ETV Bharat / sports

আমফান দুর্গতদের সাহায্য "অর্জুন" রাহুলের,পাশে দাঁড়ালেন শান

author img

By

Published : Jun 2, 2020, 2:34 PM IST

বড় গাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে দুর্গত অঞ্চলে পৌঁছান রাহুল । চাল, আলু ছাড়াও অতি প্রয়োজনীয় ওষুধ নিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করা করেছেন । দুশো থেকে আড়াইশো প্যাকেট খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ।

রাহুল
রাহুল

কলকাতা, 2 জুন: সাহায্যের ডালি নিয়ে আমফান বিধ্বস্ত সুন্দরবনে পৌঁছে গেলেন বাংলার তারকা তিরন্দাজ রাহুল বন্দ্যোপাধ্যায় । বাংলা তথা ভারতীয় তিরন্দাজীর অন্যতম মুখ দোলা এবং রাহুল বন্দ্যোপাধ্যায় । অর্জুন সম্মানে সম্মানিত দিদি এবং ভাইয়ের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে গিয়েছিল বাংলা ৷ এবার তির এবং ধনুক ছেড়ে আমফান বিধ্বস্তদের পাশে রাহুল ।

বরাহনগরের ব্যানার্জী পাড়ার 33 বছর বয়সি এই তরুণ বলছেন,"আমরা দক্ষিণ 24 পরগনার বাসন্তী, নামখানা, সন্দেশখালি,বকখালি গিয়েছিলাম । আমফানের দাপটে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ওখানে । ঝড় বিধ্বস্ত এলাকার ছবি দেখে শিউরে উঠেছিলাম । ওখানকার মানুষের দুরবস্থা দেখে হতভম্ব হয়ে গিয়েছি । ওখানকার মানুষ খাবার এবং আশ্রয়ের জন্যে হাহাকার করছে । বাড়ি ভেঙে পড়েছে, ছাদ উড়ে গিয়েছে ৷ বিদ্যুৎ একসপ্তাহ ধরে নেই । দুর্বিসহ অবস্থা ৷" বিচলিত শোনায় তারকা তিরন্দাজের গলা । একই সঙ্গে তিনি বলছেন," বিঘার পর বিঘা জমিতে নোনা জল ঢুকে পড়েছে । ফলে শস্য শেষ । আর সেখানে চাষ করা সম্ভব হবে কি না সেটাই বড় প্রশ্ন ।" অলিম্পিয়ান তিরন্দাজ ব্যক্তিগত উদ্যোগে শুকনো খাবারের প্যাকেট নিয়ে প্রথম দফায় সাহায্য করে এসেছেন । এখন এই উদ্যোগে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সাহায্য পেতে শুরু করেছেন । তাঁর কথায়, "বহু মানুষ সাহায্যের জন্যে চিৎকার করছে । কান্নায় ভেঙে পড়ছেন । তাদের এই দুরবস্থায় এখন অনেকেই সাহায্যে র জন্য এগিয়ে এসেছেন । আমার প্রবাসী বন্ধুরাও সাহায্যের হাত বাড়িয়েছেন ৷"

বলিউডের তারকা সঙ্গীত শিল্পী শান এবং সাগরিকা সম্পর্কে রাহুল এবং দোলা বন্দ্যোপাধ্যায়ের তুতো দাদা । রাহুলের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছেন তাঁরাও । বড় গাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে দুর্গত অঞ্চলে পৌঁছান রাহুল । চাল, আলু ছাড়াও অতি প্রয়োজনীয় ওষুধ নিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করা করেছেন । দুশো থেকে আড়াইশো প্যাকেট খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে । ভবিষ্যতে সংখ্যাটা বাড়িয়ে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টার কথা বলছেন রাহুল । ইতিমধ্যে প্রশাসনিক স্তর থেকে সাহায্য করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

ওই অঞ্চলের মানুষের সামাজিক দূরত্ব সংক্রান্ত সচেতনার অভাব দেখে বিস্মিত রাহুল । তিনি বলেছেন, "বেশিরভাগ মানুষ সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে সচেতন নয় । তবে এই অতিমারিতে বিষয়টি অবহেলা করা যাবে না । আমরা এই কারণে মাস্ক বিতরণ করেছি ৷" একার উদ্যোগে দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বাংলার অর্জুন প্রাপ্ত তিরন্দাজ । তাঁর মানবিক উদ্যোগ আরও অনেককে অনুপ্রাণিত করেছে । তাই রাহুল বন্দ্যোপাধ্যায় এখন পদক নয়, দূর্গত মানুষের পাশে দাঁড়ানোকেই পাখির চোখ করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.