ETV Bharat / sports

Copa America : আজ অভিযানে নামছে আর্জেন্টিনা, করোনা সংক্রমণ নিয়ে চিন্তিত মেসি

author img

By

Published : Jun 14, 2021, 3:44 PM IST

সূত্রের খবর, করোনার টিকা নেননি আর্জেন্টিনার অধিনায়ক । যদিও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এপ্রিল মাসে জানিয়েছিল, সমস্ত আন্তর্জাতিক খোলোয়াড়দের টিকা দেওয়া হয়েছে । কারণ তখনও আর্জেন্তিনা থেকে কোপা সরেনি ।

MESSI
MESSI

রিউ দে জানেরু (Rio de Janeiro) , 14 জুন : চিলির বিরুদ্ধে কোপা অভিযান শুরুর আগে করোনা সংক্রমণ নিয়ে চিন্তিত লিওনেল মেসি (Lionel Messi) । তিনি বলেছেন," আমার সবাই সতর্ক রয়েছি , কিন্তু করোনার সংক্রমণ এড়ানো সহজ নয় । "

কোপায় বল গড়ানোর আগেই করোনা সংক্রমণে জেরবার একাধিক শিবির । ভেনেজুয়েলা (Venezuela), কলম্বিয়া ( Colombia) ও বলিভায়ার (Bolivia) একাধিক খেলোয়াড় ও অফিসিয়াল করোনা আক্রান্ত । চিলির বিরুদ্ধে নামার আগে তাই দলের ফুটবলারদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আর্জেন্টিনার অধিনায়ক ।

তিনি বলেছেন ," একাধিক বিপক্ষ দলের খেলোয়াড় ও অফিসিয়ালরা করোনা আক্রান্ত । পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক । আমাদের দলেও সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়েছে । আমরা সতর্ক থাকার চেষ্টা করছি , কিন্তু এই সংক্রমণ ঠেকানো এত সহজ নয় । আমরা সর্বোচ্চ চেষ্টা করলেও কখনও কখনও সংক্রমণ ঠেকানো আমাদের উপর নির্ভর করে না । বাইরে থেকে যেকোনও ভাবে সংক্রমণ হতেই পারে । "

সূত্রের খবর, করোনার টিকা নেননি আর্জেন্টিনার অধিনায়ক । যদিও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এপ্রিল মাসে জানিয়েছিল, সমস্ত আন্তর্জাতিক খোলোয়াড়দের টিকা দেওয়া হয়েছে । কারণ তখনও আর্জেন্টিনা থেকে কোপা সরেনি ।

এদিকে করোনা নিয়ে শঙ্কা প্রকাশ করলেও অধরা কোপা জিততে নিজেকে উজাড় করে দিতে চান ছবার ব্যলন ডি'অর (Ballon d'Or) জয়ী মেসি । তিনি বলেছেন ," আমার স্বপ্ন জাতীয় দলের হয়ে ট্রফি জেতা । দুর্ভাগ্যজনকভাবে অনেকবার শিরোপার কাছাকাছি পৌঁছেও জিততেও পারিনি । ফুরিয়ে যাওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যেতে চাই । "

আরও পড়ুন : Copa America 2021 : নায়ক নেইমার, ভেনেজুয়েলাকে 3-0-এ ওড়াল ব্রাজিল

তিনি আরও বলেছেন , " আমি সৌভাগ্যবান ক্লাবের হয়ে এবং ব্যক্তিগত ভাবে সম্ভাব্য সমস্ত ট্রফি জিতেছি । এবার যদি দেশের হয়ে ট্রফি জিততে পারি তাহলে সেটা আমার জীবনের সেরা প্রাপ্তি হবে । "

ভারতীয় সময় রাত আড়াইটে রিউ দে জানেরুর (Rio de Janeiro) অলিম্পিক স্টেডিয়ামে চিলির বিরুদ্ধে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.