ETV Bharat / sports

FIFA World Cup 2022: মেসি ম্যাজিক, স্বপ্নের আরও কাছে আর্জেন্তিনা

author img

By

Published : Dec 14, 2022, 6:49 AM IST

Updated : Dec 14, 2022, 7:01 AM IST

Argentina in FIFA World Cup
স্বপ্নের আরও কাছে আর্জেন্তিনা

রবিবার রাতে ফ্রান্স কিংবা মরক্কোর মধ্যে যেকোনও একটি দল ফাইনালে নীল-সাদা জার্সিধারীদের মুখোমুখি হবে (Argentina in FIFA World Cup 2022) । তাদের হারাতে পারলেই তৃতীয়বারের জন্য কাপ যাবে বুয়েনস আইরেসে । অধরা স্বপ্নপূরণ হবে লিও মেসির (FIFA World Cup 2022)।

লুসেইল, 14 ডিসেম্বর: ঝোড়ো পাঁচ মিনিট এবং মেসি ম্যাজিক । দুইয়ে মিলে ফাইনালের টিকিট পকেটে পুরল আর্জেন্তিনা । সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়ে সোনার কাপ জয়ের শেষ ধাপে লিওনেল মেসির দেশ । 34 মিনিটে পেনাল্টি থেকে মেসির গোলের পর 39 মিনিটে দ্বিতীয় গোল আলভারেজের । 68 মিনিটে তৃতীয় গোল সেই আলভেরেজের (Argentina in FIFA World Cup 2022)। রবিবার রাতে ফ্রান্স কিংবা মরক্কোর মধ্যে যেকোনও একটি দল ফাইনালে নীল-সাদা জার্সিধারীদের মুখোমুখি হবে । তাদের হারাতে পারলেই তৃতীয়বারের জন্য কাপ যাবে বুয়েনস আইরেসে । অধরা স্বপ্নপূরণ হবে লিও মেসির (FIFA World Cup 2022) ।

চলতি বিশ্বকাপে নিজের পাঁচ নম্বর গোলটি করে ফেললেন মেসি । পেনাল্টি থেকে গোল করার সঙ্গেই এলএম টেন বিশ্বকাপে লা আলবেসেলেস্তার হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড পকেটে পুরলেন । তাঁর এগারোটি গোলের সামনে পেছনে পড়ল বাতিস্তুতার দশ গোলের রেকর্ড (Argentina reached FIFA World Cup 2022 Final) ।

অঘটনের বিশ্বকাপে ব্রাজিলকে হারানোর পরে মনে হয়েছিল ক্রোটরা বোধহয় আর্জেন্তিনার জন্য শক্ত চ্যালেঞ্জ দেবেন । লিওনেল মেসির জন্যও তৈরি থাকবে রক্ষণের চক্রব্যুহ । কিন্তু রক্ষণের চক্রব্যুহ রচনা নয়, বরং চোখে চোখ রেখে আক্রমণে ম্যাচ পকেটে পুরতে চেয়েছিলেন লুকা মদ্রিচ, ইভান পেরিসিচরা । পিছিয়ে পড়তেই আক্রমণ শানালেও গোলমুখ খুলতে পারেননি ।

দৌড়নোর জায়গা মিলতেই এলএম টেন স্বমেজাজে । 35 বছরের তরুণ দৌড়লেন বছর কুড়ির যুবকের ক্ষিপ্রতায় । নেমে-উঠে বাড়তি পরিশ্রমে মেসি যেন জীবনের জন্য নিজেকে নিংড়ে দিলেন । 68 মিনিটে দু'জন ক্রোট ডিফেন্ডারকে ঘাড়ে নিয়ে মেসি যে বল আলভারেজের জন্য সাজিয়ে দিলেন, তা থেকে গোল করা ছাড়া অন্য পথ ছিল না ।

প্রথম গোলের সময় আলভারেজকে বক্সের মধ্যে ফাউল করেন ক্রোট গোলরক্ষক এবং ডিফেন্ডার । পেনাল্টি দেন রেফারি । তবে সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক রয়েছে । কারণ বল আলভারেজের পা থেকে বেরিয়ে গিয়েছিল । পেনাল্টি থেকে গোল আর্জেন্তিনা অধিনায়কের । পাঁচ মিনিট পরে দ্বিতীয় গোল । মাঝমাঠে মেসির পা থেকে ছিটকে যাওয়া বল ধরে আলভারেজের দৌড় এবং প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের বাধা উপেক্ষা করে বল জালে পাঠান । 4 বছর আগে রাশিয়ায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তিন গোলে পরাজিত হয়েছিল আর্জেন্তিনা । কাতারে স্কোরলাইন উলটে দিয়ে মধুর প্রতিশোধ নিলেন মেসি ।

আরও পড়ুন: জিয়েচদের স্বপ্নিল ইতিহাসের কারিগর তিনিও, মরক্কোর সাফল্যের নেপথ্য কাহিনি শোনালেন বেঞ্চেরিফা

ছিয়াশিতে কাপ জয়ের চার বছর পরে ফাইনালে উঠেও মারাদোনা ব্যর্থ হয়েছিলেন । 2014 সালের ফাইনালে ব্যর্থ হওয়ার 8 বছর পরে ফের সোনার কাপের সামনে মেসির আর্জেন্তিনা । স্বপ্নপূরণের আওয়াজ জোরালো হচ্ছে ।

Last Updated :Dec 14, 2022, 7:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.