ETV Bharat / sports

FIFA WC 2026 Qualifiers: মেসি’কে ছাড়াই মধুর প্রতিশোধ, বলিভিয়া ‘বধ’ আর্জেন্তিনার; জিতল ব্রাজিলও

author img

By PTI

Published : Sep 13, 2023, 12:43 PM IST

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

Argentina Beats Bolivia in World Cup Qualifier: লাতিন আমেরিকার কোয়ালিফায়ারে মেসিকে ছাড়াই বলিভিয়াকে তাদের ঘরের মাঠে 3-0 গোলে হারাল আর্জেন্তিনা ৷ অন্যদিকে মারকুইহোসের শেষ মিনিটের গোলে পেরুকে হারাল ব্রাজিল ৷ কষ্টার্জিত জয় পেয়েছে নেইমাররা ৷

লা পাজ ও লিমা, 13 সেপ্টেম্বর: 14 বছর আগে এই মাঠেই 6-1 গোলে আর্জেন্তিনাকে উড়িয়ে দিয়েছিল বলিভিয়া ৷ বিশ্বের উচ্চতম মাঠে ওই ম্যাচে কার্যত খাবি খেয়েছিলেন লিও মেসি ৷ লজ্জায় পড়তে হয়েছিল লা অ্যালবিসেলেস্তে’র তৎকালীন কোচ, দিয়েগো আর্মান্দো মারাদোনাকে ৷ ওই মাঠেই এবার মধুর প্রতিশোধ নিল বিশ্বজয়ীরা ৷ মারাদোনার দলের লজ্জা মুছল লিও স্কালোনির দল ৷

লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে হারাল আর্জেন্তিনা ৷ বলিভিয়ার লা পাজ শহরের পাহাড়ি উচ্চতায় কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এই জয় খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি ৷ বলিভিয়ার বিরুদ্ধে 3-0 গোলে জয় পেয়েছে আর্জেন্তিনা ৷ গোল করেছেন এঞ্জো ফার্নান্দেজ, নিকোলাস তাজলিয়াফিকো এবং নিকোলাস গঞ্জালেজ ৷ অন্যদিকে লাতিন আমেরিকার কোয়ালিফায়ারে মারকুইহোসের শেষ মিনিটের গোলে পেরুকে 1-0 হারিয়েছে ব্রাজিল ৷

এই মুহূর্তে বিশ্বকাপ যোগ্যতা অর্জনে লাতিন আমেরিকা গ্রুপের পয়েন্ট তালিকায় 1 নম্বরে রয়েছে ব্রাজিল ৷ দু’নম্বরে আর্জেন্তিনা ৷ এ দিনের ম্যাচে মেসিকে ছাড়াই দল নামিয়ে ছিলেন কোচ লিওনেল স্কালোনি ৷ এমনকী পরিবর্ত হিসেবেও তাঁকে দলে রাখেননি আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী কোচ ৷ অ্যাঞ্জেল দি মারিয়া নেতৃত্বে তরুণদের মাঠে নামিয়েছিলেন স্কালোনি ৷ কোচের এই পরীক্ষা-নীরিক্ষা সফলও হয়েছে ৷

প্রথমার্ধে ম্যাচের 31 মিনিটে এঞ্জো ফার্নান্দেজ আর্জেন্তিনার হয়ে প্রথম গোলটি করেন ৷ ডান পোস্টে দি মারিয়ার মাইনাস থেকে গোল করেন এনজো ৷ এর পর 42 মিনিটে নিকোলাস তাজলিয়াফিকোর গোলে 2-0 এগিয়ে যায় আর্জেন্তাইনরা ৷ প্রথমার্ধের খেলা শেষে আর্জেন্তিনা 2-0 গোলে এগিয়ে ছিল ৷ দ্বিতীয়ার্ধের শুরু বলিভিয়া ফিরে আসার চেষ্টা করলেও আর্জেন্তাইনদের স্কিল এবং কৌশলের সামনে হার মানতে হয় ৷ ম্যাচের 83 মিনিটে নিকোলাস গঞ্জালেজ তিন নম্বর গোলটি করে আর্জেন্তিনার জয় নিশ্চিত করে দেন ৷ বক্সের সামনে থেকে বাড়ানো ক্রসে গোল করেন নিকোলাস গনজালেস ৷

আরও পড়ুন: ফুটবল সম্রাটের রেকর্ড ভেঙে ব্রাজিলের শীর্ষ গোলদাতা এখন নেইমার

লাতিন আমেরিকা কোয়ালিফায়ারে এ দিন পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল ৷ প্রথম ম্যাচে বলিভিয়াকে 5-1 গোলে হারালেও, আজ পেরুর বিরুদ্ধে শেষ মুহূর্তে জয় আসে আর্জেন্তিনার ৷ মাত্র 1-0 গোলে ম্যাচ জেতে কাসেমিরোরা ৷ ফার্নান্দো ডিনজি এ দিন 4-2-3-1 ফরম্যাটে দল সাজিয়ে ছিলেন ৷ নেইমারকে আজও রিচার্ডলিসনের পিছন থেকে সেন্টার ব্যাক পজিশনে খেলিয়েছিলেন তিনি ৷ মূলত, ফাইনাল লাইন অফ অ্যাটাক তৈরির কাজ দেওয়া হয়েছিল নেইমার জুনিয়রকে ৷

কিন্তু, পেরুর রক্ষণকে ভেদ করতে পারেনি তারকা খচিত ব্রাজিল ৷ ম্যাচের 90 মিনিটে ডিফেন্ডার মারকুইনহোসের হেডার থেকে আসা গোলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের ৷ নেইমারদের পরের ম্যাচ ঘরের মাঠে ভেনেজুয়েলার বিরুদ্ধে আগামী 13 অক্টোবর ৷ ওইদিন একই সময়ে প্যারাগুয়ের বিরুদ্ধে নামবে আর্জেন্তিনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.