ETV Bharat / sports

মহমেডানে খেলতে এলেন আনোয়ার, হিমাংশু

author img

By

Published : Aug 22, 2020, 10:24 PM IST

নতুন মরশুমে শক্তিশালী দল গড়েছে মহমেডান । সেই ভাবনা থেকেই আনোয়ারের মতো তরুণ ডিফেন্ডারকে দলে নেওয়া হয়েছে । ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব 17 বিশ্বকাপে ভালো ফুটবল খেলা আনোয়ার পরবর্তী সময়ে 2018-19 মরশুমের আই লিগে ইন্ডিয়ান অ্যারোজের হয়েও ভালো খেলেছিলেন ।

মহমেডান
মহমেডান

কলকাতা, 22 অগাস্ট : মহমেডান স্পোর্টিং-এর হয়ে খেলতে কলকাতায় পা রাখলেন আনোয়ার আলি এবং হিমাংশু জাংরা । দুজনেই সাদাকালো জার্সিতে দ্বিতীয় ডিভিশন আই লিগে মাঠে নামবেন । শনিবার সকালে দুই ফুটবলারকে অভ্যর্থনা জানাতে মহমেডানের সমর্থকরা উপস্থিত ছিলেন । সচিব ওয়াসিম আক্রম এবং ক্লাবের অর্থসচিব শারিক আহমেদ বিমানবন্দরে উপস্থিত ছিলেন ।

নতুন মরশুমে শক্তিশালী দল গড়েছে মহমেডান । সেই ভাবনা থেকেই আনোয়ারের মতো তরুণ ডিফেন্ডারকে দলে নেওয়া হয়েছে । ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব 17 বিশ্বকাপে ভালো ফুটবল খেলা আনোয়ার পরবর্তী সময়ে 2018-19 মরশুমের আই লিগে ইন্ডিয়ান অ্যারোজের হয়েও ভালো খেলেছিলেন । কিন্তু হৃদযন্ত্রের বিরল সমস্যা আনোয়ারকে মাঠের বাইরে ছিটকে দিয়েছিল । এখন সম্পূর্ণ সুস্থ হয়ে পুরানো ছন্দে ফিরতে মরিয়া আনোয়ার ৷ প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে সাদাকালো জার্সি বেছে নিয়েছেন তিনি ।

বিমানবন্দরে পা দিয়ে আনোয়ার বলেছেন, ‘‘মহমেডানের হয়ে খেলার সুযোগ পেয়ে খুশি । আমি দ্রুত শুরু করতে চাই । আমি বিশ্বাস করি, এই মরশুমটা আমাদের সবার কাছেই গুরুত্বপূর্ণ হতে চলেছে । আমি ভালো পারফর্ম করার জন্য কঠিন পরিশ্রম করেছি ।"

সাদা-কালো শিবিরের হয়ে খেলার সুযোগ পেয়ে খুশি হিমাংশু জাংরা । ‘‘মহমেডানে সই করে আমি খুশি । দলের হয়ে সেরাটা নিংড়ে দিতে আমি তৈরি,’’ বলছেন পঞ্জাব FC-র প্রাক্তনী । সোমবার নিজেদের মাঠে অনুশীলনের পরে মঙ্গলবার থেকে কল্যাণী স্টেডিয়ামে আবাসিক শিবির করবে ইয়ান ল এর প্রশিক্ষণাধীন মহামেডান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.