ETV Bharat / sports

Rivals become Friends : চিরশত্রু থেকে বন্ধু, মেসি-ব়্যামোসের কাহিনির সঙ্গে মিল বলিউডের দুই খানের

author img

By

Published : Aug 13, 2021, 3:00 PM IST

একসময়ের মাঠে শত্রুদের এমন গলায় গলায় ভাব দেখে বলিউডের দুই খানের কথা মনে পড়ে যাচ্ছে নেটিজেনদের ৷

messi ramos
messi ramos

নয়াদিল্লি, 13 অগস্ট : একসময় দু'জনে ছিলেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলে ৷ রিয়াল মাদ্রিদের অধিনায়ক ছিলেন সের্জিও ব়্যামোস ৷ আর বার্সেলোনার লিওনেল মেসি ৷ এল ক্লাসিকোতে দু‘টি দল মুখোমুখি হলেই উত্তেজনা চরমে উঠত ৷ গত 16টা বছর ধরে এল ক্লাসিকোতে ব়্যামোসের দায়িত্ব ছিল সর্বশক্তি দিয়ে মেসিকে গোল করা থেকে রুখে দেওয়া ৷ মাঠের মধ্যে বহুবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ৷ অল্প হাতাহাতি ৷ দুই চিরশত্রু দলের অধিনায়কের প্রতিদ্বন্দ্বিতায় মাঠের উত্তেজনা ছড়িয়েছে গ্যালারিতে ৷

কিন্তু সেসব দিন অতীত ৷ একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী দু‘টি দলের কান্ডারি আজ ঘুরে ফিরে একই দলে ৷ রিয়াল মাদ্রিদ ছেড়ে ব়্যামোস আগেই লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিয়েছিলেন ৷ এরপর স্পেন ছেড়েছেন মেসিও ৷ সম্প্রতি বার্সেলোনাকে চোখের জলে বিদায় জানিয়ে পিএসজিতে সই করেছেন মেসি ৷ আপাতত দু‘টি বছরের জন্য এই ফরাসি ক্লাবের জার্সি গায়ে মাঠে নামবেন আর্জেন্টাইন সুপারস্টার ৷ তাই মাঠে আর প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন মেসি-ব়্যামোস ৷ সেটি জেনেই দুজনে একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন ৷

পিএসজি-র 30 নম্বর জার্সি পরা মেসিকে দেখে এখনও বিশ্বাস করতে পারছেন না তাঁর অনুরাগীরা ৷ তার মধ্যে মেসি-ব়্যামোসের হাসিমুখের ছবি প্রকাশ্যে এসেছে ৷ পিএসজির ড্রেসিংরুমে একসঙ্গে বসে খোশমেজাজে গল্প করছেন ৷ একে অপরকে আলিঙ্গন করছেন ৷ তারই মধ্যে মেসিকে পরিবার নিয়ে তাঁর বাড়িতে গিয়ে থাকার প্রস্তাব দিয়েছেন ব়্যামোস ৷ আপাতত যতদিন না প্যারিসে বাড়ি খুঁজে পাচ্ছেন মেসি ৷ একসময়ের মাঠে শত্রুদের এমন গলায় গলায় ভাব দেখে বলিউডের দুই খানের কথা মনে পড়ে যাচ্ছে নেটিজেনদের ৷

আরও পড়ুন : KL rahul's Century : রাহুলের সেঞ্চুরিতে ডগমগ 'গার্লফ্রেন্ড' আথিয়া, শুভেচ্ছা সুনীল শেট্টিরও

সলমন খান এবং শাহরুখ খান ৷ বলিউডের এই দুই সুপারস্টারের একটা সময় মুখ দেখাদেখি বন্ধ ছিল ৷ প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেন ৷ সমস্যার সূত্রপাত হয়েছিল 2008 সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে ৷ পার্টি চলাকালীন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই খান ৷ সলমন নাকি শাহরুখের কলার চেপে ধরেছিলেন ৷ এই ঝগড়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল ৷ ইন্ডাস্ট্রি দু‘ভাগে ভাগ হয়ে গিয়েছিল ৷ পাঁচবছর ধরে দু‘জনে একে অপরের মুখ দেখতেন না ৷ পরে সলমনের বোন অর্পিতার বিয়েতে দু‘জনকে বহুদিন পর হাসিমুখে এক ফ্রেমে দেখা যায় ৷ সম্পর্কের বরফ গলে দুই খান এখন একে অপরের অভিন্নহৃদয় বন্ধু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.