ETV Bharat / sports

আই লিগে গোকুলাম চ্যালেঞ্জ নিতে তৈরি মোহনবাগান

author img

By

Published : Dec 15, 2019, 8:20 PM IST

ডুরান্ড কাপের ফাইনাল ভুলে আই লিগে ফের গোকুলাম FC-র চ্যালেঞ্জ নিতে তৈরি মোহনবাগান ৷ প্রতিপক্ষকে সমীহ করলেও পিছিয়ে নেই তাঁর দল ৷ এমনই মনে করে বাগান কোচ ৷

image
মোহনবাগান

কলকাতা, 15 ডিসেম্বর : ডুরান্ড কাপের ফাইনাল ৷ যুবভারতীতে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন গানের তালে নেচেছিলেন গোকুলামের জোসেফ মার্কোস ৷ আই লিগে কল্যাণীতে আবার সেই গোকুলাম FC-র মুখোমুখি কিবু ভিকুনার মোহনবাগান ৷ তবে গোকুলামের বিরুদ্ধে ম্যাচ ডুরান্ডের বদলা হিসাবে নয়, ভালো খেলাই লক্ষ্য মোহনবাগান কোচের ৷

সোমবার ম্যাচ ৷ আর আজ সাইরাসকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে এসেছিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । স্যান্টিয়াগো ভ্যালেরির ছেলেদের চ্যালেঞ্জ দিতে তৈরি মোহনবাগান । তবে গোকুলামকে সমীহ করলেও পিছিয়ে নেই মোহনবাগান, এমনই মত বাগান কোচের । ডুরান্ড ফাইনালের পরাজয়ের পালটা আই লিগে নিতে হবে এমন ভাবনা নেই । তবে প্রতিপক্ষ গোকুলাম শক্তিশালী এবং আই লিগের খেতাবি দৌড়ে যেসব দল থাকবে সেই তালিকায় উপরের দিকে রাখতেই হবে কেরালার দলটিকে ৷ এমনই মনে করেন কিবু ভিকুনা ৷ ট্রাও FC-র বিরুদ্ধে চার গোলে জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে দলের ফুটবলারদের ৷ যদিও গোকুলামের বিরুদ্ধে দলের ভালো ফুটবল চাইছেন বাগান কোচ । কেরালার দলটি শেষ দুটো ম্যাচে ভালো খেলতে ব্যর্থ । তাদের এই খারাপ সময়কেই কাজে লাগাতে চাইছে মোহনবাগান ।

গোকুলাম ম্যাচের প্রস্তুতি মোহনবাগানে

অন্যদিকে কোচের পাশে বসে সবুজ মেরুনের ক্যারিবিয়ান ডিফেন্ডার সাইরাস বলেন, ‘‘প্রতিপক্ষ দলের ক্যারিবিয়ানদের সঙ্গে দেশের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে । তাই হেলায় গোল করে যাবে এরকম ভাবলে ভুল করে থাকবে জোসেফা মার্কোস, হেনরি কিসিয়াকারা ।’’ গোকুলামকে থামিয়ে তবেই জন্মদিনের পার্টি করার পরিকল্পনা করেছেন সাইরাস । সোমবারের কল্যাণীতে গোকুলাম চ্যালেঞ্জ সামলানোর পরে ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান । আই লিগে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে ভালো জায়গায় নেই সবুজ-মেরুন শিবির । সোমবার গোকুলামের বিরুদ্ধে অঘটন মানেই ডার্বির আগে চাপ বাড়বে । তাই মাঠ ও মাঠের বাইরের প্রতিকূলতা সরিয়ে নতুন স্ট্যান্স নিতে চাইছেন কিবু ভিকুনা ও তাঁর দল ।

Intro:সাইরাসকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। সোমবার কল্যানী স্টেডিয়ামে আই লিগের ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ গোকুলাম এফসি।কেরলের দলটি সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান কে কার্যত উড়িয়ে দিয়েছিল।জোসেফা মার্কোস, হেনরি কিসিয়াকাকে নিয়ে গড়া গোকুলামের আক্রমনভাগ। ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার পরে মার্কোস সেদিন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বলে সাংবাদিক সম্মেলনে নেচেছিলেন।তার সেদিনের কোমর দোলানো আজও ভুলতে পারেন না সবুজ মেরুন জনতা।এবার আই লিগে সেই হিসাব চোকানোর সুযোগ।স্যান্টিয়াগো ভ্যালেরির ছেলেদের কঠিন অঙ্ক দিতে তৈরি মোহনবাগান। কোচ কিবু ভিকুনা বলছেন তারা গোকুলাম কে সমীহ করলেও পিছিয়ে নেই।ডুরান্ড ফাইনালের পরাজয়ের পাল্টা আই লিগে নিতে হবে এমন ভাবনা নেই।তবে প্রতিপক্ষ গোকুলাম শক্তিশালী এবং আই লিগের খেতাবি দৌড়ে যেসব দল থাকবে সেই তালিকায় ওপরের দিকে রাখতেই হবে কেরালার দলটিকে। ট্রাও এফসির বিরুদ্ধে চার গোলে জয় তৃপ্তি দিলেও চার্চিল ম্যাচের ভালো ফুটবল কিবু ভিকুনাকে তৃপ্তি দিয়েছিল।গোকুলামের বিরুদ্ধে ভালো ফুটবল ও গোলমুখে অব্যর্থ হওয়ার মিশেল চাইছেন। ইতিমধ্যে গোকুলামের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করেছেন।কেরলের দলটি শেষ দুটো ম্যাচে ভালো খেলতে ব্যর্থ। তাদের এই ছন্দহীনতাকে কাজে লাগাতে চাইছে মোহনবাগান।অন্যদিকে কোচের পাশে বসে সবুজ মেরুনের ক্যারিবিয়ান ডিফেন্ডার সাইরাস বলছেন প্রতিপক্ষ দলের ক্যারিবিয়ান দের সঙ্গে দেশের জার্সিতে খেলার অভিঞ্জতা রয়েছে। তাই হেলায় গোল করে যাবে এরকম ভাবলে ভুল করে থাকবে।গোকুলামকে থামিয়ে তবেই জন্মদিনের পার্টি টা করার পরিকল্পনা করেছেন সাইরাস।দলের ফুটবলারদের এই চোয়াল চাপা মেজাজটাই কিবু ভিকুনাকে সাহসী করে তুলেছে। সোমবারের কল্যানীতে গোকুলাম চ্যালেঞ্জ সামলানোর পরে মোহনবাগান ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে। তার আগে এই ম্যাচ থেকে দলকে গুছিয়ে নেওয়ার তাগিদ থাকবে ধরে নেওয়া যায়।তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে ভালো জায়গায় নেই মোহনবাগান।সোমবার গোকুলামের বিরুদ্ধে অঘটন মানেই ডার্বির আগে চাপ বাড়বে।তাই মাঠ ও মাঠের বাইরের প্রতিকুলতা সরিয়ে নতুন স্ট্যান্স নিতে চাইছেন কিবু ভিকুনা ও তার দল।


Body:গোকুলাম


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.