ETV Bharat / sports

ক্যাম্প ন্যু-তে ফিরলেন মেসি, স্বস্তিতে অনুরাগীরা

author img

By

Published : Jun 7, 2020, 10:35 AM IST

বার্সেলোনার অনুশীলনে ফিরলেন লিওনেল মেসি ৷ এই খবরে হাঁফ ছেড়ে বেঁচেছে মেসি অনুরাগীরা ৷

ক্যাম্প ন্যু-তে ফিরলেন মেসি, স্বস্তিতে অনুরাগীরা
ক্যাম্প ন্যু-তে ফিরলেন মেসি, স্বস্তিতে অনুরাগীরা

বার্সেলোনা, 7 জুন: অবশেষে নিজের ডেরায় ফিরলেন লিওনেল মেসি ৷ শনিবার থেকেই ক্যাম্প ন্যু-তে অনুশীলনে নেমে পড়লেন বার্সেলোনা মহাতারকা ৷ এতে স্বস্তির নিশ্বাস ফেলেছে আপামর মেসি অনুরাগীরা ৷ কারণ কিছুদিন আগেই মেসি ঊরুতে গুরুতর চোট পেয়েছেন বলে শোনা গেছিল ৷ সেই আশঙ্কা উড়িয়ে মায়োরকার বিরুদ্ধে ম্যাচে নামার জন্য জোরকদমে অনুশীলনে নেমে পড়লেন লিও ৷

তিনমাস পর মায়েরকার বিরুদ্ধে মাঠে নামবে বার্সেলোনা ৷ কিন্তু সেই ম্যাচে দলের তারকা ফুটবলারকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ দেখাচ্ছিল ৷ শোনা গেছিল ঊরুর চোটের কারণে দশ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মেসিকে ৷ এই খবরে দীর্ঘদিন পর আর্জেন্টাইন তারকাকে খেলতে দেখার সুযোগ হাতছাড়া হতে দেখে হতাশ হয়েছিলেন অনুরাগীরা ৷ কিন্তু শুক্রবার মেসির চোট পাওয়ার বিষয়টি স্বীকার করলেও তা গুরুতর নয় বলে সমর্থকদের আশ্বস্ত করে বার্সেলানা ৷ তার একদিন পরই ক্যাম্প ন্যু-তে অনুশীলনে দেখা গেল মেসিকে ৷ তাঁকে মায়োরকার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামানোর চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা ৷

অনুশীলনে মেসি
অনুশীলনে মেসি

কোরোনার কারণে মার্চ মাস থেকে বন্ধ লা লিগা ৷ তবে কোরোনা আতঙ্ক কাটিয়ে এবার স্পেনেও ফিরতে চলেছে ফুটবল ৷ বার্সেলোনা প্রথম ম্যাচে নামবে মায়োরকার বিরুদ্ধে ৷ 28টি ম্য়াচ খেলে এইমুহূর্তে স্প্যানিশ জায়ান্টদের পয়েন্ট সংখ্যা 58 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.