CR7 on Sir Alex: তোমার সঙ্গ ভালো লাগে বস, গুরু অ্যালেক্সের প্রতি শ্রদ্ধাবনত রোনাল্ডো

author img

By

Published : Oct 17, 2022, 7:42 PM IST

Always Good to be With You Boss Cristiano Ronaldo on Sir Alex Ferguson
Always Good to be With You Boss Cristiano Ronaldo on Sir Alex Ferguson ()

রবিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ফিরল গুরু-শিষ্য মুহূর্ত ৷ ক্লাব ফুটবলে 700 গোল করায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁকে সংর্বধনা জানিয়েছে ৷ স্যার অ্যালেক্স ফার্গুসনের (Sir Alex Ferguson) হাত থেকে এই বিশেষ কৃতিত্বের সম্মান পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ৷

ম্যাঞ্চেস্টার, 17 অক্টোবর: স্যার অ্যালেক্স ফার্গুসন (Sir Alex Ferguson) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ৷ দু’টি নাম ফুটবল বিশ্ব আজীবন একসঙ্গে মনে করবে ৷ স্পোর্টিং লিসবন ক্লাবে খেলা দুরন্ত ছেলেটাকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মহাসমুদ্রে নিয়ে এসেছিলেন স্যার অ্যালেক্স ৷ বাকিটা ইতিহাস ৷ রবিবার রাতে ওল্ড ট্রাফোর্ডের মাঠে সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডকে ক্লাব ফুটবলে 700 গোল করায় সংবর্ধনা দেওয়া হয় ৷ আর এই বিশেষ কৃতিত্বের সম্মান সিআর সেভেনের হাতে তুলে দিলেন তাঁর গুরু স্যার অ্যালেক্স ফার্গুসন ৷

সেই বিশেষ মুহূর্তের ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সেই সঙ্গে গুরুকে উদ্দেশ্য করে একটি বার্তাও দিয়েছেন তিনি ৷ সিআর সেভেন লিখেছেন, ‘‘আপনার সঙ্গ সবসময় ভালো লাগে বস (Always Good to be With You Boss) ৷’’ রোনাল্ডোকে 2003 সালে পর্তুগাল ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নিয়ে এসেছিলেন স্যার অ্যালেক্স ৷ 2009 সাল পর্যন্ত ম্যাঞ্চেস্টারে সোনার সময় কাটিয়ে ছিলেন তিনি ৷ স্যার অ্যালেক্সের আরেক প্রিয় ছাত্র ওয়েন রুনির সঙ্গে ম্যান ইউ-তে দাপিয়ে বেড়িয়েছেন ৷

এরপর 2009 সালে ওল্ড ট্রাফোর্ড থেকে রোনাল্ডোর পরবর্তী গন্তব্য হয় সেন্তিয়াগো বার্নাব্যু ৷ যে ক্লাবের হয়ে ফুটবলার জীবনের সেরা কিছু মুহূর্ত এবং প্রশ্নাতীত সাফল্য পেয়েছিলেন সিআর সেভেন ৷ 2018 সালে সেখান থেকে 2021 সাল প্রায় তিন বছর ইতালির জুভেন্তাসে কাটিয়ে ফের ম্যাঞ্চেস্টারে ঘরের মাঠে ফিরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ জুভেন্তাস থেকে রোনাল্ডোকে নেওয়ার জন্য মোটা অংকের অর্থ খরচ করতে রাজি ছিল বিশ্বের তাবড় ক্লাবগুলি ৷

আরও পড়ুন: হাতিয়ার সিএবি, দু-কদম পিছিয়ে ফের প্রত্যাবর্তনের শুরু 'প্রশাসক' সৌরভের

কিন্তু, তখনই আসরে নেমেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন ৷ প্রিয় ছাত্রকে একবার বলেছিলেন, ক্লাবে ফিরে আসার কথা ৷ স্যারের কথা ফেলেননি তিনি ৷ অ্যালেক্সের ভালোবাসার প্রতি সম্মান রেখে বিশাল অর্থের প্রলোভনকে ফুৎকারে উড়িয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে এসেছিলেন সিআর সেভেন ৷ গুরু-শিষ্যের এই অসামান্য ভালোবাসা এবং পারস্পরিক সম্মান ফের একবার দেখা গেল ওল্ড ট্রাফোর্ডের মাঠে ৷ যেখানে ছাত্রের সাফল্যকে উপভোগ করলেন স্যার অ্যালেক্স ফার্গুসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.