ETV Bharat / sports

দুরন্ত প্রত্যাবর্তন, ওড়িশাকে হারিয়ে সন্তোষ ট্রফির পরের রাউন্ডে বাংলা

author img

By

Published : Sep 27, 2019, 3:03 AM IST

Updated : Sep 28, 2019, 12:31 AM IST

বাংলা

সন্তোষ ট্রফিতে ওড়িশাকে 4-0 গোলে হারিয়ে পরের রাউন্ডে গেল বাংলা ৷

কল্যাণী, 27 সেপ্টেম্বর : প্রথম ম্যাচে বিহারের বিরুদ্ধে ভালো খেলেও হারতে হয়েছিল ৷ ফলে সন্তোষ ট্রফির পরের রাউন্ডে যাওয়ার জন্য ওড়িশার বিরুদ্ধে কমপক্ষে চার গোলের ব্যবধানে জিততেই হত বাংলাকে ৷ আর সেটাই করে দেখালেন বাংলার ফুটবলাররা ৷ 4-0 গোলে ওড়িশাকে হারিয়ে পরের রাউন্ডে গেলেন রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা ৷ ম্যাচ শেষে দলের জন্য 25 হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন IFA সচিব জয়দীপ মুখার্জি ৷

গতকাল ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে বাংলা । সাত মিনিটে ডান দিক থেকে কর্নার নেন অধিনায়ক নবি হোসেন খান ৷ সেই বলে মাথা ছুঁইয়ে অর্জুন টুডুকে বাড়ান মহম্মদ ফরিদ ৷ অর্জুনের ফ্লিক ওড়িশার জালে জড়িয়ে যায় । শুরুতেই গোল পেয়ে আরও মরিয়া হয়ে ওঠেন রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা ৷ একের পর পর আক্রমণ করতে থাকেন ৷ কিন্তু, প্রথমার্ধে আর ওড়িশার গোলমুখ খুলতে পারেননি তাঁরা ৷ বরং 14 মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন ওড়িশার বিকি শেঠি ।

এরপর 54 মিনিটে পেনাল্টি পায় বাংলা । গোল করতে ভুল করেননি সুরজিৎ শীল । দু'মিনিট পরেই ব্যবধান বাড়ান ফরিদ ৷ তৃতীয় গোল পেয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় বাংলা ৷ ফলস্বরূপ, 63 মিনিটে চতুর্থ গোল করেন অর্জুন ৷ এরপর একটিও গোল শোধ করতে পারেনি ওড়িশা ৷ ম্যাচ শেষে ড্রেসিংরুমেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বাংলার খেলোয়াড়রা ৷ কোচকে মাথায় তুলে নাচতে থাকেন তাঁরা ৷ যদিও দলের জয়ের পুরো কৃতিত্ব ফুটবলারদেরই দিচ্ছেন রঞ্জন ।

জয়ের পর উচ্ছ্বাস বাংলার খেলোয়াড়দের
Intro:অসম্ভবকে সম্ভব, সন্তোষের পরের রাউন্ডে বাংলা
কল্যাণী,২৬সেপ্টেম্বরঃবিহারের বিরুদ্ধে হারের প্রায়শ্চিত্ত করল বাংলা। পরের রাউন্ডে যেতে গেলে উড়িষ্যার বিরুদ্ধে চার গোলের ব্যবধানে জিততে হত বাংলাকে। আর সেটাই করে দেখালেন বাংলার ছেলেরা। প্রথম থেকেই আক্রমণের ঝড় তুলেছিল বাংলা। ফলসরূপ ৭ মিনিটে গোলও পেয়ে যায় তারা। অধিনায়ক নবী হোসেন খানের ডান দিক থেকে ভেসে আসা কর্নারে মাথা ছুইয়ে মহম্মদ ফরিদ তা বাড়িয়ে দিলে বল পান অর্জুন টুডু। তার ফ্লিক জালে জড়িয়ে যায়। এরপর পর পর আক্রমণ করলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয় বাংলা। যদিও ১৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন উড়িষ্যার বিকি শেঠি। প্রবল বৃষ্টি শুরু হয় প্রথমার্ধের শেষদিকে।
দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে পেনাল্টি পায় বাংলা। গোল করেন সুরজিত শীল। এরপরই আক্রমনের পর আক্রমন করতে থাকে রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। ৫৬ মিনিটে ব্যবধান বাড়ান ফরিদ। এরপর ৬৩ মিনিটের মাথায় চতুর্থ গোল করেন অর্জুন টুডু। ম্যাচ শেষে দলের জন্য ২৫০০০ টাকা পুরস্কারের কথা ঘোষণা করেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জী। ড্রেসিংরুমেই চলে সেলিব্রেশন। রঞ্জন ভট্টাচার্যকে মাথায় তুলে নাচতে দেখা যায় ফুটবলারদের। যদিও সমস্ত কৃতিত্ব ফুটবলারদেরই দিচ্ছেন রঞ্জন। এখন দেখার মূলপর্বে কতটা ভাল খেলতে পারেন বাংলার ফুটবলাররা।Body:BengalConclusion:
Last Updated :Sep 28, 2019, 12:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.