ETV Bharat / sports

Mamata Banerjee on Mohammedan SC: মহামেডানকে আইএসএলে চান মমতা, গ্যালারি সংস্কারে 60 লক্ষ টাকা ঘোষণা

author img

By

Published : Aug 16, 2023, 6:58 PM IST

Mamata Banerjee Wants to see Mohammedan SC Play ISL: মহামেডান ক্লাবকে আইএসএল-এর মঞ্চে খেলতে দেখতে চান মুখ্যমন্ত্রী ৷ সংস্কারের পর আজ ক্লাবের উদ্বোধনে এ কথা জানান মমতা ৷ সেই সঙ্গে সাহায্যের প্রতিশ্রুতিও দিলেন ৷

Mamata Banerjee on Mohammedan SC ETV BHARAT
Mamata Banerjee on Mohammedan SC

কলকাতা, 16 অগস্ট: নবরূপে সেজে ওঠা মহামেডান ক্লাব আইএসএলে খেলুক ৷ সংস্কারের পর মহামেডান ক্লাবের উদ্বোধনে গিয়ে এমনটাই আশাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, মহামেডান ক্লাবের সমর্থক দেশের অন্যতম সেরা ৷ এই দলের পিছনে যে জনসমর্থন রয়েছে, তারা এক টাকা করে দিলেও আইএসএল খেলার জন্য প্রয়োজনীয় অর্থ উঠে আসবে বলে মনে করেন মমতা ৷ মুখ্যমন্ত্রী নিজেও মহামেডান স্পোর্টিংকে আইএসএল খেলতে সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ এদিন মহামেডান ক্লাবের স্টেডিয়ামে বাকেট সিট বসাতে 60 লক্ষ টাকার সাহায্য ঘোষণা করেছেন তিনি ৷

মহামেডান স্পোর্টিংয়ে তৈরি হয়েছে নতুন দোতলা তাঁবু ৷ মুখ্যমন্ত্রী মহামেডান স্পোর্টিংকে আইএসএলে খেলতে সাহায্য করার বিষয়ে বলেন, ‘‘আমি টাকা কোথায় পাব ? তবে, আমার বইয়ের রয়্যালিটি থেকে যে টাকা পাই, তার থেকে অবশ্যই সাহায্য করব ৷’’ একইসঙ্গে এদিন ক্লাবের সদস্য, সমর্থক এবং বণিক মহলকেও মহামেডানের আইএসএল খেলার জন্য এগিয়ে আসার কথা বলেন মুখ্যমন্ত্রী ৷

মমতা বলেন, ‘‘কিছু করতে গেলে জেদ থাকা দরকার ৷ মোহনবাগান, ইস্টবেঙ্গল আইএসএলে খেলছে ৷ মহমেডান স্পোর্টিং কেন খেলবে না? সারা দেশ-বিদেশে এত সমর্থক, এক টাকা করে দিলেই তো হয়ে যায় ৷ সমর্থকদের টাকায় আপনারা খেলতে পারেন, সেটাই করে দেখান ৷ যাঁর যা পুঁজি, হেল্প করুন ৷ আমিও কন্ট্রিবিউট করব ৷ মাইনে, পেনশন নিই না ৷ বই লিখে যা রয়্যালটি পাই, তা থেকেই দেব ৷’’

আরও পড়ুন: ‘কঠোর নিয়মানুবর্তিতার শেষ কথা মহম্মদ হাবিব’, একমত প্রাক্তন সতীর্থরা

এদিন ইস্টবেঙ্গল দল নিয়েও মন্তব্য করেন মমতা ৷ মুখ্যমন্ত্রীর দাবি, এবারের ইস্টবেঙ্গল দলটি ভালো হয়নি ৷ আরো ভালো দল করতে হবে ৷ মোহনবাগান ভালো দল করেছে ৷ পিছনে বসে থাকা দেবব্রত সরকার মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, এ বছর তারা ডার্বি জিতেছে ৷ মুখ্যমন্ত্রী তাঁকে থামিয়ে বলেন, ‘‘একটা ম্যাচে জিতলে হবে না ৷ ট্রফি জিততে হবে ৷ আমি চাই বাংলার দলগুলো চ্যাম্পিয়ন হোক ৷’’ এবার আইপিএলে শাহরুখের টিমের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘‘আইপিএলে 2 বার শাহরুখের কলকাতা টিম জিতেছে ৷ ইডেনে খেলা হয়েছিল ৷ আমি দেখতে গিয়েছিলাম ৷ আমরা চাই তোমরাও ভালো কর ৷’’

তিন ক্লাবকে ইতিমধ্যেই পরিকাঠামো তৈরি করার জন্য সাড়ে 7 কোটি টাকা দিয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান ক্লাবের সঙ্গে আইএফএ অনুমোদিত ক্লাবগুলিকে টাকা দিয়েছে সরকার ৷ এদিন মুখ্যমন্ত্রীর মুখে বারবার ফিরে এসেছে 'খেলা হবে' স্লোগান ৷ এ নিয়ে মমতা জানান, ‘মা মাটি মানুষ’, ‘জাগো বাংলা’, ‘জয় বাংলা’র মতো ‘খেলা হবে’ স্লোগানও মুখ থেকে বেরিয়ে গিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.