ETV Bharat / sports

Aussie Double Standards: অজি দৌরাত্ম্যের নতুন চেহারা, মূল্যহীন প্রতিপক্ষের জীবনও !

author img

By

Published : Aug 8, 2022, 7:00 PM IST

Aussie Double Standards Put Others Health in Jeopardy
Aussie Double Standards Put Others Health in Jeopardy

অস্ট্রেলিয়ার কাছে এবার মূল্যহীন প্রতিপক্ষের জীবনও (Aussie Double Standards Put Others Health in Jeopardy) ৷ তারই জ্বলন্ত উদারহণ উঠে এল কমনওয়েলথ গেমসের ফাইনালে ৷ করোনা আক্রান্ত তাহলিয়া ম্যাকগ্রাকে প্রথম একাদশে খেলাল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আর তাতে সহযোগিতা করল আইসিসি এবং আয়োজক কমনওয়েলথ গেমস ফেডারেশন ৷

কলকাতা, 8 অগস্ট: কোভিড পজিটিভ জেনেও কমনওয়েলথ গেমসে মহিলাদের টি-20 ফাইনালে খেলানো হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার তাহলিয়া ম্যাকগ্রাকে (Tahlia McGrath) ৷ আর তার অনুমতি দিয়েছে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি এবং কমনওয়েলথ গেমস ফেডারেশন (Aussie Double Standards Put Others Health in Jeopardy) ৷ যা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টিম ম্যানেজমেন্ট এবং সিজিএফ-এর চিকিৎসক দল সবরকম সুরক্ষাবিধি মেনে তাহলিয়া ম্যাকগ্রাকে ম্যাচে খেলানোর ব্যবস্থা করে দিয়েছে ৷

এ ক্ষেত্রে উল্লেখ্য 2022 সালের 16 জানুয়ারি কোভিডের প্রতিষেধক না-নেওয়ায় সাইবেরিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেয়নি ভিক্টোরিয়ান সরকার ৷ সেদেশের নাগরিকদের সুরক্ষার অজুহাতে, কোভিড না-থাকা সত্ত্বেও ৷ 3 বছরের জন্য তাঁকে নির্বাসন করা হয়েছে ৷

কিন্তু, প্রশ্ন উঠছে আইসিসি এবং সিজিএফ কীভাবে এত বড় একটা ঝুঁকি নিল ! কারণ, এটা শুধু একটা দলের স্বাস্থ্য সুরক্ষার প্রশ্ন নয় ৷ প্রতিপক্ষ ক্রিকেটার ও তাঁদের সাপোর্ট স্টাফ এবং মাঠে উপস্থিত আম্পায়ারদের স্বাস্থ্য-সুরক্ষাও এর সঙ্গে জড়িত ৷

প্রসঙ্গত, আইসিসি-র কোভিড সংক্রান্ত যে নিয়মাবলী রয়েছে, সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কোনও ক্রিকেটার ম্যাচের আগে কোভিড পজিটিভ হলে, তাঁকে তৎক্ষণাত কোয়ারেন্টাইনে পাঠাতে হবে ৷ তাঁর সংস্পর্শে আসা সকলকে আইসোলেশনে পাঠাতে হবে ৷ তাঁদের আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ এলে তবেই বাকি দলের সঙ্গে যুক্ত হতে পারবেন ৷ শুধু তাই নয়, আইসিসি-র নিয়ম মতে, প্রয়োজনে ওইদিনের ম্যাচ 24 ঘণ্টার জন্য পিছিয়ে দিতে হবে ৷

আরও পড়ুন: কমনওয়েলথে রুপো জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের, অজিদের বিরুদ্ধে 9 রানে হার হরমনপ্রীতদের

এক্ষেত্রে ম্যাচ পিছনো সম্ভব নয় ৷ কারণ, কমনওয়েলথ গেমস সম্পূর্ণভাবে অন্য একটি স্বতন্ত্র সংস্থার মাধ্যমে পরিচালিত হয় ৷ কিন্তু, এক্ষেত্রে আইসিসি ক্রিকেট অস্ট্রেলিয়াকে তাহলিয়া ম্যাকগ্রাকে খেলানোর অনুমতি কীভাবে দিল, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ কারণ, তাহলিয়া ম্যাকগ্রাকে খেলার অনুমতি না-দেওয়ার বিষয়টি পুরোপুরি আইসিসি-র হাতে ছিল ৷

cwg-2022-aussie-double-standards-put-others-health-in-jeopardy
করোনা আক্রান্ত অবস্থায় সতীর্থদের সঙ্গে মেডেল পোডিয়ামে তাহলিয়া ম্যাকগ্রা

এ তো গেল আইসিসি কী করতে পারত, আর কী পারত না ৷ এ বার বিষয়, কমনওয়েলথ গেমস ফেডারেশন কোন যুক্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে মান্যতা দিল ৷ কারণ, সিজিএফ কোনও একটি বা দু’টি দেশকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেনি ৷ 72টি দেশের কয়েক হাজার প্রতিযোগী এই টুর্নামেন্টে খেলছে ৷ তাঁদের নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত স্বার্থরক্ষা করাও সিজিএফ এর দায়িত্ব ৷ সেখানে করোনা আক্রান্ত একজন ক্রিকেটারকে মাঠে নামার অনুমতি দেওয়ার অর্থ, সেই ক্রিকেটারের জীবন এবং মাঠে উপস্থিত প্রতিপক্ষ খেলোয়াড় সকলের স্বাস্থ্য নিয়ে সমঝতা করা ৷ তা সে ভারতীয় মহিলা ক্রিকেট দল হোক বা বিশ্বের অন্য যে কোনও ক্রিকেট দল ৷

আরও পড়ুন: কোভিড নিয়েই অজি ক্রিকেটার তাহলিয়া ম্যাকগ্রাকে খেলার অনুমতি, আইসিসি ও সিজিএফ এর ভূমিকায় প্রশ্ন

এখানে আরও একটি প্রশ্ন উঠছে ৷ যা হল, সেমি-ফাইনালে ভারতের পরিবর্তে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল জিতলে এবং তাঁরা ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হলে, কমনওয়েলথ গেমস ফেডারেশনের ভূমিকাটা কী হত ! আর এই প্রশ্ন ওঠার এক এবং অন্যতম কারণ, এই টুর্নামেন্টের জন্মই দিয়েছে ব্রিটিশরা ৷ বিশ্বের যেসব দেশে ব্রিটিশ উপনিবেশ ছিল, তাদের নিয়ে এই কমনওয়েলথ গেমস আয়োজন করা হয় ৷ ফলে, কমনওয়েলথের জনক ইংল্যান্ডের ক্রিকেট দল ভারতের জায়গায় থাকলে, এই দায়িত্বজ্ঞানহীনতার ছবি দেখা যেত না, তা বলাই বাহুল্য ৷

cwg-2022-aussie-double-standards-put-others-health-in-jeopardy
16 জানুয়ারি 2022, অস্ট্রেলিয়া ছাড়ছেন নোভাক জকোভিচ

এ বার আসা যাক, ক্রিকেট অস্ট্রেলিয়ার কথায় ৷ তাঁরা এমন একটা দেশের প্রতিনিধিত্ব করে, যেখানকার বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচকে করোনার প্রতিষেধক না-নেওয়ায় ভিসা দেয়নি ৷ 2022 সালের 16 জানুয়ারি নোভাককে অস্ট্রেলিয়া ছাড়তে হয়েছিল ৷ শুধু তাই নয়, ভিক্টোরিয়ান প্রশাসন নোভাকের অস্ট্রেলিয়ায় প্রবেশের উপর 3 বছরের নিষেধাজ্ঞা জারি করেছে ৷ এমনকি ভিক্টোরিয়ান সরকারের তরফে উল্লেখ করা হয়েছিল, ‘‘নোভাক এমন একজন স্পোর্টসম্যান, যাকে তরুণ প্রজন্ম আদর্শ বলে মানে ৷ আর তাঁর কোভিডের প্রতিষেধক না-নেওয়া, আগামী প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে ৷’’

আরও পড়ুন: বার্মিংহ্যামে সিন্ধু-গর্জন, কমনওয়েলথে প্রথম সোনা এল প্রাক্তন বিশ্বজয়ীর ঝুলিতে

যদিও, এখানে বলতে হবে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দু’টি আলাদা দেশ ৷ দু’টি পৃথক সরকার এবং তাদের আইন আলাদা ৷ তা সত্ত্বেও যে প্রশ্নটা উঠছে, তা হল- যে সরকার ভ্যাকসিন না-নেওয়ায় একজন তারকা স্পোর্টসপার্সনের উপর নিষেধাজ্ঞা জারি করে, সেই দেশের ক্রিকেট বোর্ড কোভিড পজিটিভ হওয়া একজন ক্রিকেটারকে প্রথম একাদশে জায়গা দিচ্ছে ৷ শুধু তাই নয়, কোভিড পজিটিভ জেনেও, তাঁকে খেলানোর জন্য আইসিসি এবং সিজিএফ এর কাছে তদ্বির করেছে ৷ এখানেই প্রশ্ন, তবে কী কেবল অস্ট্রেলিয়ানদের জীবনেরই দাম আছে ! বাঁচার অধিকার কি কেবল তাঁদেরই রয়েছে ! যেখানে নিজেদের স্বার্থে বিদেশি কোনও খেলোয়াড়ের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে ৷ আর নিজেদের স্বার্থে কোভিড আক্রান্ত হওয়া খেলোয়াড়কে তদ্বির করে মাঠেও নামিয়ে দিতে পারে ৷ এতে প্রতিপক্ষের খেলোয়াড়দের স্বাস্থ্যের সঙ্গে সমঝতা করতে হলেও, ‘কুছ পরওয়া নেহি’, এমনই ঔদ্ধত্যপূর্ণ মানসিকতাই দেখাল ক্যাঙ্গারুরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.