ETV Bharat / sports

Lionel Messi : বার্সেলোনায় বিদায়বেলায় কান্নায় ভাসলেন ফুটবল ঈশ্বর

author img

By

Published : Aug 8, 2021, 5:34 PM IST

আজ বার্সেলোনার সঙ্গে দীর্ঘ 21 বছরের সম্পর্ক বিচ্ছিন্ন করে ক্যাম্প ন্যু থেকে বিদায় নিলেন লিওনেল মেসি ৷ বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়লেন আর্জেন্টাইন তারকা ৷

Emotional Lionel Messi say goodbye to Barcelona
Lionel Messi : বার্সেলোনাকে বিদায়বেলায় কান্নায় ভাসলেন ফুটবল ঈশ্বর!

বার্সেলোনা, 8 অগস্ট : বার্সেলোনার হয়ে বিদায়ী সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন লিও মেসি (Leo Messi) ৷ আজ সরকারিভাবে বার্সেলোনা(Barcelona)-র সঙ্গে 21 বছরের সম্পর্ক ছিন্ন হল আর্জেন্টাই তারকা ৷ যেখানে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে মেসি বলেন, ‘‘ভাবতে পারিনি এভাবে বিদায় নিতে হবে ৷ আশা করি একদিন আবার ফিরে আসব ৷’’ পাশাপাশি এও জানালেন, লিগ ওয়ানের দল পিএসজিতে সই করতে পারেন তিনি ৷ রবিবার আর্জেন্টাই তারকা নিজে এই সম্ভাবনার কথা জানিয়েছেন ৷ তবে, এখনই সবকিছু চূড়ান্ত নয় বলে জানিয়েছেন তিনি ৷

আজ বার্সেলোনার সঙ্গে দীর্ঘ 21 বছরের সম্পর্ক বিচ্ছিন্ন করে ক্যাম্প ন্যু থেকে বিদায় নিলেন লিওনেল মেসি ৷ তাঁর আগে সাংবাদিক বৈঠক করেন আর্জেন্টাইন তারকা ৷ এদিন বার্সেলোনার সঙ্গে তাঁর এই দীর্ঘ সম্পর্ক নিয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি ৷ বলেন, ‘‘এটা খুবই কঠিন ৷ আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না ৷ গত বছর আমি ক্লাব ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম ৷ কিন্তু, আমরা অর্থাৎ, আমার পরিবার এবং আমি এখানেই খেলতে চেয়েছিলাম ৷ কিন্তু, আজকে আমাকে বিদায় জানাতেই হবে ৷ 13 বছর আগে আমি এখানে এসেছিলাম ৷ আর আজ 21 বছর পর আমার স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে ক্লাব ছাড়ছি ৷’’ এই মন্তব্য করার পরেই কান্নায় ভেঙে পড়েন মেসি ৷ তাঁর আবেগকে সম্মান জানিয়েছে হাততালিতে ভরে ওঠে ন্যু ক্যাম্পের হল ৷

দীর্ঘ 21 বছর বার্সার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মেসি বলেন, ‘‘দীর্ঘ 21 বছর পর আমি পরিবার নিয়ে শহর ছাড়ছি ৷ আমরা এই শহরে বসবাস করেছি ৷ এটা আমাদের ঘর ৷ আমি সবকিছুর জন্য খুবই কৃতজ্ঞ ৷ আমার দলের সদস্যরা এবং বাকি সবার কাছে ৷ যেদিন প্রথম এই ক্লাবে এসেছিলাম এবং শেষদিন পর্যন্ত আমি সবকিছু উজাড় করে দিয়েছে এই ক্লাবকে ৷ এই ক্লাবকে বিদায় জানানোর কথা আমি কল্পনাতেও ভাবতে পারি না, এমনকি আমি এ নিয়ে ভাবিওনি ৷ যেটা হল, আমি সবরকম চেষ্টা করেছিলাম ৷ কিন্তু, তারা (বার্সেলোনা) কিছু করতে পারল না, লা লিগা-র কারণে ৷’’

আরও পড়ুন : Messi : বার্সায় শেষ মেসি অধ্যায়, মন ভাঙল লাখো অনুরাগীর

পাশাপাশি মেসি এও জানিয়েছেন, প্যারিস সেন্ট জার্মেইন ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে তাঁর ৷ মেসি বলেন, ‘‘হ্যাঁ, প্যারিস সেন্ট জার্মেইনে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে, এই মুহূর্তে কোনও কিছুই নিশ্চিত নয় ৷ বার্সেলোনার তরফে বিবৃতি ঘোষণার পর থেকে আমি অনেক ফোন কল পেয়েছি ৷ আমরা এনিয়ে কথা বলছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.