ETV Bharat / sports

Mohammedan Sporting Club: লিগ খেতাব ধরে রাখাই চ্যালেঞ্জ মহমেডানের

author img

By

Published : Jul 16, 2022, 10:20 AM IST

Mohammedan Sporting Club news
লিগ খেতাব ধরে রাখাই চ্যালেঞ্জ মহমেডানের

গত মরসুমে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহমেডান স্পোর্টিং । এবার খেতাব ধরে রাখার পাশাপাশি ডুরান্ড কাপেও ভালো কিছু করতে মরিয়া ব্ল্যাক প্যান্থাররা (Mohammedan Sporting aims to win Calcutta Football League) ।

কলকাতা, 16 জুলাই: ইস্টবেঙ্গলের নতুন মরশুমের জন্য দল গড়ার কাজ শুরু করেও থমকে । কী হবে তার উত্তর সময় দেবে । মোহনবাগান সরাসরি না বললেও কলকাতা লিগে খেলার ব্যাপারে অনিচ্ছুক । কলকাতা ফুটবলের দুই প্রধানের এই অবস্থানের ভিন্ন মেরুতে তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং। শুক্রবার বিকেলে অনুশীলন শুরু করল সাদা-কালো শিবির । গত মরসুমে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তারা । এবার খেতাব ধরে রাখার পাশাপাশি ডুরান্ড কাপেও ভালো কিছু করতে মরিয়া ব্ল্যাক প্যান্থাররা (Mohammedan Sporting aims to win Calcutta Football League) ।

নতুন মরশুমে বড় পরিসরে শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপ আয়োজন হতে চলেছে । গতবছর ডুরান্ড কাপে রানার্স হয়েছিল মহমেডান । এবছর আইএসএল এবং আই লিগের দল নিয়ে ডুরান্ড কাপ । দীপেন্দু বিশ্বাস বলেন, "আমরা চলতি মরশুমে আরও ভালোভাবে শুরু করতে চাই । কলকাতা লিগ ধরে রাখতে হবে । আই লিগে চ্যাম্পিয়ন হওয়াই পাখির চোখ । আইএসএলের দলগুলির সঙ্গে পাল্লা দিতে চাইছি । এই মরসুমে আমাদের ক্লাবের পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে । তাই বলতে পারি মহমেডান স্পোর্টিং ঘুরে দাঁড়াতে চাইছে ।"

ডুরান্ড কাপেও ভালো কিছু করতে মরিয়া ব্ল্যাক প্যান্থাররা

আরও পড়ুন: কলকাতা লিগে খেলার সিদ্ধান্ত নিয়ে টালবাহানা জারি ইস্টবেঙ্গল-মোহনবাগানের, দুই প্রধানের পাশে সৃঞ্জয় বসু

ফুটবল সচিব এবং দলের ম্যানেজারের এই মনোভাবের প্রতিফলন বাকিদের মধ্যেও । সহকারী কোচ জোসেফ নায়েক বলছেন, দলকে তৈরি করে নেওয়াই একমাত্র লক্ষ্য । দলের ফুটবলারদের প্রথম দিনের ফিটনেস মান যথেষ্ট আশাব্যঞ্জক । আপাতত ফিটনেস বাড়ানোর ওপর জোর দিতে চাইছেন । কোচ আন্দ্রে শেরিনেশভ এবং দলের বিদেশি ফুটবলাররা প্রথম দিনের অনুশীলনে যোগ দেননি। বিদেশি ফুটবলারদের যোগ দেওয়ার বিষয়ে তাড়াহুড়ো করতে চাইছে না মহমেডান স্পোর্টিং । প্রথম দিন দলের অনুশীলন দেখতে গ্যালারিতে চোখে পড়ার মত ভিড় । কর্তারাও মাঠে গিয়ে ফুটবলারদের উৎসাহিত করেছেন । রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাবে পা দিলে দেখা যাবে, ক্লাবের চেহারাই বদলে গিয়েছে । যা ভারতীয় ফুটবলের পক্ষে ইতিবাচক বার্তাও বটে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.