ETV Bharat / sports

World Wrestling Championships: প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয় অংশু মালিকের

author img

By

Published : Oct 8, 2021, 3:07 PM IST

Anshu Malik Create history becomes 1st Indian woman to win silver at World Wrestling Championships
প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে রুপো জয় অংশু মালিকের

মহিলাদের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে রুপো জিতলেন ভারতের অংশু মালিক ৷ সেই সঙ্গে ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে ইতিহাস গড়লেন তিনি ৷ ফাইনালে মার্কিন কুস্তিগীর হেলেন মারৌলিসের কাছে 4-1 স্কোর লাইনে হারেন অংশু মালিক ৷

ওসলো (নরওয়ে), 8 অক্টোবর : প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে ইতিহাস গড়লেন অংশু মালিক ৷ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে রুপো জিতলেন তিনি ৷ তবে, বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হারের আক্ষেপ রয়েছে তাঁর ৷ নরওয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার ওসলোর নরওয়েতে অলিম্পিকস মেডেল জয়ী মার্কিন কুস্তিগীর হেলেন মারৌলিসের কাছে 4-1 স্কোর লাইনে হারেন অংশু মালিক ৷ মহিলাদের 57 কেজির বিভাগে মার্কিন কুস্তিগীরের কাছে হারতে হয় তাঁকে ৷

ফাইনালে অংশুকে দাপটের সঙ্গে হারিয়ে সোনা জিতেছেন মার্কিন ওই কুস্তিগীর ৷ 2016 সাল থেকে লখনউতে সাই (SAI)-র ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে প্রশিক্ষণ নিচ্ছেন অংশু ৷ এ বছরের মাঝামাঝি সময়ে টোকিয়ো অলিম্পিকসে অভিষেক হয় তাঁর ৷ আর এখন ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেন তিনি ৷ যেখানে ম্যাচ হারলেও, প্রথমবার দেশকে রুপো এনে দিয়ে ইতিহাস গড়লেন তিনি ৷

আরও পড়ুন : MI vs SRH: আইপিএল’র প্লে অফে পৌঁছতে মুম্বইয়ের সামনে অঙ্কের জটিল সমীকরণ

এর আগে অংশু মালিক মহিলা এশিয়ান চ্যাম্পিয়নশিপে দু’টি পদক জিতেছেন ৷ যেখানে একটি সোনা এবং একটি রুপো জেতেন ভারতের অংশু ৷ বুধবারই ইতিহাসের পাতায় নিজের নাম লিখে দিয়েছিলেন অংশু ৷ যখন সেমিফাইনালে জিতে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেন তিনি ৷

আরও পড়ুন : Deepak Chahar : গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব সিএসকে ক্রিকেটারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.