ETV Bharat / sports

Derby Countdown : ডার্বির মঞ্চে পঙ্গুও সেরাটা দিতে মরিয়া থাকবে, নস্টালজিক প্রাক্তনরা

author img

By

Published : Nov 25, 2021, 10:43 PM IST

East Bengal Mohun Bagan Match in ISL
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান

ডার্বির (Kolkata Derby) দিন যত এগিয়ে আসছে ততোই যেন উত্তাপ টের পাচ্ছেন দুই প্রধানের ফুটবলাররা (Mohun Bagan vs East Bengal) ৷ একই সঙ্গে নস্টালজিয়ায় ভাসছেন প্রাক্তনীরাও ৷

পানাজি, 25 নভেম্বর : শনিবার সন্ধ্যায় চলতি মরসুমের প্রথম ডার্বি (Kolkata Derby) । মুখোমুখি চিরপ্রতিদ্বন্ধী দুই দল মোহনবাগান-ইস্টবেঙ্গল (ATK Mohun Bagan vs SC East Bengal) । যে ম্যাচ ঘিরে বাংলা দু'ভাগে ভাগ হয়ে যায়, সেই ম্যাচের উত্তাপ ক্রমশ বাড়বে তা বলাই বাহুল্য । ভারতীয় ফুটবলারদের কাছে ডার্বি এমন একটি ম্যাচ, যার ছোঁয়াচ এড়িয়ে থাকা কঠিন । বর্তমান বা প্রাক্তন, যে ফুটবলারই হোন না কেন প্রত্যেকেই ডার্বি জ্বরে সংক্রমিত । এই ম্যাচ মানেই উঠতি ফুটবলারদের কাছে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ । প্রতিষ্ঠিতদের সামনে ফের তারকা হওয়ার স্বপ্ন । প্রাক্তনদের কাছে নস্টালজিয়া।

ডার্বির আগে নস্টালজিক প্রাক্তনরা ৷

প্রাক্তন ফুটবলার অভিজিৎ মণ্ডল বললেন, ‘‘দর্শকহীন মাঠে ডার্বির পরিবেশটা পাওয়া কঠিন । তবে দুটো দল যখন মাঠে নামে তখন নিজেকে ছাপিয়ে যাওয়াই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় । মোহনবাগান তাদের সিংহভাগ ফুটবলার ধরে রেখেছে বলে সুবিধা পেলেও ওই নব্বই মিনিট দু'দলই শূন্য থেকে শুরু করবে ।’’

আরও পড়ুন : Derby Countdown : ডার্বির আগে লাল-হলুদ রক্ষণকে বাড়তি সমীহ কৃষ্ণার

ভারতীয় ফুটবল দলের অ্যাসিট্যান্ট ম্যানেজার সন্মুগম ভেঙ্কটেশ বললেন, ‘‘ডার্বি একটা উৎসব । এই ম্যাচে একজন পঙ্গুও নিজের সেরাটা দিতে মরিয়া থাকে । দুটো দলই একটা করে ম্যাচ করে খেলেছে । তার বিচারে এই ম্যাচকে বিশ্লেষণ করা যাবে না । এমনকি পাঁচটি ম্যাচ খেললেও এই ম্যাচে কোনও অঙ্ক চলে না । মোহনবাগান পুরোনো দল ধরে রাখার সুবিধা পাবে । তবে ইস্টবেঙ্গলও নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেই ।’’

আরও পড়ুন : Derby Countdown : প্রতিটি বলের জন্য লড়াই করব, বলছেন ইস্টবেঙ্গল ডিফেন্ডার প্রিৎসে

স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান গঞ্জালেস দর্শক ভর্তি স্টেডিয়ামে ডার্বি খেলেছেন । রিয়াল কাশ্মীরের হয়ে বর্তমানে কলকাতায় আইএফএ শিল্ড খেলতে এসেছেন । তবে কলকাতার ক্লাব ফুটবল, ডার্বির উন্মাদনা ভুলতে পারছেন না । গতবছর আইএসএলের সব ম্যাচ দেখেছেন । এবারও দুই প্রধানের প্রথম দুটো ম্যাচ দেখেছেন । তার নিরিখে মনে করেন মোহনবাগান এগিয়ে । তাঁর সমর্থনও সবুজ-মেরুনের পক্ষেই থাকবে ।

আরও পড়ুন : Diego Maradona Death Anniversary : প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা ফুটবলের রাজপুত্রকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.