ETV Bharat / sports

CSJC Sports Museum: ক্রীড়া ব্যক্তিত্বদের স্বাক্ষরিত সরঞ্জাম নিয়ে বিশেষ সংগ্রহশালা মন্দারমণিতে

author img

By

Published : Jun 5, 2023, 6:22 AM IST

স্পোর্টস স্যুভেনিয়র দিয়ে মিউজিয়াম তৈরি করার ভাবনা কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ৷ সেই মতো ক্রীড়াবিদদের সই করা সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে ৷ মন্দারমণিতে এই মিউজিয়াম তৈরি করা হবে ৷

CSJC Sports Museum ETV BHARAT
CSJC Sports Museum

কলকাতা, 4 জুন: স্যার ডন ব্র্যাডম্যানের চিঠি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বাক্ষরিত ব্যাট ও জার্সি, ঋদ্ধিমান সাহার গ্লাভস, বাইচুং ভুটিয়ার জার্সি- সবই এবার আসতে চলেছে জনসমক্ষে ৷ এমনই উদ্যোগ নিয়েছেন কলকাতার ক্রীড়া সাংবাদিকরা ৷ বিশ্বজুড়ে খেলার খবর করাই নয়, স্পোর্টস স্যুভেনিয়র দিয়ে মিউজিয়াম গড়ার উদ্যোগ নিয়েছে কলকাতা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ৷ এই স্পোর্টস মিউজিয়াম বা সংগ্রহশালাটি হবে মন্দারমণিতে ৷ গত কয়েকমাস ধরেই কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব স্যুভেনিয়র সংগ্রহের কাজ শুরু করছিল ৷

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের সই করা জার্সি ইতিমধ্যে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের হাতে তুলে দিয়েছেন রিঙ্কু সিং। ত্রিপুরার কোচের দায়িত্ব নেওয়ার জন্য কলকাতা হয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অল-রাউন্ডার ল্যান্স ক্লুজনার ৷ তিনিও তাঁর অটোগ্রাফ দেওয়া জার্সি দিয়ে গিয়েছেন ৷ কলকাতা ক্রীড়া সাংবাদিকরা এবং তাঁদের ক্লাব শুধুমাত্র খেলার খবর করার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না ৷ নিজেদের নানা অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে চান ৷ সেই ভাবনা থেকেই এই উদ্যোগ ৷

পাশাপাশি মেয়েদের ফুটবলকে পাদপ্রদীপে নিয়ে আসতেও আলাদা উদ্যোগ নিয়েছে সিএসজেসি ৷ ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের ফুটবলকে সাহায্য করতে উদ্যোগ নেওয়া হয়েছে ৷ তাদের কলকাতা ময়দানে খেলার সুযোগ করে দেওয়াই লক্ষ্য ৷ পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও ৷

আরও পড়ুন: নতুন মরশুমে ইস্টবেঙ্গলে বিজয়ন-পুত্র, গতবারের এগারো ফুটবলারকে ছেঁটে ফেলল লাল-হলুদ

সুন্দরবনের সন্দেশখালির কানমারি সোশ্যাল কেয়ার ফুটবল অ্যাকাডেমির 50 জন মহিলা ফুটবলারের হাতে ফুটবল কিট তুলে দেওয়া হয়েছে ৷ কানমারি মহিলা ফুটবল ক‍্যাম্পের জার্সিও উন্মোচিত হয়েছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে ৷ ক্রীড়ামন্ত্রী পাশে থাকার বার্তা দিয়ে বলেছেন, "কানমারিতে ফুটবল খেলার জন্য একটি যোগ্য মাঠের ব্যবস্থা করে দেওয়া হবে ৷ যদি সরকারি কোনও জমি থাকে তাহলে পুরো মাঠ তৈরি করে দেওয়া হবে সেখানে ৷ সেই সঙ্গে কানমারির মেয়েদের কলকাতায় এসে থাকা, অনুশীলন করার পাশাপাশি ফিটনেস পরীক্ষারও ব‍্যবস্থা করা হবে ৷ সবরকম সাহায্য করবে ক্রীড়া দফতর ৷" কানমারি মহিলা ফুটবলারদের টিডি হয়েছেন দীপেন্দু বিশ্বাস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.