ETV Bharat / sports

Euro 2020 : ফেডেরার দেশে ফুটবলের সূর্যোদয়, ফ্রান্সকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড

author img

By

Published : Jun 29, 2021, 8:33 AM IST

কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড
কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড

সোমবারের রাত ছিল শুধুই ইউরোময় ৷ দুই ম্যাচে গোলের বন্যা ৷ একে অপরকে ছাপিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা ৷ এক রাতে ইউরোর নক আউটে দুটি ভিন্ন ম্যাচে নামল 2018 বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ৷ তবে পরের রাউন্ডে যাওয়া হল না কারুরই ৷

বুকারেস (রোমানিয়া), 29 জুন : ইউরোতে অঘটন ৷ শেষ ষোলোর লড়াই থেকে বিদায় নিল বিশ্ব চ্যাম্পিয়নরা ৷ অন্যদিকে, সূর্যোদয় টেনিস সম্রাট রজার ফেডেরারের দেশের ৷ অকুতোভয় কয়েকজন সুইস তরুণের সামনে পেনাল্টি শুট আউটে শেষ হল দিদিয়ের দেঁশর ছেলেদের সমস্ত জারিজুড়ি ৷ নির্ধারিত সময়ে খেলার ফলাফল 3-3 ৷ ম্যাচের অতিরিক্ত সময়েও যার পরিবর্তন হয়নি ৷ পেনাল্টি শুট আউটে ফ্রান্সকে 4-5 ব্যবধানে হারাল সুইৎজারল্যান্ড ৷

সোমবারের রাত ছিল শুধুই ইউরোময় ৷ দুই ম্যাচে গোলের বন্যা ৷ একে অপরকে ছাপিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা ৷ এক রাতে ইউরোর নক আউটে দুটি ভিন্ন ম্যাচে নামল 2018 বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ৷ তবে পরের রাউন্ডে যাওয়া হল না কারুরই ৷ 2010 বিশ্বকাপ থেকে প্রথম বার কোনও বড় টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছাতে পারল না ফ্রান্স ৷

খেলার প্রথমার্ধে এক গোলে এগিয়ে শেষ করে সুইৎজারল্যান্ড ৷ ম্যাচের মাত্র 15 মিনিটে সবাইকে চমকে দিয়ে গোল করে সুইসদের এগিয়ে দেন হ্যারিস সেফেরোভিক ৷ স্টিভেন জুবের ক্রস থেকে হেডে গোল করেন হ্যারিস ৷ দ্বিতীয়ার্ধের প্রথম থেকই একাধিকবার আক্রমণ করে ওঠে সুইৎজারল্যান্ড ৷ মিড ফিল্ডার স্টিভেন জুবের বারবার ফরাসি ডিফেন্সে ত্রাস সৃষ্টি করতে থাকে ৷ এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি অর্জন করেন ৷ তবে 2-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন সুইস স্ট্রাইকার রিকার্ডো রড্রিগেজ ৷ পেনাল্টি মিস করেন তিনি ৷

তবে তার চার মিনিটের মধ্যেই পটপরিবর্তন হয় বুকারেসের ন্যাশানাল অরিনায় ৷ 2-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার পরিবর্তে 2-1 গোলে পিছিয়ে পড়েন সুইসরা ৷ সৌজন্যে ফরাসি তারকা করিম বেঞ্জিমা ৷ মাত্র 103 সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করেন বেঞ্জিমা ৷ প্রায় মিনিট 15 পর ফের ফ্রান্সকে 3-1 ব্যবধানে এগিয়ে দেন পল পোগবা ৷ সবাই যখন ধরে নিয়েছে নাটকের যবনিকা পতন হয়েছে, তখনই নতুন নাটক শুরু ৷

খেলার 81 মিনিটে সুইৎজারল্যান্ডের ত্রাতা হিসেবে উঠে আসেন সেই হ্যারিস সেফেরোভিক ৷ এবারও হেডে গোল করে দলের ব্যবধান কমান ৷ ম্যাচের 90 মিনিটে সুইসদের সমতায় ফেরান মারিও গাভরানোভিক ৷ এরপর অতিরিক্ত সময়ে আর কোনও দলই গোল করতে পারেনি ৷ খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে ৷

আরও পড়ুন : Euro 2020 : রূপকথা লেখা হল না ক্রেটদের, ইতিহাস গড়ে ইউরোর কোয়ার্টারে স্পেন

পেনাাল্টি শুট আউটেও ছিল টানটান উত্তেজনা ৷ একেবারে শেষ শুট আউট পর্যন্ত অপেক্ষা করতে হল ফলাফল জানতে ৷ প্রচণ্ড চাপের মুখে পেনাল্টি মিস করলেন ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ৷ যদিও তার আগেই নিজেদের পেনাল্টি শুট আউটের পাঁচটি বলই জালে জড়ান সুইসরা ৷ ক্লাব ফুটবলে দলবদলে যে নামগুলি ভেসে আসছে, তার অন্যতম নাম এমবাপে ৷ তবে চলতি ইউরো সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ফরাসি তরকা ৷ সুইৎজারল্যান্ডের বিরুদ্ধেও পল পোগবার বাড়ানো দুটি অসাধারণ বলে গোল করতে ব্যর্থ হন তিনি ৷ তবে তাঁর পেনাল্টি মিস দিদিয়ের দেঁশর ছেলেদের এবারের মতো ইউরোর অভিযান শেষ করে দিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.