ETV Bharat / sports

কোরোনাকে হারিয়ে সুস্থ আর্সেনাল কোচ

author img

By

Published : Mar 27, 2020, 8:51 PM IST

আর্তেতার কোরোনা পজ়িটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই স্থগিত করে দেওয়া হয় প্রিমিয়র লিগ ৷

কোরোনাকে হারিয়ে সুস্থ আর্সেনাল কোচ
কোরোনাকে হারিয়ে সুস্থ আর্সেনাল কোচ

লন্ডন, 27 মার্চ: কোরোনা যুদ্ধে জয়ী আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা ৷ চিন ছাড়িয়ে তখন সবেমাত্র বিশ্বের বাকি দেশগুলির উপর প্রভাব ফেলতে শুরু করেছে কোরোনা ভাইরাস ৷ সেইসময়ই শোনা গিয়েছিল COVID-19 -এ আক্রান্ত গানারদের কোচ ৷ এই খবর প্রকাশ্যে আসার পরই প্রিমিয়র লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই আর্তেতা এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ৷

আর্তেতা হলেন ইংলিশ প্রিমিয়র লিগের সঙ্গে যুক্ত প্রথম ব্যক্তি যিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত হন ৷ গত মাসে ইউরোপা কাপে অলিম্পিয়াকোস ম্যাচের পরই অসুস্থবোধ করেন আর্সেনাল কোচ ৷ তখনই জানতে পারেন যে অলিম্পিয়াকোসের বেশ কিছু ফুটবলার কোরোনায় আক্রান্ত ৷ এমনকী খোদ অলিম্পিয়াকোসের মালিক কোরোনা পজ়িটিভ ৷ আর দেরী করেননি তিনি ৷ ফোন করে অসুস্থতার লক্ষ্মণগুলি ক্লাবকে জানান ৷ ডাক্তারি পরীক্ষার পর দেখা যায় অনুমান সত্যি ৷ কোরোনা ভাইরাসে আক্রান্ত গানার কোচ ৷ এরপরই আইসোলেশনে চলে যান তিনি ৷ আর আর্তেতার কোরোনা পজ়িটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই স্থগিত করে দেওয়া হয় প্রিমিয়র লিগ ৷ সুস্থ হয়ে উঠে এই ফুটবল কোচ বলেছেন, "মনে হচ্ছে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি ৷ এটা সত্যি যে আমার শরীরে কোরোনার মতো লক্ষ্মণ দেখা দিয়েছিল ৷ মনে হচ্ছিল কিছু একটা আমার ভেতরে রয়েছে ৷ চিকিৎসকদের পরামর্শমতো চলে সুস্থ হয়ে উঠেছি ৷"

পাশাপাশি সাধারণ মানুষকে এই পরিস্থিতিতে সচেতন থাকার আবেদন জানান আর্তেতা ৷ প্রসঙ্গত, আগামী 30 এপ্রিল পর্যন্ত ইংল্যান্ডে সমস্ত পেশাদার ফুটবল লিগ বন্ধ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.