ETV Bharat / sports

ডার্বির আগে বাগানে উজ্জ্বল স্প্যানিশ তারা

author img

By

Published : Dec 16, 2019, 7:56 PM IST

Updated : Dec 16, 2019, 10:47 PM IST

জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান ৷ একই সঙ্গে ডুরান্ড কাপের ফাইনালের বদলা কড়ায় গণ্ডায় মিটিয়ে নিলেন বাগান ফুটবলাররা ৷ আই লিগে কল্যাণীতে গোকুলাম FC-কে 2-1 গোলে হারাল কিবু ভিকুনার ছেলেরা ৷

image
মোহনবাগানের জয়

কল্যাণী, 16 ডিসেম্বর : ডুরান্ড ফাইনালের বদলা কল্যাণী স্টেডিয়ামে । গোকুলাম FC-কে 2-1 গোলে হারিয়ে শুধু ডুরান্ড ফাইনালের বদলাই নয়, ডার্বির আগে ছন্দে ফিরে পেল মোহনবাগান । চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ঘাড়ে নিশ্বাস কিবু ভিকুনার । ফ্রান গঞ্জালেস জোড়া গোল করে দিনের নায়ক । গোকুলামের একমাত্র গোল জোসেফ মার্কাসের ।

দলের একমাত্র বিদেশি স্ট্রাইকারকে বিদায় দেওয়ার পরে মোহনবাগানের গোল করার লোক কে,তা নিয়ে সন্দিহান ছিলেন সকলে । দলে মিডফিল্ডারের অভাব নেই । স্ট্রাইকার বলতে সেই সুয়ের ভিপি এবং উদীয়মান শুভ ঘোষ । কিন্তু যাবতীয় শঙ্কা দূর করলেন ফ্রান গঞ্জালেস । ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রক্ষণকে নির্ভরতার দেওয়ার পাশাপাশি সবার অলক্ষ্যে আক্রমনে অংশ নিয়ে গোল করার সুঅভ্যাস রয়েছে তার । এদিনও দলের হয়ে জোড়া গোল করলেন স্প্যানিশ মিডফিল্ডার । 23মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোল করার পরে 48 মিনিটে বেইতিয়ার কর্ণার থেকে দল এবং নিজের দ্বিতীয় গোল ফ্রান গঞ্জালেসের । আই লিগে পাচটি গোল করে ফেললেন পঞ্চাশ নম্বর জার্সির ফ্রান ।

image
গোলের পর উচ্ছাস ফ্রান গঞ্জালেসের

বাগানের এবারের ফুটবলের মেরুদন্ড স্প্যানিশ ফুটবলাররা । জোসেবা বেইতিয়া, ফ্রান গঞ্জালেস, কলিনাস মোরান্তে সবুজ মেরুনের চালিকাশক্তি । গোকুলামের বিরুদ্ধেও তারাই দলকে ছন্দে ফেরালেন । ট্রাও FC-র বিরুদ্ধে চার গোলে জয়ের ম্যাচে তিনটি করেছিলেন দলের স্প্যানিশ ফুটবলাররা । গোকুলামের বিরুদ্ধেও নায়ক সেই স্পেনের ফুটবলার ।

image
ম্যাচ জয়ের উচ্ছাস বাগানে
ডুরান্ড কাপে গোকুলামকে দেখে আই লিগের বহু দলের দুঃস্বপ্ন হতে পারে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু বাস্তবে স্যান্টিয়াগো ভ্যালেরির দল সম্পর্কে বলাই যায়, এই গোকুলাম সেই গোকুলাম নয় । ক্যারিবিয়ান মার্কাস জোসেবকে হেলায় বোতল বন্দি করলেন মোহনবাগানের ক্যারিবিয়ান ডিফেন্ডার সাইরাস । দলের গুরুত্বপূর্ণ জয়ের ফলে নিঃসন্দেহে জন্মদিনের আনন্দ আরও বাড়বে তা বলাই বাহুল্য ৷

শেষ দিকে গোকুলাম গোল শোধ করতে মরিয়া হলেও তা এদিনের মোহনবাগানকে থামানোর পক্ষে যথেষ্ট ছিল না । ডার্বির আগে জোড়া জয়ে আশার আলো বাগানে । যা কিবু ভিকুনার চিন্তা অনেকটা কমাবে ।

Intro:ডুরান্ড ফাইনালের বদলা কল্যানী স্টেডিয়ামে। গোকুলাম এফসিকে 2-1গোলে হারিয়ে শুধু ডুরান্ড ফাইনালের বদলাই নিল না ডার্বির আগে একই সঙ্গে ছন্দে মোহনবাগানও। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ঘাড়ে নিশ্বাস কিবু ভিকুনার। ফ্রান গঞ্জালেস জোড়া গোল করে দিনের নায়ক।গোকুলামের একমাত্র গোল জোসেফ মার্কাসের।


Body:দলের একমাত্র বিদেশি স্ট্রাইকার কে বিদায় দেওয়ার পরে মোহনবাগানের গোল করার লোক কে,তা নিয়ে সন্দিহান ছিলেন সকলে। দলে মিডফিল্ডারের অভাব নেই।স্ট্রাইকার বলতে সেই সুয়ের ভিপি এবং উদীয়মান শুভ ঘোষ।কিন্তু যাবতীয় শঙ্কা দূর করলেন ফ্রান গঞ্জালেস।ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রক্ষণকে নির্ভরতার দেওয়ার পাশাপাশি অলক্ষ্যে আক্রমনে অংশ নিয়ে গোল করার সুঅভ্যাস রয়েছে তার।এদিনও দলের জোড়া গোল করলেন স্প্যানিশ মিডফিল্ডার। 23মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোল করার পরে 48মিনিটে বেইটিয়ার কর্নার থেকে দল এবং নিজের দ্বিতীয় গোল ফ্রান গঞ্জালেসের।আই লিগে পাচটি গোল করে ফেললেন পঞ্চাশ নম্বর জার্সি পরিহিত ফ্রান গঞ্জালেস।
বাগানের এবারের ফুটবলের মেরুদন্ড স্প্যানিশ ফুটবলাররা।জোসেবা বেইটিয়া, ফ্রান গঞ্জালেস, কলিনাস মোরান্তে সবুজ মেরুনের চালিকাশক্তি।গোকুলামের বিরুদ্ধেও তারাই দলকে ছন্দে ফেরালেন।ট্রাও এফসির বিরুদ্ধে চার গোলে জয়ের ম্যাচে তিনটি করেছিলেন দলের স্প্যানিশ ফুটবলাররা।গোকুলামের বিরুদ্ধেও নায়ক সেই স্পেনের ফুটবলাররা।
ডুরান্ড কাপে যাদের দেখে আই লিগের দুস্বপ্ন হতে পারে বলে মনে হয়েছিল কিন্তু মাঝের চারমাসে তাদের অভাবিত অধপতন।যা দেখে বলাই যায়,স্যান্টিয়াগো ভালেরার দল সম্পর্কে বলাই যায়,এই গোকুলাম সেই গোকুলাম নয়।ক্যারিবিয়ান মার্কাস জোসেবা কে হেলায় বোতল বন্দী করলেন মোহনবাগানের ক্যারিবিয়ান ডিফেন্ডার সাইরাস।দলের গুরুত্বপূর্ণ জয়ের নিসন্দেহে জন্মদিনের আনন্দ করবেন তিনি।পুরো ম্যাচে বিরতির আগে সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে গোল না হলে গোকুলাম গোল করতে পারে বলে কোনও সময় মনে হয়নি।শেষ দিকে তারা গোল শোধ করতে মরিয়া হলেও তা এদিনের উদ্বুদ্ধ মোহনবাগান কে থামানোর পক্ষে যথেষ্ট ছিল না।
জোড়া জয়ে ডার্বিতে আশার আলো বাগানে।যা কিবু ভিকুনার চিন্তা কমাবে।


Conclusion:
Last Updated : Dec 16, 2019, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.