ETV Bharat / sports

মার্কাসের জোড়া গোলে যুবভারতীতে নৌকাডুবি, ডুরান্ড জিতল গোকুলাম

author img

By

Published : Aug 24, 2019, 6:32 PM IST

Updated : Aug 24, 2019, 9:07 PM IST

2-1 গোলে হেরে ডুরান্ড কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের ৷ কেরালার দ্বিতীয় দল হিসেবে ঐতিহ্যবাহী টুর্নামেন্টটি জিতল গোকুলাম ৷

গোকুলাম

কলকাতা, 24 অগাস্ট : কাটল না 19 বছরের খরা ৷ তীরে এসে তরি ডুবল মোহনবাগানের ৷ ফাইনালে গোকুলাম এফ সি'র কাছে 2-1 গোলে হারলেন কিবু ভিকুনার ছেলেরা ৷ সেমিফাইনাল ও ফাইনালে দুই প্রধানকে হারিয়ে যুবভারতী থেকে কেরালায় ডুরান্ড কাপ নিয়ে গেল গোকুলাম ৷ এটাই সর্বভারতীয় স্তরে প্রথম ট্রফি কেরালার ক্লাব দলটির ৷ আর সেই নজিরের সাক্ষী রইল ফুটবলের মক্কা ৷

129 বছরের টুর্নামেন্ট ৷ সেই প্রতিযোগিতার ফাইনালে নামার আগে খাতায় কলমে এগিয়েছিল মোহনবাগান ৷ তবে, শেষবিন্দু পর্যন্ত লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল গোকুলাম ৷ আর ফাইনালের শুরু থেকেই সে কথা প্রমাণ করতে বন্ধ পরিকর ছিল ফার্নান্দো আন্দ্রেজ়েরে ছেলেরা ৷ ম্যাচের বয়স তখন 6 মিনিট ৷ গোলকিপারকে একা পেয়েও গোলে বল ঠেলতে পারেননি গোকুলামের মেইতিই ৷

এর পর প্রতি আক্রমণ করলেও ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলছিল বাগান ৷ তার খেসারত দিতে হয় সবুজ-মেরুনকে ৷ 44 মিনিটে পেনাল্টি পায় গোকুলাম ৷ বক্সের মধ্যে মার্কাস জোসেপের পাস খুঁজে পায় হেনরি কিসেসকাকে ৷ সামনে ছিলেন গোলকিপার দেবজিৎ মজুমদার ৷ ড্রিবল করে বেরোনোর সময় হেনরিকে ফেলে দেন বাগান গোলকিপার ৷ পেনাল্টি পায় গোকুলাম ৷ গোল করতে ভুল করেননি মার্কাস জোসেপ ৷

Gokulam FC
গোল করে উচ্ছ্বাস মার্কাসের

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান বাগানের সেমিফাইনাল নায়ক সুয়ের ৷ কিন্তু, তাঁর জোরালো শট বাঁচিয়ে দেন গোকুলাম গোলকিপার সি কে উবেদ ৷ 51 মিনিটে ফের বাগানের জালে বল ঢোকান গোকুলাম অধিনায়ক ৷ এর পরই 64 মিনিটের মাথায় বেইতার ফ্রি-কিক থেকে হেড করেন সালভা চামারো ৷ বল ধরতে ব্যর্থ হন উবেদ ৷ গোল শোধ করে ম্যাচে ভেসে ওঠে বাগান ৷ এরপর কিছু সুযোগ পেলেও গোলের মুখ দেখতে ব্যর্থ হয় দু'দলই ৷ 87 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যান গোকুলামের জেস্টিন জর্জ ৷ নির্ধারিত সময়ের পর অতিরিক্ত 6 মিনিট সময় দেন রেফারি ৷ শেষের দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাগান শিবির ৷ সুয়ের ও গঞ্জ়ালেজ় সুযোগ পেলেও গোলের মুখ দেখতে পারেননি ৷ অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বক্সের মধ্যে দুরন্ত ক্রস তোলেন গঞ্জ়ালেজ় ৷ চামারোর হেড গোলপোস্টের উপর দিয়ে বেরিয়ে যায় ৷ বাগান খেলোয়াড়দের দাবি, বক্সের মধ্যে বলটি মহম্মদ ইরশাদের হাতে লেগেছিল ৷ যদিও পেনাল্টির দাবি নাকচ করে দেন রেফারি ৷ লাইন্সম্যান ও রেফারিকে লক্ষ্য করে চেঁচানোয় লাল কার্ড দেখেন মোরান্তে ৷ শেষপর্যন্ত 2-1 গোলে ম্যাচ জেতে গোকুলাম ৷

Gokulam FC
গোকুলামের কাছে বারবার আটকে গেলেন বাগান খেলোয়াড়রা

কেরালার দ্বিতীয় দল হিসেবে ডুরান্ড কাপ জেতার নজির গড়ল গোকুলাম ৷ এর আগে, 1997 সালে মোহনবাগানকেই হারিয়ে ডুরান্ড জেতে এফ সি কোচি ৷ আর সেই কেরালার অন্য একটি দলের কাছে থেমে গেল মোহনবাগান ডুরান্ড স্বপ্ন ৷ 11টি গোল করে গোল্ডেন বল পেলেন মার্কাস ৷ গোল্ডেন গ্লাভস জেতেন উবেদ ৷

Gokulam FC
গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস হাতে গোকুলামের দুই ভরসা
Intro:ডুরান্ডে অনুর্ধ্ব ১৯ দল খেলানোর নির্দেশ আলেয়ান্দ্রোর

কলকাতা,২৩জুলাইঃ সিনিয়র দল নয় ডুরান্ডে ইস্টবেঙ্গল তাদের জুনিয়র দল নিয়ে মাঠে নামবে। এই নির্দেশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দলের হেড কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। যা নিয়ে ফের ক্লাব ও বিনিয়োগকারী সংস্থার মধ্যে চাপান উতোর শুরু হয়ে গিয়েছে। কলকাতায় প্রথম অনুষ্ঠিত হচ্ছে ডুরান্ড কাপ। বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। ১৬টি দল অংশ নিচ্ছে। সেই তালিকায় আই লিগ আইএসএলের ফ্র্যাঞ্চাইজি যেমন রয়েছে তেমনই আছে সেনাবাহিনীর চারটে দল। আইএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলি ইতিমধ্যেই জানিয়েছে তারা তাদের রিজার্ভ দল নিয়ে মাঠে নামবে। এবার সেই পথেই হাঁটার নির্দেশ দিয়েছেন লাল হলুদ কোচ আলেয়ান্দ্রো। বুধবার শহরে পা দিচ্ছেন। ইতিমধ্যেই তাঁর নির্দেশে প্র্যাকটিস করাচ্ছেন ডেপুটি কোকো এবং বাস্তব রায়। কলকাতা লিগ ও ডুরাণ্ড সমান্তরাল ভাবে চলবে জানেন। তার ক্রীড়াসূচি পৌছে গিয়েছে। তা দেখেই ডুরান্ডে অনুর্ধ্ব ১৯ দল খেলানোর নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই এই নির্দেশ অনুর্ধ্ব ১৯ দলের কোচ রঞ্জন চৌধুরীর কাছে পৌছে গিয়েছে। সিনিয়র দলকে তরতাজা রাখতেই এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন। যদিও ইস্টবেঙ্গল কোচের এই সিদ্ধান্ত বিস্ময় সৃষ্টি করেছে। ডুরান্ড কর্তৃপক্ষ ইস্টবেঙ্গল ও মোহনবাগান পূর্নশক্তির দল নিয়ে মাঠে নামবে ধরে নিয়ে আয়োজন করেছে। ক্লাবের শতবর্ষ পালন নিয়ে ব্যস্ত কর্তারা অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। কারন দলের টেকনিক্যাল বিষয়ে কোচই শেষ কথা বলেন ইস্টবেঙ্গলে। তবে তারা অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে কয়েকজন সিনিয়র ফুটবলারকে নেওয়ার কথা বলছেন। প্রসঙ্গত গত মরসুমে দার্জিলিং গোল্ডকাপেও অনুর্ধ্ব ১৯ দলের সঙ্গে কয়েকজন সিনিয়র দলের ফুটবলারকে জুড়ে দিয়ে খেলতে গিয়েছিল ইস্টবেঙ্গল। এবং চ্যাম্পিয়ন হয়েছিল।Body:EbConclusion:
Last Updated : Aug 24, 2019, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.