ETV Bharat / sports

নির্বাসন দিলে সেটা হবে মৃত্যুদণ্ডের সমান : আনোয়ার আলি

author img

By

Published : Sep 16, 2020, 7:17 PM IST

প্রতিশ্রুতিমান ডিফেন্ডার হৃদযন্ত্রের বিরল রোগের শিকার । ডাক্তার ভেস পেজের নেতৃত্বাধীন ফেডারেশনের মেডিকেল কমিটি আনোয়ার আলির যাবতীয় মেডিকেল রিপোর্ট পরীক্ষা করেছে । তারপর তাকে পেশাদার ফুটবলার হিসেবে নিয়মিত খেলার অনুমতি দিতে চাইছে না ।

Ali
Ali

কলকাতা, 16 সেপ্টেম্বর : বুকে বাসা বেঁধেছে বিরল রোগ । চিকিৎসকদের চেষ্টায় সুস্থ থাকলেও ভবিষ্যতে ফুটবল পায়ে মাঠে নামলে হতে পারে প্রাণ সংশয় । তাই অনূর্ধ্ব -17 বিশ্বকাপ খেলা তরুণ ফুটবলার আনোয়ার আলিকে খেলতে দিতে চায় না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । আর কোনও দিনও ফুটবল পায়ে নামা হবে না, এই ইঙ্গিত পেয়ে অসহায় বোধ করছেন আনোয়ার আলি । বলেছেন, AIFF তাঁকে নির্বাসন দিলে সেটা হবে মৃত্যুদণ্ডের সমান ।

প্রতিশ্রুতিমান ডিফেন্ডার হৃদযন্ত্রের বিরল রোগের শিকার । ডাক্তার ভেস পেজের নেতৃত্বাধীন ফেডারেশনের মেডিকেল কমিটি আনোয়ার আলির যাবতীয় মেডিকেল রিপোর্ট পরীক্ষা করেছে । তারপর তাকে পেশাদার ফুটবলার হিসেবে নিয়মিত খেলার অনুমতি দিতে চাইছে না । এই মর্মে তারা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে রিপোর্ট জমা দিচ্ছে । সেই মত ফেডারেশন আনোয়ার আলিকে নিয়মিত ফুটবল মাঠে নামতে দিতে নারাজ ।

যা শুনে আলি বলেছেন, “নির্বাসিত করা হলে আমার কাছে তা মৃত্যুদণ্ডের সামিল ।ফুটবল ছাড়া আমি কিছু জানি না । যদি AIFF আমাকে ব্যান করে তাহলে আমি কলকাতা মাঠে খেপ খেলতে বাধ্য হব । এই সব টুর্নামেন্টে কোনও মেডিক্যাল সার্টিফিকেট লাগে না । তারপর যা হওয়ার হবে । মরে যদি যাই তাই মেনে নেব ।” তিনি আরও বলেন, "অনুশীলন করেছি, অসুবিধা নেই । কিন্তু তা সত্ত্বেও বলা হচ্ছে আমি নামতে পারব না । অসুবিধা কোথায় বুঝতে পারছি না ।" ফোনের ওপার থেকে অসহায় শোনায় আনোয়ার আলির গলা।

নতুন মরশুমে শক্তিশালী দল গড়েছে মহমেডান । সেই ভাবনা থেকেই আনোয়ারের মত তরুণ ডিফেন্ডারকে দলে নেওয়া হয়েছিল । ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব -17 বিশ্বকাপে ভালো ফুটবল খেলা আনোয়ার পরবর্তী সময়ে 2018-19 মরশুমের আই লিগে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে নজর কেড়েছেন । কিন্তু হৃদযন্ত্রের বিরল সমস্যা আনোয়ারকে মাঠের বাইরে ছিটকে দিয়েছিল । চিকিৎসার পর সুস্থ হয়ে প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে সাদা কালো জার্সি বেছে নিয়েছিলেন । কিন্তু তাঁর দাবিকে মান্যতা দিতে রাজি নয় ফেডারেশন ।

ISL - এর মঞ্চে মুম্বই সিটির হয়ে খেলেছিলেন । সেখানেই তাঁর বিরল হৃদযন্ত্রের রোগ ধরা পড়ে । পরবর্তী সময়ে মিনার্ভা পঞ্জাব অ্যাকাডেমির শিক্ষার্থীকে ফ্রান্সে পাঠানো হয়েছিল । সেখানকার স্পোর্টস মেডিক্যাল ইউনিভার্সিটির চিকিৎসকরাও বিস্তর পরীক্ষার পরে আনোয়ার আলির পেশাদার ফুটবল না খেলার পক্ষে রিপোর্ট দেন ।

পঞ্জাবের আদমপুরের বছর কুড়ির ছেলেটি গত কয়েক মাস অনুশীলন করে নিজেকে ফিট করে তুলেছিলেন । জলন্ধরের চিকিৎসকরা তাকে ফিট বলেছিলেন । মহমেডান স্পোর্টিং তাকে দলে নেওয়ার সময় চিকিৎসকদের পরামর্শ নিয়েছিল । তাঁরা যাবতীয় পরীক্ষার পরে আনোয়ারের খেলায় ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন । সেই রিপোর্ট ফেডারেশনের কাছে পাঠিয়েছেন সাদা কালো কর্তারা । যাবতীয় কাগজ দেখার পর এবং মেডিকেল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে আনোয়ার আলির মাঠে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করছে ফেডারেশন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.