ETV Bharat / sports

Santosh Trophy : সন্তোষ ট্রফিতে অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে আজ বাংলার সামনে মেঘালয়

author img

By

Published : Apr 22, 2022, 12:30 PM IST

Bengal vs Meghalaya Santosh Trophy Match Preview
সন্তোষ ট্রফিতে অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে আজ বাংলার সামনে মেঘালয়

সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) আশা বাঁচিয়ে রাখতে মেঘালয়ের বিরুদ্ধে শুক্রবার মাঠে নামছে বাংলা (Bengal Eyeing for Win Against Meghalaya to Alive Their Hope in Santosh Trophy) ৷ কেরালার বিরুদ্ধে হেরে কিছুটা ব্যাকফুটে মনোরঞ্জন ভট্টাচার্যের দল ৷ তাই সেমিফাইনালের টিকিট পেতে মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে বাংলাকে (Bengal vs Meghalaya Santosh Trophy Match Preview) ৷

মাল্লাপুরম (কেরালা), 22 এপ্রিল : পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয়ের পরে কেরালার কাছে পরাজয় ৷ সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) আশা জাগিয়েও, হঠাৎ করেই বাংলা দলের আকাশে কালো মেঘ ৷ শুক্রবার কোচ রঞ্জন ভট্টাচার্যের বাংলার দলের সামনে মেঘালয় (Bengal Eyeing for Win Against Meghalaya to Alive Their Hope in Santosh Trophy) ৷ জিততে পারলে শেষ চারের টিকিট অনেকটাই পাকা হয়ে যাবে মনতোষ চাকলাদারদের সামনে ৷ তাই কোচ রঞ্জন ভট্টাচার্য প্রতিটি পদক্ষেপ মেপে মেপে ফেলতে চাইছেন (Bengal vs Meghalaya Santosh Trophy Match Preview) ৷

ইতিমধ্যে, দলের হারানো মনোবল উদ্ধার এবং মানসিক চাপ সরাতে বাংলার ফুটবলারদের দক্ষিণ ব্লকবাস্টার সিনেমা কেজিএফ টু দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল ৷ হারের ধাক্কা যাতে গ্রুপের বাকি ম্যাচগুলিতে প্রভাব না ফেলে, তার জন্যই ফুটবলারদের নতুনভাবে শুরু করার কথা বলা হয়েছে ৷ কোচ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, তাঁরা কেরালার বিরুদ্ধে শেষ পনেরো মিনিটে হেরে গিয়েছেন ৷ দর্শকপূর্ণ স্টেডিয়ামে খেলতে নেমে চাপে পড়ে গিয়েছিল দলের অনভিজ্ঞ ফুটবলাররা ৷ সেই চাপ সামলানোর ব্যাপারে টিম মিটিংয়ে আলোচনা হয়েছে ৷ তাঁর আশা ফুটবলাররা ম্যাচের গুরুত্ব বুঝতে পেরে নিজেদের নিংড়ে দেওয়ার জন্য তৈরি আছেন ৷

সন্তোষ ট্রফিতে অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে আজ বাংলার সামনে মেঘালয়

আরও পড়ুন : Jaidip Mukerjea : ‘দেশ সম্মান দেয়নি’, পদ্মশ্রী না পাওয়ার আক্ষেপ অশীতিপর জয়দীপের

কেরালা এবং মেঘালয়ের ম্যাচ দেখেছেন বাংলার ফুটবলাররা ৷ প্রতিপক্ষের দোষত্রুটি নিয়ে দলে কাটাছেড়া হয়েছে ৷ কোচ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, তাঁদের কাছে মেঘালয়ের ম্যাচটি গুরুত্বপূর্ণ ৷ তাই ম্যাচ জিতে তাঁরা মাঠ ছাড়বেন এই ব্যাপারে নিশ্চিত ৷ মেঘালয় ইতিমধ্যে কেরালার বিরুদ্ধে 2-2 গোলে ড্র করছে ৷ মূলত প্রতিআক্রমণ ভিত্তিক ফুটবল খেলতে পছন্দ করে মেঘালায় ৷ প্রতিপক্ষের প্রতিআক্রমণ ভিত্তিক ফুটবল যাতে সমস্যা না করতে পারে, সেই ব্যাপারে দলের ডিফেন্ডারদের সতর্ক করেছেন বাংলার কোচ ৷ সন্তোষে আশা বাঁচিয়ে রাখতে জয় জরুরি বাংলা দলের জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.