদ্ধে ভুবনেশ্বরে জ্বলে উঠতে পারেন কি না ! সবমিলিয়ে শহর ছাড়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সাড়ছে লাল-হলুদ ৷ তবে, প্রতিপক্ষ দলের তুলনায় কম অনুশীলন করে সুপার কাপে নামবে ইস্টবেঙ্গল ৷ এদিকে দলবদলের বাজারের খবর নিয়ে ম্যানেজমেন্ট স্পিকটি নট ৷ শোনা যাচ্ছে, চারজন ফুটবলারের নাম কোচ পাঠিয়েছেন ৷ তাঁদের নেওয়ার ব্যাপারে ক্লাব এবং লগ্নিকারীদের সিদ্ধান্তের পরেই, ছবিটা স্পষ্ট হবে ৷ ক্লাব কর্তাদের একাংশ জানিয়েছেন, মুখোমুখি বৈঠক না হলেও, ফোনে কথা চলছে ৷

আরও পড়ুন:

  1. মোহবাগানে তৈরি হবে মিউজিয়াম, মিরান্ডা কোচিংয়ে সুপার কাপের প্রস্তুতি বুমোসদের
  2. বুমোসকে নিয়ে বাগানে দোলাচল, আই লিগের স্ট্রাইকারে নজর ইস্টবেঙ্গলে
  3. বাগানেই থাকছেন পেত্রাতোস, নতুন মিডফিল্ডার আসছে সবুজ-মেরুনে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.