Avani Lekhara: প্য়ারালিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস অবনির

author img

By

Published : Sep 3, 2021, 12:47 PM IST

Avani Lekhra
Avani Lekhra ()

টোকিয়ো প্য়ারালিম্পিক্সে ইতিহাস সৃষ্টিকারী অবনি লেখারাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথম ভারতীয় হিসেবে প্য়ারালিম্পিক্সে জোড়া পদক জিতে নজির গড়লেন 19 বছর বয়সি এই মহিলা শুটার ৷

টোকিয়ো, 3 সেপ্টেম্বর: টোকিয়ো প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন ভারতের অবনি লেখারা(Avani Lekhara) ৷ প্যারালিম্পিক্সের (Paralympics) আসরে একমাত্র ভারতীয় হিসেবে জোড়া পদক জিতলেন এই মহিলা শুটার ৷ আগেই সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন ৷ শুক্রবার 50 মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতে ইতিহাসে নাম লেখালেন অবনি ৷

এক সপ্তাহের ব্য়বধানে দ্বিতীয় পদক জিতলেন রাজস্থানের এই শুটার ৷ বিশ্বের পাঁচ নম্বর ভারতীয় শুটার গত মঙ্গলবার 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন ৷ মাত্র তিনদিনের ব্য়বধানে দ্বিতীয় পদক এনে দিয়ে দেশের নাম উজ্জ্বল করলেন করলেন অবনি ৷ সেই সঙ্গে একই প্যারালিম্পিক্স ইভেন্টে ভারতের প্রথম প্রতিযোগী হিসেবে জোড়া পদক জিতলেন তিনি ৷

একই প্যারালিম্পিক্সের আসরে এর আগে কোনও ভারতীয় একের বেশি পদক জেতেননি । অবনির হাত ধরে টোকিয়ো প্যারালিম্পিক্সে 12তম পদক জিতল ভারত ৷ এর মধ্য়ে 2টি সোনা 6টি রুপো ও 4টি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে ৷ এদিন 50 মিটার এয়ার রাইফেলে মোট 445.9 পয়েন্ট নিয়ে তিন নম্বরে শেষ করেন অবনি । 457.9 পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন চিনের ঝাং সি । আর জার্মানির নাতাশা হিলট্রপ 457.1 পয়েন্ট পেয়ে রুপো জিতেছেন । অবনির দ্বিতীয় পদক জয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

2012 সালে গাড়ি দুর্ঘটনা পর থেকে অবনির জীবন হুইল চেয়ারে আবর্তিত হয় । কিন্তু তাঁর অদম্য ইচ্ছার কাছে হার মানে সব প্রতিকূলতা । 2015 সালে বাবার অনুপ্রেরণায় জয়পুরের শুটিং রেঞ্জে প্রথম রাইফেল হাতে তুলে নিয়েছিলেন ৷ টোকিয়ো প্যারালিম্পিক্সে লড়াকু অবনির দ্বিতীয় পদক জয়ের পর টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, 'টোকিয়ো প্যারালিম্পিক্সে আরও একটি গৌরবের মুহূর্ত ৷ অবনির অসাধারণ পারফরম্য়ান্সে আমি অত্য়ন্ত আনন্দিত । ব্রোঞ্জ পদক জয়ের জন্য অবনিকে অভিনন্দন । ওর ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানাই ৷'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.