ETV Bharat / sports

শেষ 9-র মধ্যে মাত্র 2 পয়েন্ট, লিগ হারিয়ে চাকরি খোয়াতে পারেন বার্সা কোচ কোম্য়ান

author img

By

Published : May 20, 2021, 11:10 AM IST

শেষ 9 টি পয়েন্টের মধ্যে বার্সার সংগ্রহ মাত্র 2 পয়েন্ট ৷ তারপরই যাবতীয় আশা শেষ হয়ে যায় ক্যাটালান জায়েন্টদের ৷ পরিস্থিতি যা, সম্ভবত এইবারের বিরুদ্ধে ম্যাচেই শেষ বার বার্সার ডাগআউটে বসতে পারেন কোম্যান ৷

রোনাল্ড কোম্যান
রোনাল্ড কোম্যান

বার্সেলোনা, 20 মে : পর পর পয়েন্ট নষ্ট ৷ তারপরই লা লিগার টাইটেল দৌড় শেষ বার্সেলোনার ৷ এখন যা পরিস্থিতি তিন নম্বর স্থান নিশ্চিত করতে শেষ ম্যাচে কমপক্ষে 1 পয়েন্টও চাই বার্সার ৷ এই পরিস্থিতিতে চাকরি হারাতে পারেন বর্তমান বার্সা কোচ রোনাল্ড কোম্যান ৷ অন্তত বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তে সেদিকেই ইঙ্গিত দিচ্ছেন ৷

শেষ 9 টি পয়েন্টের মধ্যে বার্সার সংগ্রহ মাত্র 2 পয়েন্ট ৷ তারপরই যাবতীয় আশা শেষ হয়ে যায় ক্যাটালান জায়েন্টদের ৷ তাই সম্ভবত এইবারের বিরুদ্ধে ম্যাচেই শেষ বার বার্সার ডাগআউটে বসতে পারেন কোম্যান ৷

মঙ্গলবার রাতে একটি স্পোর্টস ইভেন্টে অংশ নিয়ে জোয়ান লাপোর্তে বলেন, ‘‘ যেভাবে লিগটি আমরা হারালাম সেটা অপ্রত্যাশিত ৷ আমি লিগটি শেষ হওয়ার কথা বলছি ৷ আমার মনে হয় দলে পুনর্গঠন করা এখনও বাকি আছে ৷ সামনের সপ্তাহে আমরা একাধিক সিদ্ধান্ত নিতে চলেছি ৷ আমাদের সবাইকে এক হয়ে কঠিন পরিশ্রম করতে হবে ৷ এবং একটি শক্তিশালী দল গঠন করতে হবে, যেটা চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিততে পারবে ৷’’

তবে বার্সা প্রেসিডেন্টের কথায় শুধু কোচ কোম্যানের উপর নয়, ছাঁটাইয়ের খাঁড়া নামতে পারে দলের একাধিক তারকা ফুটবলারের উপরও ৷ যেমন সার্জিও বুসস্কেটস, জেরার্ড পিকে, সের্জি রবার্তো ও অ্যান্তিনিও গ্রিজম্যানও স্পটলাইটে আছেন ৷

আরও পড়ুন : অধিনায়ক সৌরভ সব নিজের হাতে রাখতে চাইতেন ! আবার সুর চড়ালেন চ্য়াপেল

অন্যদিকে এখনও মেসি রাখা নিশ্চিত করতে পারেনি বার্সেলোনা ৷ এখনও পর্যন্ত নতুন চুক্তিতে সই করেননি মেসি ৷ জুনেই বার্সার সঙ্গে তাঁর চুক্তি শেষ হতে চলেছে ৷ তারপর বার্সা ছাড়তেই পারেন আর্জেন্টাইন তারকা ৷ অন্যদিকে স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী নিজের পুরোনো ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরতে পারেন গ্রিজম্যান ৷ আবার পর্তুগালের তারকা ফুটবলার জো ফেলিক্স আসতে পারেন বার্সায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.