ETV Bharat / sports

East Bengal Derby Practice : ডার্বির আগে দ্রুত ভুল শুধরে নেওয়ার বার্তা নায়ক পেরোসেভিচের

author img

By

Published : Nov 22, 2021, 10:55 PM IST

SC East Bengal Derby Practice
ডার্বির আগে দ্রুত ভুল শুধরে নেওয়ার বার্তা নায়ক পেরোসেভিচের

স্প্য়ানিশ কোচ সেটপিসে বাড়তি নজর দিলেও সেই সেটপিস থেকেই গোল হজম করতে হয়েছে দলকে । যা নিয়ে অখুশি রক্ষণের ভরসা টমিস্লাভ মার্সেলো । তিনিও ভুল দ্রুত মেরামত করে ডার্বির চ্যালেঞ্জ নেওয়ার কথা বলছেন । আর কোচ মানোলো দিয়াজ শূন্য হাতে না ফিরতে হওয়ায় খুশি।

পানাজি, 22 নভেম্বর : এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) শিবিরে কান পাতলেই শোনা যাচ্ছে জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হওয়ার আক্ষেপ। ম্য়াচ শেয হতেই লাল-হলুদের প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে । স্ট্রাইকার ড্যানিয়েল চিমার নিষ্প্রভ পারফরম্যান্স কিংবা মাঝমাঠে বোঝাপড়ার অভাব ব্যর্থতার কারণ হিসেবে উঠে এসেছে প্রাথমিকভাবে ।

একইসঙ্গে প্রতিপক্ষ জামশেদপুর এফসির গোলের সময় পিটার হার্টলেকে নজরে রাখতে ব্যর্থ মানোলোর দলের রক্ষণ । বিশেষ করে রাইট-ব্যাক পজিশনে খেলা মহম্মদ রফিকের মার্কিংয়ের ত্রুটি স্পষ্ট । যা নিশ্চিতভাবে উঠে গিয়েছে মানোলোর নোটবুকে ৷ তবে গোল করে এগিয়ে গিয়ে এক পয়েন্ট নিয়ে ফিরতে হলেও ইতিবাচক দিক খুঁজছেন লাল-হলুদ থিঙ্কট্যাঙ্কের সদস্যরা । ম্যাচের সেরা আন্তোনিও পেরোসেভিচ বলছেন প্রস্তুতির সময় হোটেল মাঠ নিয়ে সমস্যায় খামতি রয়ে গিয়েছিল । ফলে তারা একশো শতাংশ তৈরি নন এখনও। তাই ডার্বির আগে ভুলচুকগুলো দ্রুত শুধরে নিতে হবে বলে মনে করছেন জামশেদপুর ম্য়াচের নায়ক ।

আরও পড়ুন : ISL 2021-22 : বুমোসের জোড়া গোল, বড় জয়ে আইএসএল অভিযান শুরু করল বাগান

স্প্য়ানিশ কোচ সেটপিসে বাড়তি নজর দিলেও সেই সেটপিস থেকেই গোল হজম করতে হয়েছে দলকে । যা নিয়ে অখুশি রক্ষণের ভরসা টমিস্লাভ মার্সেলা । তিনিও ভুল দ্রুত মেরামত করে ডার্বির চ্যালেঞ্জ নেওয়ার কথা বলছেন । তবে কোচ মানোলো দিয়াজ শূন্য হাতে না ফিরতে হওয়ায় খুশি। দেরিতে শুরু করেও যে পারফরম্যান্স করা গিয়েছে তাতে হতাশ হচ্ছেন না তিনি । বরং ভুল শুধরে ডার্বির প্রস্তুতি শুরু করতে চান রিয়াল মাদ্রিদ ক্য়াস্টিলার প্রাক্তন হেডস্য়ার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.