ETV Bharat / sports

ATKMB vs BFC : লিস্টন, মনবীরের গোলে শেষ চারের পথে মোহনবাগান

author img

By

Published : Feb 27, 2022, 10:52 PM IST

ATKMB
শেষ চারের পথে মোহনবাগান

গঙ্গাপাড়ের ক্লাবের কোহিনূর লিস্টন কোলাসো । সময় যত গড়িয়েছে ততই পরিণত হয়েছেন ভারতীয় ফরোয়ার্ড । নামজাদা বিদেশি ফুটবলারদের ছায়ায় বিশ্রাম নেওয়া নয়, বরং লিস্টন কোলাসো নিজেই রোদ্দুর (ATK Mohun Bagan beat Bengaluru FC) । পরপর দুটো ড্র করার পরে ফের জয়ে ফিরল সবুজ-মেরুন ।

ফতোরদা, 27 ফেব্রুয়ারি : লিস্টন কোলাসোর তৈরি করা ভিতে জয়ের ইমারত গড়লেন মনবীর সিং। বেঙ্গালুরু এফসিকে হারিয়ে শেষ চারের পথে আরও এককদম এগিয়ে গেল এটিকে মোহনবাগান । অন্যদিকে বেঙ্গালুরু এফসির শেষ চারের আশা শেষ হয়ে গেল । এই মুহূর্তে 18 ম্যাচ শেষে 34 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে জুয়ান ফেরান্দোর ছেলেরা । পরপর দুটো ড্র করার পরে ফের জয়ে ফিরল সবুজ-মেরুন (ATK Mohun Bagan beat Bengaluru FC) ।

গঙ্গাপাড়ের ক্লাবের কোহিনূর লিস্টন কোলাসো । সময় যত গড়িয়েছে ততই পরিণত হয়েছেন ভারতীয় ফরোয়ার্ড । নামজাদা বিদেশি ফুটবলারদের ছায়ায় বিশ্রাম নেওয়া নয়, বরং লিস্টন কোলাসো নিজেই রোদ্দুর । যার তেজে প্রতি ম্যাচেই প্রতিপক্ষরা দগ্ধ হচ্ছেন । যদিও রবিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তাঁর মাঠে নামা কার্যত অনিশ্চিত। কারণ চোট এবং ক্লান্তি । তবুও ভারতীয় তরুণ মাঠে নেমে দলের আক্রমণে নেতৃত্ব দিলেন । যার সামনে হুগো বুমোস, জনি কাউকোরা ফিকে ।

প্রথম মিনিট থেকেই দুই দলই গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে । সুনীল ছেত্রী, ক্লেইটন সিলভা, উদান্ত সিংদের আক্রমণের সামনে সবুজ-মেরুন শুরুতেই প্রতিরোধ গড়ে তুলতে থাকে । তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটালরা অসাধারণ তৎপরতায় বেঙ্গালুরু এফসির আক্রমন সামলেছেন । যা স্বস্তি দেবে কোচকে ।

আরও পড়ুন : অধরা ‘কলিঙ্গ বধ’, চ্যাম্পিয়ন্স লিগের রাস্তা কঠিন হল বাগানের

বিরতির একমিনিট আগে অসাধারন ফ্রিকিকে দলের প্রথম গোল লিস্টন কোলাসোর । আইএসএলে নিজের আট নম্বর গোলটি করলেন তিনি । পোস্ট বাধা হয়ে না-দাঁড়ালে আরও গোল আসত তাঁর পা থেকে । দ্বিতীয়ার্ধে কার্যত একপেশে হয়ে দাঁড়ায় ম্যাচ । সবুজ-মেরুন ঝড়ে দিশেহারা দেখাচ্ছিল কুরুনিয়ান, শ্রীভাসদের । যদিও পরপর আক্রমণ করলেও গোলসংখ্যা বিশেষ বাড়াতে পারেনি ফেরান্দোর ছেলেরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.