ETV Bharat / sports

টোকিয়ো অলিম্পিকে পদক জিততে পারে হকি দল, মত সোনাজয়ী বীরবাহাদুরের

author img

By

Published : Aug 30, 2019, 7:05 AM IST

বীরবাহাদুর ছেত্রী

ভারতীয় হকি দল টোকিয়ো অলিম্পিকে পদক জিততে পারে ৷ আশাবাদী ভারতীয় হকি দলের প্রাক্তন গোলরক্ষক বীরবাহাদুর ছেত্রী ৷

কলকাতা, 30 অগাস্ট : টোকিয়ো অলিম্পিকে শেষ চারে পৌঁছাতে পারে ভারতীয় হকি দল ৷ এমনকী জিততে পারে পদক ৷ তবে, সেজন্য সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে খেলোয়াড়দের নির্বাচন করতে হবে ৷ মনে করছেন ভারতীয় হকি দলের প্রাক্তন গোলরক্ষক বীরবাহাদুর ছেত্রী ৷

জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন বীরবাহাদুর ৷ 1980 সালের মস্কো অলিম্পিকে সোনা জয়ী দলের সদস্যের বক্তব্য, টোকিয়ো অলিম্পিকে ভালো পারফরমেন্সের জন্য ভারতকে শক্তিশালী দল গড়তে হবে ৷ দেশের সেরা খেলোয়াড়দের দলে সুযোগ দিতে হবে ৷ এড়িয়ে যেতে হবে স্বজনপোষণ ৷ ভারতের গোল সামালানো প্রাক্তন তারকার মতে, মধ্য 30-র পি আর শ্রীজেশের পারফরমেন্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট ৷ তাই দলের বর্তমান দ্বিতীয় গোলরক্ষক কিষান বাহাদুর পাঠককে এগিয়ে রাখছেন বীরবাহাদুর ৷ 22 বছর বয়সেই যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে গোলরক্ষা করছেন কিষান ৷ তাঁর পারফরমেন্স স্বপ্ন দেখাচ্ছে প্রাক্তন তারকা অলিম্পিয়ানকে ৷

বর্তমান হকি দলের হাল হকিকত জানা । চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সুযোগ পাওয়াকে বড় সাফল্য বলে মনে করেছেন । এছাড়াও ভারতীয় দলের ধারাবাহিকতায় খুশি । তাই টোকিয়ো অলিম্পিকের আগে ভারতকে ঘিরে স্বপ্ন দেখছেন ৷ যদিও প্রাক্তন গোলরক্ষকের মতে, একটা পর্যায়ে গিয়ে আটকে যাচ্ছে ভারত । এই মানসিক স্থবিরতার কারণ খুঁজে বের করা প্রয়োজন । কারণ যে কোনও টুর্নামেন্টের নক আউট স্তরে মানসিক বিশ্বাসটাই আসল । এছাড়া, দলে একজন ড্র্যাগ ফ্লিকারের অভাব চোখে পড়েছে তাঁর ।

বর্তমানে ভারতীয় দলের কোচ অস্ট্রেলিয়ার গ্রাহাম রিড । অলিম্পিক পদক জয়ের অভিজ্ঞতা সম্পন্ন কোচের অধীনে খেলা বাড়তি আডভ্যান্টেজ বলে মনে করেন বীরবাহাদুর । হকি দুনিয়ায় ভারতীয় দলের সোনার সময়ের প্রতিনিধি তিনি । আস্ট্রোটার্ফে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর । তাই কৃত্রিম ঘাসের সুবিধা-অসুবিধা জানা । নিজের সময়ে প্রতিপক্ষ হিসেবে হল্যান্ডকে এগিয়ে রাখলেন । আর বর্তমানে বেলজিয়াম অন্যতম কঠিন প্রতিপক্ষ বলে মত বীরবাহাদুরের ৷

Intro: টোকিও অলিম্পিকে ভারতীয় হকি দলের সাফল্য পেতে হলে শক্তিশালী দল গড়তে হবে বলে সওয়াল করলেন বীরবাহাদুর ছেত্রী। দেশের সেরা খেলোয়াড়দের দলে সুযোগ দিতে হবে বলে মনে করেন। কোনও স্বজন পোষন বা পুরানো পারফরম্যান্স ভিত্তি না হওয়া উচিত বলে মনে করেন। ন্যাশনাল স্পোর্টস ডে অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন। হকি সংস্থার আয়োজনে হকির যাদুকর ধ্যানচাদের 114তম জন্মদিন পালনে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে 1980 সালের মস্কো অলিম্পিকে সোনা জয়ী দলের গোলরক্ষক জানিয়েছেন ব‍র্তমান ভারতীয় দলের গোলরক্ষক পি আর শ্রীজেশকে বাদ দেওয়া উচিত বলে মনে করেন। অতীতে ভারতীয় দলের জার্সিতে ভালো খেললেও মধ্য তিরিশে পৌঁছে ধারাবাহিকতা হারিয়েছেন। তাই বীর বাহাদুর ছেত্রীর পছন্দ ভারতীয় দলের দ্বিতীয় গোলরক্ষক কিশান বাহাদুর পাঠক। মাত্র বাইশ বছর বয়সে আত্মবিশ্বাসী ভাবে গোলরক্ষা করছেন। তার এই পারফরম্যান্স প্রাক্তন তারকা অলিম্পিয়ানকে স্বপ্ন দেখাচ্ছে। বর্তমান হকি দলীয় র হাল হকিকত জানা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়াকে বড় সাফল্য বলছেন। এছাড়াও ভারতীয় দলের পারফরম্যান্সের ধারাবাহিকতায় খুশি। তারই ভিত্তিতে বীরবাহাদুর ছেত্রী মনে করেন ভারতীয় দল অলিম্পিকে শেষ চারে পৌছতে পারে। এমনকি পদক জিতলেও বিস্মিত হবেন না। দলে ড্র্যাগ ফ্লিকারের অভাব চোখে পড়েছে।তবে ভারতীয় দলের প্রাক্তন তারকা গোলরক্ষক মনে করেন একটা জায়গায় পৌঁছে বর্তমান দল আটকে যাচ্ছে। এই মানসিক স্থবিরতার কারন খুঁজে বের করা প্রয়োজন বলে মনে করেন। কারন যেকোন টুর্নামেন্টের নকআউট স্তরে মানসিক বিশ্বাস আসল। বর্তমানে ভারতীয় দলের কোচ অস্ট্রেলিয়ার গ্রাহাম রিড। অলিম্পিক পদক জয়ের অভিঞ্জতা সম্পন্ন কোচের অধীনে খেলা বাড়তি আডভ্যানটেজ বলে মনে করেন। হকি দুনিয়ায় ভারতীয় দলের সোনার সময়ের প্রতিনিধি তিনি। আস্টোটার্ফে খেলার অভিঞ্জতা তার রয়েছে। তাই কৃত্রিম ঘাসের সুবিধা অসুবিধা জানা। নিজেদের সময়ে হল্যান্ড কে শক্তিশালী প্রতিপক্ষ ছিল। বর্তমান সময়ে বেলজিয়াম অন্যতম কঠিন প্রতিপক্ষ বলে রায় বীরবাহাদুর ছেত্রীর।


Body:বাহাদুর


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.