ETV Bharat / sports

কোরোনা আতঙ্ক, বাতিল মহিলা হকি দলের চিন সফর

author img

By

Published : Feb 7, 2020, 9:46 PM IST

women hockey team
বাতিল মহিলা হকি দলের চিন সফর

অলিম্পিকসের প্রস্তুতির জন্য চিন যেতে পারল না ভারতীয় মহিলা হকি দল ৷ কোরোনা ভাইরাস যেভাবে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে তাতে এই সফর বাতিল হওয়াটা প্রত্যাশিত ছিল ৷

নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: মহিলা হকি দলের অলিম্পিকস প্রস্তুতিতেও প্রভাব ফেলল কোরোনা ভাইরাস ৷ বাতিল হয়ে গেল রানি রামপালদের চিন সফর ৷ টোকিয়ো অলিম্পিকসের প্রস্তুতির জন্য চিন উড়ে যাওয়ার কথা ছিল ভারতের মহিলা হকি টিমের ৷ আপাতত তা হচ্ছে না ৷

14 থেকে 25 মার্চ পর্যন্ত রানিদের চিন সফর চলার কথা ছিল ৷ কিন্তু মারণ ভাইরাস কোরোনা যেভাবে দ্রুত ছড়িয়েছে তাতে চিন সফর বাতিল হওয়াটা প্রত্যাশিত ছিল ৷ চিনে ইতিমধ্যেই 636 জনের প্রাণ গেছে ৷ আক্রান্তের সংখ্যা 31,161 জন ৷ এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে ভারতীয় হকি ফেডারেশনের ৷ বেশিরভাগ টিম এইমুহূর্তে প্রো হকি লিগ খেলায় ব্যস্ত ৷ তাই অলিম্পিকসের প্রস্তুতির জন্য প্রতিপক্ষ খুঁজে বের করাই কঠিন হয়ে পড়েছে ফেডারেশনের কাছে ৷ আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, জার্মানি, চিন, ব্রিটেন, নেদারল্যান্ডস, নিউজ়িল্যান্ড এবং অ্যামেরিকার মতো শীর্ষ টিমগুলি FIH প্রো হকি লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে ৷

এই বিষয়ে অধিনায়ক রানি রামপাল বলেছেন, "আমাদের চিন যাওয়ার কথা ছিল ৷ কোরোনা ভাইরাসের কারণে সেই সফর বাতিল হয়েছে ৷ অধিকাংশ টিমই প্রো হকি লিগে অংশগ্রহণ করেছে ৷ এই অবস্থায় কাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা যায় তা নিয়ে হকি ইন্ডিয়া এবং কোচেরা মিলে আলোচনা চালাচ্ছে ৷ কারণ ভালো প্রস্তুতির জন্য ভালো টিমের সঙ্গে খেলাটা খুব জরুরি ৷" অলিম্পিকস শুরু হতে হাতে মাত্র পাঁচ মাস রয়েছে ৷

Ahmedabad (Gujarat), Feb 07 (ANI): Sardar Vallabhbhai Patel International Airport which is dealing with scores of langurs finds a novel solution for it. The staff members of the airport wear 'bear costume' which scares the langurs. According to Airport Director of SVPI Manoj Gangal, they got to know that langurs are scared of bears. Since then the airport has a dedicated staff to scare away birds and animals that can endanger the safety of planes and passengers. The airport employed people to pose as bears and scare away the simians. Langurs can be of great danger while roaming at the landing point when the aircrafts perform landing.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.