ETV Bharat / sports

Wriddhiman Saha On Ranji Trophy : ব্যক্তিগত কারণেই বাংলা দল থেকে সরে দাঁড়িয়েছেন ঋদ্ধিমান, বলছেন বাংলার নির্বাচক শুভময় দাস

author img

By

Published : Feb 10, 2022, 10:35 AM IST

ব্যক্তিগত কারণেই বাংলার রঞ্জি ট্রফির দল থেকে সরে দাঁড়িয়েছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha On Ranji Trophy)। বাংলা ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান শুভময় দাস বলেন, "বাংলা দলের জন্য আমাকে তাঁর নাম বিবেচনা না করার কথা ঋদ্ধিমান অনেক আগেই জানিয়েছিল।"

ব্যক্তিগত কারণেই বাংলা দল থেকে সরে দাঁড়িয়েছেন ঋদ্ধিমান, বলছেন বাংলার নির্বাচক শুভময় দাস
Wriddhiman Saha On Ranji Trophy

কলকাতা, 10 ফেব্রুয়ারি: ব্যক্তিগত কারণেই রণজি ট্রফির বাংলা দল থেকে সরে দাঁড়িয়েছেন বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha On Ranji Trophy)। টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের বর্তমান দৃষ্টিভঙ্গির সঙ্গে রণজি না খেলার সম্পর্ক নেই । বলছেন বাংলার নির্বাচক কমিটির প্রধান শুভময় দাস ৷ ভারতীয় দলের উইকেটরক্ষক তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি । ফলে, বাংলার তারকা উইকেটরক্ষকের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে ক্রীড়া মহলে । অনেকেই বলেছেন ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা শেষ হওয়া জোরাল হতেই বাংলার হয়ে রণজি ট্রফিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।

বুধবার বাংলার নির্বাচক কমিটির প্রধান শুভময় দাস বলেন, "বাংলা দলের জন্য আমাকে তাঁর নাম বিবেচনা না করার কথা ঋদ্ধিমান অনেক আগেই জানিয়েছিল। হঠাৎ করে নয়, জানানোর যে নিয়ম রয়েছে তা পালনও করেছেন বাংলার উইকেটরক্ষক। এই সরে দাঁড়ানোর পিছনে ঋদ্ধিমান সাহার ব্যক্তিগত কারণই প্রাধান্য পেয়েছে (Wriddhiman Saha Opted out From Bengal Ranji trophy Team For Personal Reason)। তবে, পুরো মরসুমের জন্য পাওয়া যাবে না এইরকম ধরে নেওয়ার কোনও কারণ রয়েছে বলে আমি মনে করি না।"

আরও পড়ুন: বাংলা দলে যোগ দিতে আজই কটক যাচ্ছেন রবি-অভিষেক

ঋদ্ধিমানের অনুরোধ মেনে তাঁকে সময় দেওয়ার পক্ষেই রায় দিয়েছে সিএবি এবং নির্বাচকরা । আজ রাতে রণজি ট্রফি খেলতে বাংলা দল রওনা হচ্ছে কটকের উদ্দেশে । অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের বাংলার দুই সদস্য রবি কুমার এবং অভিষেক পোড়েল বুধবার রাতে শহরে পা দিয়েছেন। তারা অভিমন্যু ঈশ্বরণদের সঙ্গে সরাসরি যোগ দেবেন। অনূর্ধ্ব-19 দল থেকে সিনিয়র বাংলা দলে সুযোগ দেওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। শুভময় বলছেন, "ভবিষ্যতের সাপ্লাই লাইন ঠিক রাখতেই এই সিদ্ধান্ত ঋদ্ধির।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.