ETV Bharat / sports

সোমবার থেকে আই লিগের প্রস্তুতি শুরু করছে মহমেডান

author img

By

Published : Aug 23, 2020, 10:10 PM IST

আই লিগের দ্বিতীয় ডিভিশন শুরু হচ্ছে 15 সেপ্টেম্বরে পরে । পাঁচ দলের লিগ হবে পনেরো দিনের । সেই লিগের প্রস্তুতিতে ইতিমধ্যে নেমে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে । সোমবার নিজেদের মাঠে অনুশীলনের পরে মঙ্গলবার থেকে কল্যাণী স্টেডিয়ামে আবাসিক শিবির করবে সাদাকালো ব্রিগেড ।

মহমেডান
মহমেডান

কলকাতা, 23 অগাস্ট : ময়দানে বল গড়ানো অবশেষে শুরু হচ্ছে । সোমবার সন্ধে ছ’টায় নিজেদের মাঠে নৈশালোকে অনুশীলন শুরু করবে মহমেডান ।

আই লিগের দ্বিতীয় ডিভিশন শুরু হচ্ছে 15 সেপ্টেম্বরের পরে । পাঁচ দলের লিগ হবে পনেরো দিনের । সেই লিগের প্রস্তুতিতে ইতিমধ্যে নেমে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে । সোমবার নিজেদের মাঠে অনুশীলনের পরে মঙ্গলবার থেকে কল্যাণী স্টেডিয়ামে আবাসিক শিবির করবে সাদাকালো ব্রিগেড ।

ইতিমধ্যে দলের সব ফুটবলাররা শহরে চলে এসেছেন । রবিবার সকালে দলের নেপালি ফুটবলার অভিষেক রিজাল কলকাতায় এসেছেন । নেপালের রোনাল্ডো নামে পরিচিত অভিষেককে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মহমেডান কর্তারা । রবিবার সকালে মহমেডান ক্লাব তাদের ফুটবলারদের কোরোনা পরীক্ষার ব্যবস্থা করেছিল । কোচ ইয়ান ল থেকে স্ট্রাইকার উইলিস প্লাজা সকলেই উপস্থিত ছিলেন ।

মহমেডান
ইয়ান ল-র কোরোনা পরীক্ষা

আই লিগে বল গড়ানো সফল করতে কোনও ত্রুটি রাখতে নারাজ ফেডারেশন । ইতিমধ্যে নির্দেশিকা ক্লাবগুলোকে পাঠানো হয়েছে । প্রস্তুতি শুরু করার অনুমতি দিলেও তা নিয়ে মাতামাতি না করার নির্দেশ মহমেডান স্পোর্টিং এবং ভবানীপুর ক্লাবকে বলেছে রাজ্যের ক্রীড়ামন্ত্রক । তাই দুই ক্লাবই সচেতনতার ঘেরাটোপে প্রস্তুতি চালাচ্ছে । ভবানীপুর সোদপুরে ফিজিকাল ট্রেনিং করার পরে 1 সেপ্টেম্বর থেকে মোহনবাগান মাঠে বল নিয়ে অনুশীলন শুরু করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.