ETV Bharat / sports

ISL নিয়ে সমর্থকদের সব প্রশ্নের উত্তর দেবে ইস্টবেঙ্গল

author img

By

Published : Sep 26, 2020, 10:28 PM IST

গত মরশুমের হিসাব, কর্মকাণ্ডের বিবরণ পেশ করার পাশাপাশি নতুন মরশুমে ক্লাবের পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে ।

J

কলকাতা, 26 সেপ্টেম্বর : লকডাউনের বিধিনিষেধ মেনেই রবিবার বিকেল সাড়ে তিনটেয় শুরু হবে ইস্টবেঙ্গলের বার্ষিক সাধারণ সভা । এজেন্ডা গত মরশুমের হিসাব পেশ এবং কর্মকাণ্ডের বিবরণ পেশ । তবে সবকিছু ছাপিয়ে লাল হলুদ তাঁবু প্রাঙ্গণে ISL ঘিরে সদস্যদের যাবতীয় প্রশ্ন ঘোরাফেরা করবে ।

কোরোনা পরিস্থিতিতে বার্ষিক সভা । ফলে সুরক্ষা বিধির বিষয়টি মাথায় রাখতে হচ্ছে । একশো জন সদস্য সভায় উপস্থিত থাকতে পারবেন । তাঁদেরও সামাজিক দুরত্ব মেনে সভায় উপস্থিত থাকতে হবে । মিটিংয়ের 24 ঘণ্টা আগে কার্যকরী কমিটির সদস্যরা জরুরি আলোচনায় বসেছিলেন । সেখানে গত মরশুমের হিসাব, কর্মকাণ্ডের বিবরণ পেশ করার পাশাপাশি নতুন মরশুমে ক্লাবের পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে ।বর্তমান কমিটির মেয়াদ শেষ । নতুন কমিটি গঠনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বিদায়ি কমিটিকে । পরবর্তী সময়ে ক্লাব প্রশাসন কোন পথে চলবে সে ব্যাপারে সদস্যদের বক্তব্যের ভিত্তিতে স্থির করা হবে ।

সদস্যদের মধ্যে কোনও ব্যক্তি ক্লাব এবং নয়া বিনিয়োগ সংস্থার গাঁটছড়া নিয়ে প্রশ্ন তুলতে পারেন । সেক্ষেত্রে মঙ্গলবার 29 সেপ্টেম্বর অতিরিক্ত সাধারণ সভা আয়োজনের কথা ঘোষণা করা হবে । সেখানে নতুন বিনিয়োগ এবং ISL -এ যোগদানের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হবে ।

এদিকে ইস্টবেঙ্গলের ISL-এ যোগদানের বিষয়ে FSDL কোনও ঘোষণা করেনি । আইনি কাগজপত্রের খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে । সব ঠিক চললে সোমবার হয়ত ঘোষণা করা হবে । তবে ক্লাব বিনিয়োগ সংস্থার তরফে দলগঠনের কাজ অব্যাহত । ইংল্যান্ডের রবি ফাউলার কোচ হওয়ার দৌড়ে জোরালোভাবে থাকলেও বার্সেলোনার প্রাক্তন সহকারী কোচ ইউসেবিও স্যাক্রিস্টাইন সামান্য হলেও এগিয়ে । ভারতীয় ফুটবলারদের নেওয়ার পাশাপাশি ভালোমানের বিদেশিকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব শক্তিশালী দল গড়তে চাইছে ইস্টবেঙ্গল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.