ETV Bharat / sports

দলগত সংহতিতেই মোহনবাগানকে হারানোর স্বপ্ন দেখছে গোকুলাম

author img

By

Published : Aug 24, 2019, 1:33 PM IST

Updated : Aug 24, 2019, 4:04 PM IST

ব্যক্তিগত নৈপুণ্য নয়, দলগত সংহতিতে আস্থা রেখে ডুরান্ড জয়ের স্বপ্ন গোকুলাম FC-র ।

ফাইল ফোটো

কলকাতা, 24 অগাস্ট : ব্যক্তিগত নৈপুণ্য নয়, দলগত সংহতিতে আস্থা রেখে ডুরান্ড জয়ের স্বপ্ন গোকুলাম FC-র । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিপক্ষ মোহনবাগান । ষোলো বার ট্রফি জয়ের অভিজ্ঞতা সম্পন্ন প্রতিপক্ষের লক্ষ্মণরেখা টপকে প্রথমবার ডুরান্ড ঘরে তোলা যে ব্যক্তিগত নৈপুণ্যে সম্ভব নয় তা গোকুলাম কোচ স্যান্টিয়াগো ভারেলা জানেন । আর জানেন বলেই দলগত সংহতির কথা তাঁর মুখে । কিবু ভিকুনার মত তাঁর মুখে আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে 120 মিনিটের ম্যাচ খেলার ধকলের কথা । যা সূচির অব্যবস্থাপনার দিকে আঙুল তুলছে । তবে ফাইনালে পৌঁছে কোনও অসুবিধাকে অজুহাতের ঢাল দিয়ে আড়াল করতে চান না ।

কেরলের ক্লাব দলের আর্জেন্টিনার কোচ বলছেন, সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাঁর দল সেরাটা নিঙড়ে দিয়েছিল । ফাইনালে একই রকম ভাবে নিজেদের উজাড় করে দিতে ছেলেরা যে তৈরি তা হেনরি কিসিয়াকাকে পাশে বসিয়ে ঘোষণা করলেন ভারেলা । প্রতিপক্ষ মোহনবাগান সম্বন্ধে হোমওয়ার্ক সারা গোকুলাম থিংক ট্যাঙ্কের । সালভো চামারো ও বেইটাকে নজরে রাখার ইঙ্গিত দিয়ে রাখলেন । শুধু এই দুই স্প্যানিশ ফুটবলার নন পুরো সবুজ মেরুন দলকে কড়া পাহারায় রাখার পরিকল্পনা । তাই অচেনা পরিবেশে মানিয়ে নিয়ে নিজেদের উজাড় করার কথা কোচ এবং হেনরি কিসিয়াকার মুখে ।


গোকুলামের মার্কোস জোসেফ চলতি ডুরান্ডে আট গোল করেছেন । গোল করার ক্ষমতা বাড়তি শক্তি হলেও তাঁর ওপর নির্ভরশীল হতে নারাজ গোকুলাম । প্রথমবার কোনও ট্রফি জয়ের খুব কাছে গোকুলাম । আগেই তারা জানিয়েছে, বানভাসি কেরালার মানুষের জন্যে ডুরান্ড জিততে চায় । হেনরি কিসিয়াকার কাছে মোহনবাগান অচেনা নয় । তাঁর মতে, ফুটবলে সাফল্য সুযোগ কাজে লাগানোর ওপর নির্ভর করে । সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম ডুরান্ড জয়ের স্বপ্ন গোকুলামের ।

Intro:ব্যক্তিগত নৈপুণ্য নয় দলগত সংহতিতে আস্থা রেখে ডুরান্ড জয়ের স্বপ্ন গোকুলাম এফসির। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিপক্ষ মোহনবাগান। ষোলো বার ট্রফি জয়ের অভিঞ্জতা সম্পন্ন প্রতিপক্ষের লক্ষণ রেখা টপকে প্রথমবার ডুরান্ড ঘরে তোলা যে ব্যাক্তিগত নৈপুণ্যে সম্ভব নয় তা গোকুলাম কোচ স্যান্টিয়াগো ভারেলা জানেন। আর জানেন বলেই দলগত সংহতির কথা তার মুখে। কিবু ভিকুনা র মত তার মুখে আটচল্লিশ ঘন্টার ব্যবধানে 120মিনিটের ম্যাচ খেলার ধকলের কথা। যা সূচির অব্যবস্থাপনার দিকে আঙুল তুলছে। তবে ফাইনালে পৌছে কোনও অসুবিধা কে অজুহাতের ঢাল দিয়ে আড়াল করতে চান না। কেরলের ক্লাব দলের আর্জেন্টিনা র কোচ বলছেন সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তার দল সেরাটা নিঙড়ে দিয়েছিল। ফাইনালে একই রকম ভাবে নিজেদের উজাড় করে দিতে ছেলেরা যে তৈরি তা হেনরি কিসিয়াকা কে পাশে বসিয়ে ঘোষণা করলেন ভারেলা। প্রতিপক্ষ মোহনবাগান সম্বন্ধে হোমওয়ার্ক সারা গোকুলাম থিংক ট্যাঙ্কের। সালভো চামারো ও বেইটাকে নজরে রাখার ইঙ্গিত দিয়ে রাখলেন। শুধু এই দুই স্প্যানিশ ফুটবলার নন পুরো সবুজ মেরুন দলকে কড়া পাহারায় রাখার পরিকল্পনা। তাই অচেনা পরিবেশে মানিয়ে নিয়ে নিজেদের উজাড় করার কথা কোচ এবং হেনরি কিসিয়াকা র মুখে।
গোকুলামের মার্কোস জোসেফ চলতি ডুরান্ডে আট গোল করেছেন। তার গোল করার ক্ষমতা বাড়তি শক্তি হলেও তারওপর নির্ভরশীল হতে নারাজ গোকুলাম।
প্রথমবার কোনও ট্রফি জয়ের খুব কাছে গোকুলাম। আগেই তারা জানিয়েছে বানভাসি কেরালার মানুষের জন্যে ডুরান্ড জিততে চায়। হেনরি কিসিয়াকার কাছে মোহনবাগান অচেনা নয়।তার মতে ফুটবলে সাফল্য সুযোগ কাজে লাগানোর ওপর নির্ভর করে।সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম ডুরান্ড জয়ের স্বপ্ন গোকুলামের।


Body:ডুরান্ড


Conclusion:
Last Updated : Aug 24, 2019, 4:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.