ETV Bharat / sports

PM কেয়ার্সে 1 কোটি অনুদান হকি ইন্ডিয়ার

author img

By

Published : Apr 4, 2020, 5:47 PM IST

Hockey India
Hockey India

গত পয়লা এপ্রিল 25 লাখ টাকা অনুদান ঘোষণা করেছিল হকি ইন্ডিয়া । এদিন সেই অর্থের পরিমাণ আরও 75 লাখ টাকা বাড়িয়ে মোট 1 কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার কথা জানালো তারা ।

দিল্লি, 4 এপ্রিল: কোরোনা মোকাবিলায় বড় পদক্ষেপ ভারতীয় হকি ফেডারেশনের । আগেই হকি ইন্ডিয়ার তরফে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 25 লাখ টাকা দান করা হয়েছিল । শনিবার PM কেয়ার্সে আরও 75 লাখ টাকা দান করার কথা ঘোষণা করেছেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট মহম্মদ মুস্তাক আহমেদ । সব মিলিয়ে দেশকে কোরোনা মুক্ত করতে মোট 1 কোটি টাকা অর্থ সাহায্য করল তারা ।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আরও 75 লাখ টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করতে গিয়ে মহম্মদ মুস্তাক আহমেদ বলেন, "এই সঙ্কটের সময় সকলে মিলে ভারত সরকারের পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে । যাতে সরকার COVID-19 প্যানডেমিকের বিরুদ্ধে যাঁরা লড়াই করতে পারে ।" হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, "বছরের পর বছর ধরে দেশের মানুষদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছি । চলার পথে যা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে । এটাই সময় দেশবাসীকে কিছু ফিরিয়ে দেওয়ার । আমাদের সামর্থ্য অনুযায়ী সেই কাজ করার চেষ্টা করছি ।"

image
হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট মহম্মদ মুস্তাক আহমেদ

গত পয়লা এপ্রিল 25 লাখ টাকা অনুদান ঘোষণা করেছিল হকি ইন্ডিয়া । এদিন সেই টাকার অঙ্কটা আরও 75 লাখ টাকা বাড়িয়ে মোট 1 কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার কথা জানালো তারা । হকি ইন্ডিয়া ছাড়াও BCCI এবং AIFF-এর তরফে PM কেয়ার্সে অর্থ সাহায্য করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.