ETV Bharat / sports

SAFF Final : সুনীলকে সামনে রেখেই সাফ কাপ পুনরুদ্ধারের লক্ষ্যে ভারত

author img

By

Published : Oct 15, 2021, 10:45 PM IST

ফাইনালে কোচ ইগর স্টিম্যাচকে ছাড়াই মাঠে নামবে ভারত ৷ শেষ ম্যাচে লাল কার্ড দেখায় ক্রোট কোচ ফাইনালে ডাগ-আউটে বসতে পারবেন না। কোচকে না-পাওয়ার আক্ষেপ ট্রফি জয় করে মেটাতে চায় ভারতীয় দল।

SAFF Final :
সুনীলকে সামনে রেখেই সাফ কাপ পুনরুদ্ধারের লক্ষ্যে ভারত

মালে, 15 অক্টোবর : অষ্টমবারের জন্য সাফ কাপ ঘরে তুলতে শনিবার নেপালের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। সাতবার চ্যাম্পিয়ন হয়ে ইতিমধ্যে মেন ইন ব্লু'র দখলে সবচেয়ে বেশিবার সাফ জয়ের কৃতিত্ব। সংখ্যাটা বাড়িয়ে নিয়ে যাওয়ায় পাখির চোখ অধিনায়ক সুনীল ছেত্রীর। 2015 সাফ কাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। 2018 সালে মালদ্বীপের কাছে হেরে রানার্স হওয়ার কাঁটা এখনও বর্তমান ভারত অধিনায়কের গলায় বিঁধে রয়েছে। তাই শনিবার কেরিয়ারের শেষ সাফ কাপে নামার আগে সেই যন্ত্রণাকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চান ভারত অধিনায়ক।

ব্যক্তিগতভাবে চলতি সাফ কাপ সুনীল ছেত্রীর কাছে মাইলস্টোন। মালদ্বীপের মাটিতে ফুটবল সম্রাট পেলের আর্ন্তজাতিক ফুটবলে 77 গোলের মাইলস্টোন তিনি ভেঙেছেন। শেষবারের চ্যাম্পিয়ন মালদ্বীপের বিরুদ্ধে 'কার্যত সেমিফাইনাল' ম্যাচে জোড়া গোল গোল এসেছে তাঁর পা থেকে। ফাইনালে ভারতকে কোচ ইগর স্টিম্যাচকে ছাড়াই মাঠে নামতে হবে। শেষ ম্যাচে লাল কার্ড দেখায় ক্রোট কোচ ফাইনালে ডাগ-আউটে বসতে পারবেন না। কোচকে না-পাওয়ার আক্ষেপ ট্রফি জয় করে মেটাতে চায় ভারতীয় দল। প্রতিপক্ষ নেপালের বিরুদ্ধে গত দুই মাসে তিনবার খেলেছেন গুরপ্রীত সিং সান্ধু, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসোরা। ফলে প্রতিপক্ষ চেনা । সাফ কাপে প্রথম দুই ম্যাচে ড্র করে যখন বিদায় দোরগোড়ায় তখন সুনীল ছেত্রীর গোলে নেপালকে হারিয়েই টিকে থাকার রসদ পেয়েছিল ভারত।

ফাইনালের আগে সুনীল ছেত্রীরা অবশ্য গ্রুপ লিগের পারফরম্যান্স নিয়ে ভাবতে রাজি নন। তারা নতুন স্ট্যান্স নিতে চান। "দল হিসেবে নেপাল শক্তিশালী । শেষ দুই মাসে আমরা পরস্পরের বিরুদ্ধে খেলেছি। তাই দুজনেই দুজনের শক্তি দূর্বলতা নিয়ে জানি। আমাদের খেলার উন্নতি প্রয়োজন। সতীর্থদের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে। বাড়তি দায়িত্ব যে নিতে হবে তা সবাই বুঝতে পারছে। ফাইনালে ব্যর্থতা মানে সবটাই ব্যর্থ হওয়া। তাই নিজেদের একশো শতাংশের বেশি নিংড়ে দেওয়ার জন্য আমরা তৈরি," মামাবাড়ির দেশের বিরুদ্ধে নামার আগে বলেছেন অধিনায়ক সুনীল ছেত্রী।

আরও পড়ুন : বড় জয়ে মূলপর্বের আরও কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা

অধিনায়কের ধারাবাহিক গোল পাওয়ার পাশাপাশি মনবীর সিংদের গোল পাওয়া চিন্তা দূর করবে ভারতীয় থিঙ্কট্যাঙ্কের। তাই শনিবার সাফ ফাইনাল সুনীলদের কাছে শুধু ম্যাচ নয় ট্রফি পুনরুদ্ধার এবং কোচ স্টিম্যাচের সম্মান রক্ষার লড়াইও বটে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.