ETV Bharat / sports

'চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন' গানে নাচলেন মার্কাস ; আই লিগ পাখির চোখ "মেসির পড়শি"-র !

author img

By

Published : Aug 25, 2019, 9:22 AM IST

সাংবাদিক সম্মেলনে মার্কাস

চ্যাম্পিয়ন হয়ে ড্রেসিংরুমে এক চোট নেচেছেন মার্কাস । সাংবাদিক সম্মেলনে ফের সবার অনুরোধে কোমর দোলালেন ।

কলকাতা, 25 অগাস্ট : কথা ছিল পনেরোটি গোল করবেন ডুরান্ডে । এগারো গোল করে সোনার বুট হাতে তুললেন । কথা ছিল চ্যাম্পিয়ন হলে ডোয়েন ব্রাভোর মত ক্যালিপসোর সুরে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বলে নাচবেন । কার্যত দুটো লক্ষ্য পূরণ করে আনন্দে ভাসতে ভাসতে যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়লেন মার্কাস । ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে গত মরশুমের নয়টি ম্যাচের জন্যে গোকুলাম এফসির হয়ে খেলতে এসেছিলেন । এবার দুই মরশুমের জন্য কেরালার ক্লাব দলের পক্ষে সই করেছেন । আসন্ন আই লিগে তিনি যে বাকি দলগুলোর জন্যে দুঃস্বপ্ন বয়ে আনবেন তার জোরালো পূর্বাভাস ডুরান্ড কাপের পাঁচ ম্যাচে দিয়ে রাখলেন ।

চ্যাম্পিয়ন হয়ে ড্রেসিংরুমে এক চোট নেচেছেন মার্কাস । সাংবাদিক সম্মেলনে ফের সবার অনুরোধে কোমর দোলালেন । প্রথমবার গোকুলামকে ডুরান্ড কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে হাওয়ায় ভাসছেন বলে জানালেন । আপাতত মিশন ডুরান্ড শেষ । এবার লক্ষ্য আই লিগে ভালো ফল । চ্যাম্পিয়ন হওয়া এবার পাখির চোখ তা কোনও রাখঢাক না করে জানিয়ে দিলেন সোনার বুটের মালিক ।

সাফল্যের তৃপ্তি গোকুলাম কোচ ভালেরার মুখে । সাংবাদিক বৈঠকে এসেছিলেন আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি নিয়ে । জন্মসূত্রে আর্জেন্টিনার মানুষ হলেও গত 16বছর থাকেন স্পেনে । তাও আবার লিওনেল মেসির বার্সেলোনায় । নিজেকে মেসির পড়শি বলতে গর্ব বোধ করেন । ট্রফি জয়ের আনন্দে মানবিকতা হারাননি । সাংবাদিক বৈঠকের শুরুতে মোহনবাগান সমর্থক রিঙ্কু নস্করের গ্যালারি থেকে পড়ে গিয়ে আহত হয়ে হাসপাতালে যাওয়ার খবরে সমবেদনা প্রকাশ করলেন । দ্রুত আরোগ্য কামনার মধ্যে দিয়ে নিজের মানবিক দিকটা তুলে ধরলেন ।

দেখুন ভিডিয়ো

কেরালার দ্বিতীয় ক্লাব দল হিসেবে ডুরান্ড কাপ জিতল গোকুলাম FC। ফাইনালে প্রতিপক্ষ মোহনবাগানকে কার্যত উড়িয়ে দিয়েছে তারা । ভালেরা বলছেন, "ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার কথা মাথায় ছিল না । তবে চ্যাম্পিয়ন হয়ে খুশি । এই সাফল্য দলকে আই লিগে বাড়তি অনুপ্রেরণা জোগাবে ।"

Intro:কথা ছিল পনেরো টি গোল করবেন ডুরান্ডে। এগারো গোল করে সোনার বুট হাতে তুললেন। কথা ছিল চ্যাম্পিয়ন হলে ডোয়েন ব্রাভোর মত ক্যালিপসোর সুরে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বলে নাচবেন। কার্যত দুটো লক্ষ্য পূরন করে আনন্দে ভাসতে ভাসতে যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়লেন মার্কাস। ক্যারিবিয়ান দীপপুঞ্জ থেকে গত মরসুমের নয়টি ম্যাচের জন্যে গোকুলাম এফসির হয়ে খেলতে এসেছিলেন। এবার দুই মরসুমের জন্য কেরালার ক্লাব দলের পক্ষে সই করেছেন। আসন্ন আই লিগে তিনি যে বাকি দলগুলোর জন্যে দুস্বপ্ন বয়ে আনবেন তার জোরালো পূর্বাভাস ডুরান্ড কাপের পাচ ম্যাচে দিয়ে রাখলেন। চ্যাম্পিয়ন হয়ে ড্রেসিংরুমে একচোট নেচেছেন মার্কাস। সাংবাদিক সম্মেলনে ফের সবার অনুরোধে কোমর দোলালেন। প্রথমবার গোকুলাম কে ডুরান্ড কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে হাওয়ায় ভাসছেন বলে জানালেন তিনি।আপাতত মিশন ডুরান্ড শেষ। এবার লক্ষ্য আই লিগে ভালো ফল। চ্যাম্পিয়ন হওয়া এবার পাখির চোখ তা কোনও রাখঢাক না করে জানিয়ে দিলেন সোনার বুটের মালিক।
সাফল্যের তৃপ্তি গোকুলাম কোচ ভালেরার মুখে। সাংবাদিক সম্মেলনে এসেছিলেন আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি নিয়ে। জন্মসুত্রে আর্জেন্টিনার মানুষ হলেও গত 16বছর থাকেন স্পেনে। তা আবার লিওনেল মেসির বার্সেলোনায়।নিজেকে মেসির পড়শি বলতে গর্ব বোধ করেন।
ট্রফি জয়ের আনন্দে মানবিকতা হারাননি। সাংবাদিক সম্মেলনের শুরুতে মোহনবাগান সমর্থক রিঙ্কু নস্করের গ্যালারি থেকে পড়ে গিয়ে আহত হয়ে হাসপাতালে যাওয়ার খবরে সমবেদনা প্রকাশ করলেন। দ্রুত আরোগ্য কামনার মধ্যে দিয়ে নিজের মানবিক দিকটা তুলে ধরলেন।
কেরালার দ্বিতীয় ক্লাব দল হিসেবে ডুরান্ড কাপ জিতল গোকুলাম এফসি। ফাইনালে প্রতিপক্ষ মোহনবাগান কে কার্যত উড়িয়ে দিয়েছেন তারা। ভালেরা বলছেন ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার কথা মাথায় ছিল না। তবে চ্যাম্পিয়ন হয়ে খুশি। এই সাফল্য তার দলকে আই লিগে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে আগাম জানিয়ে রাখলেন। দলের সেরা ফুটবলারের মত বলছেন মিশন ডুরান্ড শেষ।এবার চোখ আই লিগে।


Body:গো


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.