ETV Bharat / sports

ডুরান্ডে ইস্টবেঙ্গল বেশি আত্মবিশ্বাসী ছিল : মার্কাস

author img

By

Published : Jan 16, 2020, 8:02 AM IST

৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারাল গোকুলাম । ম্যাচের সেরা জোসেফ মার্কাস ।

gokulam
gokulam

কল্যাণী, 16 জানুয়ারি : ইস্টবেঙ্গলকে হারানোর হুমকি আগেই দিয়েছিলেন । বুধবার কল্যাণী স্টেডিয়ামে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার দলকে 3-1গোলে উড়িয়ে দিয়ে স্যান্তিয়াগো ভালেরা বোঝালেন তিনি ফাঁকা আওয়াজ দেননি ।

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে গোকুলাম কোচ বলেন, তাঁরা কী করতে পারেন তা এই ম্যাচে দেখালেন । আই লিগের বাকি ম্যাচগুলিতেও এই পারফরমেন্স তুলে ধরার চেষ্টা করবেন । ম্যাচের সেরা মার্কাসকে একটু পিছন থেকে খেলিয়ে ইস্টবেঙ্গলের খেলার ছন্দ নষ্ট করতে চেয়েছিলেন গোকুলাম কোচ । সেই কাজে তিনি যে সফল তা প্রমাণ করেছে স্কোরবোর্ড । প্রথম গোল হেনরি কিসিয়াকার । দ্বিতীয়টি ইস্টবেঙ্গলের মার্তি ক্রিসপির আত্মঘাতী গোল । গোকুলামের হয়ে তিন নম্বর গোলটি ম্যাচের সেরা জোসেফ মার্কাসের ।

পাঁচ মাস আগে ডুরান্ডে ইস্টবেঙ্গলকে টাই ভেঙে হারিয়েছিল কেরালার এই ক্লাবটি । আই লিগে জয়ের ধারাবাহিকতা বজায় রাখলেন তাঁরা । সান্তিয়াগো ভালেরা বলেন, তাঁরা ডুরান্ডে ইস্টবেঙ্গলকে টাই ভেঙে হারিয়েছিলেন । এবার প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে হারিয়েছেন । গোকুলাম আই লিগে ইতিমধ্যে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছে । ডার্বির আগে দু'দলকেই বেশি নম্বর দিচ্ছেন না গোকুলাম কোচ । ম্যাচের সেরা মার্কাস বলেন, ইস্টবেঙ্গলকে এরকম ব্যাকফুটে থাকতে দেখে বিস্মিত হয়েছেন । ডুরান্ড কাপে এই দলটি বেশি আত্মবিশ্বাসী ছিল ।

Intro:ইস্টবেঙ্গলকে হারানোর হুমকি আগেই দিয়েছিলেন।বুধবার কল্যানী স্টেডিয়ামে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার দলকে 3-1গোলে উড়িয়ে দিয়ে স্যান্তিয়াগো ভালেরা বোঝালেন তিনি ফাকা আওয়াজ দেননি।ইস্টবেঙ্গল এই মরসুমে এর আগে কোনও দলের কাছে 1-3গোলে হারেনি।ফলে এই হার মরসুমের সবচেয়ে লজ্জাজনক বটে। ম্যাচ পরবর্তী সাংবাদিক হম্মেলনে গোকুলাম কোচ বলেছেন তারা কি করতে পারেন তা এই ম্যাচে দেখালেন।আই লিগের বাকি ম্যাচ গুলোতেও এই পারফরম্যান্স তুলে ধরার চেষ্টা করবেন।ম্যাচের সেরা মার্কাস কে একটু পিছন থেকে খেলিয়ে ইস্টবেঙ্গলের খেলার ছন্দ নষ্ট করতে চেয়েছিলেন গোকুলাম কোচ। সেই কাজে তিনি সফল তা স্কোরবোর্ডে প্রমাণ।প্রথম গোল হেনরি কিসিয়াকার পা থেকে।দ্বিতীয় গোল ইস্টবেঙ্গলের মার্তি ক্রিসপির আত্মঘাতী।গোকুলামের তিন নম্বর গোলটি ম্যাচের সেরা জোসেফ মার্কাসের।পাচ মাস আগে ডুরান্ডে ইস্টবেঙ্গল কে টাই ভেঙে হারিয়েছিল কেরলের এই ক্লাব দলটি। আই লিগে জয়ের ধারাবাহিকতা বজায় রাখলেন তারা। সান্তিয়াগো ভালেরা বলছেন তারা ডুরান্ডে ইস্টবেঙ্গল কে টাই ভেঙে হারিয়েছিলেন।এবার প্রতিপক্ষ কে নাস্তানাবুদ করে হারিয়েছেন।গোকুলাম আই লিগে ইতিমধ্যে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছে।ডার্বির আগে দুদলকেই বেশি নম্বর দিচ্ছেন না গোকুলাম কোচ।ম্যাচের সেরা মার্কাস বলছেন ইস্টবেঙ্গল কে এরকম ব্যাকফুটে থাকতে দেখে বিস্মিত হয়েছেন।ডুরান্ড কাপে এই দলটি অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল।
ক্যারিবিয়ান স্ট্রাইকারের এই কথা ওয়েক আপ কল না হলে ডার্বিতে লাল হলুদ জনতার আশা ফের ধাক্কা খেতে পারে।



Body:আত্মবিশ্বাস


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.