ETV Bharat / sports

ISL Derby 2023: ম্যাকহিউ-বুমোসকে ঘিরে প্রশ্ন, প্রতিকূলতা সত্ত্বেও ডার্বিতে জয়ের লক্ষ্যে মোহনবাগান

author img

By

Published : Feb 24, 2023, 9:07 PM IST

Etv Bharat
Etv Bharat

ডার্বিকে অনিশ্চিত কার্ল ম্যাকহিউ, হুগো বুমোস । দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না-পেলেও প্রতিপক্ষকে ডরাতে নারাজ মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো । ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথম তিন জায়গা করেই প্লে-অফে যাওয়াই পাখির চোখ করছে বাগান (ATK Mohun Bagan eye to beat East Bengal) ।

কলকাতা, 24 ফেব্রুয়ারি: চোটের কারণে ডার্বিতে অনিশ্চিত কার্ল ম্যাকহিউ । জুয়ান ফেরান্দোর এই ঘোষণা সাংবাদিক সম্মেলন কক্ষে অনেকটা ঝড়ের মত আছড়ে পড়ল । স্তব্ধ প্রেস কনফারেন্স রুম, কয়েক সেকেন্ডের জন্য সবাই চুপ । কুঁচকির চোট নিয়েও শেষ ম্যাচে খেলেছিলেন । কিন্তু ডার্বিতে তাঁকে হয়তো পাওয়াই যাবে না, মোহনবাগান হেডস্যরের হতাশাতেও ফিজিওরা দলের অন্যতম ভরসাকে ফিট করার চেষ্টা চালাচ্ছেন । তাই শেষবারের মত ম্যাচের দিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন ফেরান্দো (ATK Mohun Bagan eye to beat East Bengal) ।

অনিশ্চয়তার তালিকায় আরেক সংযোজন হুগো বুমোস । শেষ ম্যাচে প্রথম পঁয়তাল্লিশ মিনিট খেলেছিলেন ফরাসি মিডফিল্ডার । ডার্বিতেও পুরো সময় তাঁর খেলার ব্যাপারে জুয়ান ফেরান্দো নিশ্চয়তা দেননি । “20 দিন অনুশীলন না-থাকার পর মাত্র দু-তিন দিনের অনুশীলনে পুরো ম্যাচ খেলা কঠিন,” বুমোসের চোট নিয়ে বলছেন সবুজ-মেরুন হেডস্যার । এটিকে মোহনবাগানের ড্রেসিংরুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যদিও বলছেন, ফরাসি মিডফিল্ডার খেলবেন । কার্ল ম্যাকহিউকেও দলে রাখা হবে । পরিস্থিতি অনুসারে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে । চোটের পাশাপাশি কার্ড সমস্যার বিপদসীমায় রয়েছেন ম্যাকহিউ । 3টি হলুদ কার্ড রয়েছে তাঁর নামের পাশে । চার নম্বর কার্ডটি ডার্বিতে দেখলে প্লে-অফে খেলতে পারবেন না । তাই তাঁকে নিয়ে সতর্কতা সবুজ-মেরুনে ।

প্লে-অফে জায়গা নিশ্চিত হলেও স্থান নিশ্চিত হয়নি । 3 নম্বর জায়গাটি নিশ্চিত করতে পারলে ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে নামতে পারবে এটিকে মোহনবাগান । তাই ডার্বি জয় ঘিরে আবেগের ফল্গুর মধ্যেও ঘরের মাঠে প্লে-অফ খেলার সুযোগের হাতছানি রয়েছে । শনিবার রক্ষণে স্লাভকো খেলবেন । ফেড্রিকো গালেগোরও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে । ফেরান্দো বলেন, "ডার্বি অবশ্যই আবেগের । তিন পয়েন্টের লক্ষ্যে মাঠে নামব । এই 3 পয়েন্ট আমাদের তিন নম্বর জায়গা নিশ্চিত করবে । যেকোনও মূল্যে জেতার জন্য ঝাপাব ।"

চলতি আইএসএলের প্রথম ডার্বিতে জয় এসেছিল । আইএসএলের মঞ্চে ডার্বিতে এটিকে মোহনবাগান এখনও অপরাজিত । পাঁচবার জয় এসেছে । ষষ্ঠবার জয়ের কথা সরাসরি না-বললেও অধিনায়ক প্রীতম কোটাল ইঙ্গিত দিয়েছেন, সর্বস্ব দিয়ে ঝাপাবে দল । তবে একই সঙ্গে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সম্পর্কে তাঁর ব্যাখ্যা, “ওদের রক্ষণের বোঝাপড়া ভালো । সকলে মিলে রক্ষণ সামলায় । একইভাবে দ্রুত প্রতি আক্রমণে ওঠে । তাই এই ডার্বিতে ওরা অনেক গোছানো । সতর্ক থাকতে হবে ।”

আরও পড়ুন: দুর্ঘটনা এড়ালেন বাগান ফুটবলাররা, বড় ম্যাচের আগে সৌভ্রাতৃত্বের ছবি দু'দলের অনুশীলনে

ডার্বিতে জয়ের স্বাদ ডাগ আউটে কোচের চেয়ারে বসে উপভোগ করেছেন জুয়ান ফেরান্দো । প্রতিপক্ষের পারফরম্যান্সের গ্রাফ নজরে রেখেছেন । গঙ্গাপাড়ের বস বলেন, “দল হিসেবে যথেষ্ট সমীহ করছি । শেষ ম্যাচে ওদের পারফরম্যান্স যথেষ্ট ভালো । মুম্বইয়ের বিরুদ্ধে জয় ওদের মানসিকভাবে উদ্বুদ্ধ করবে । গত 6টি ম্যাচেই ওদের খেলা যথেষ্ট ভালো । আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য রয়েছে । আমাদের দল কোনও ব্যক্তি বিশেষের ওপর নির্ভরশীল নয় । ব্র্যান্ডন হামিল না-থাকলেও যারা আছে তাঁদের ওপর বিশ্বাস রাখছি ।" তাই সতর্কতা-সমীহকে সঙ্গী করেই ডার্বি জয়ের নীল নকশা সাজাচ্ছে এটিকে মোহনবাগান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.