ETV Bharat / sports

WTC Final 2023: টেস্ট সেরার লড়াইয়ে পেস বনাম ব্যাটিং দ্বৈরথে ভারত ও অস্ট্রেলিয়া

author img

By

Published : Jun 6, 2023, 12:32 PM IST

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে ভারত বনাম অস্ট্রেলিয়ার লড়াই ৷ প্রথমবার বিশ্বসেরা হওয়ার লড়াই হাতছাড়া হয়েছিল ভারতের ৷ তাই এবার আর সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ রোহিত শর্মার ভারত ৷

WTC Final 2023 ETV BHARAT
WTC Final 2023

লন্ডন, 6 জুন: আর মাত্র একটা দিন ৷ আগামিকাল থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের লড়াই ৷ কার মাথায় সেরার শিরোপা উঠবে ? তার জন্য 5 দিনের দ্বৈরথ দেখা যাবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৷ ধারে ও ভারে দুই দলই একে অপরকে সমানভাবে টেক্কা দিতে পারে ৷ যে দুই দলের নেতৃত্বে দেবেন রোহিত শর্মা এবং প্যাট কামিন্স ৷ তবে, যে দুই মহারথীর দিকে গোটা বিশ্বের নজর থাকবে, তাঁরা হলেন বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ ৷ সেই সঙ্গে দুরন্ত ফর্মে থাকা শুভমন গিল কীভাবে মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের পেস চ্যালেঞ্জ সামলান সেটাও দর্শনীয় হতে চলেছে ৷

গত মার্চ মাসে বর্ডার-গাভাসকর ট্রফিতে শেষবার ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল ৷ সেই সময় লড়াইটা ছিল মূলত, ভারতীয় স্পিন বনাম অস্ট্রেলিয়ান ব্যাটিং ৷ তবে, অজি স্পিনাররা ভারতীয় ব্যাটারদের সমান চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ৷ তবে, এবার লড়াইটা হবে পেস বনাম ব্যাটিং ৷ পেস বোলিংয়ে ভারত অজিদের থেকে কিছুটা হলেও পিছিয়ে আছে তা অস্বীকার করার জায়গা নেই ৷ তবে, ভারতীয় পেসারদের বর্তমান ফর্ম তাঁদের সঙ্গে রয়েছে ৷ বিশেষত, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ ৷ নতুন বলে এই দুই পেসারকে সামলানোই ডেভিড ওয়ার্নার এবং উসমান খোয়াজার আসল চ্যালেঞ্জ ৷

বিশেষত, নতুন বলে ইংল্যান্ডের আবহাওয়া অজি ব্যাটাররা কোনও দিনই স্বচ্ছন্দ নয় ৷ আর সেই সুযোগটাই নিতে হবে ভারতকে ৷ বিশেষত, নতুন ডিউক বলে সুইংয়ের সুবিধা তুলতে পারেন মহম্মদ শামি ৷ সাম্প্রতিককালে আইপিএল এও টেস্ট ম্যাচ লেন্থে বল করেও সফল হয়েছেন তিনি ৷ সাম্প্রতিক সময়ে মহম্মদ সিরাজও নতুন বলে উইকেট পাচ্ছেন ৷ এমনকি তাঁর ইন স্যুইংয়ের পাশাপাশি আউট স্যুইংও ভালো হয়েছে ৷ আর পুরনো বলে মোর্চা সামলাতে অশ্বিন, জাদেজারা তো রয়েছেই ৷

আরও পড়ুন: আইপিএল অতীত, টেস্ট চ্যাম্পিয়ন জয়ের লক্ষ্যে জাতীয় দলের অনুশীলনে অধিনায়ক রোহিত

তবে, অজি পেসকে সামলানো ভারতীয় টপ অর্ডারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ৷ প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ককে নতুন বলে কেমন খেলেন রোহিত শর্মা এবং শুভমন গিল ? তার উপর নির্ভর করছে ভারতের স্কোর বোর্ডে বড় রান তোলা ৷ এমনকি স্কট বোল্যান্ড, ক্যামরন গ্রিনরা সমানভাবে বিপজ্জনক হতে পারে ৷ সেই সঙ্গে নাথন লায়নের অফ স্পিন ওভালের মাঠে দারুণ কার্যকর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

এবার আসা যাক ব্যাটারদের কথায় ৷ 7 জুন থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের সবচেয়ে বড় ভরসা টপ-অর্ডার ৷ বিশেষত, শুভমন গিল, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি ৷ শুভমন এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন ৷ আন্তর্জাতিক ক্রিকেটে এই মরশুমে এখনও পর্যন্ত 5টি সেঞ্চুরি করে ফেলেছেন ৷ যার শেষটা এসেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদ টেস্টে ৷ বিরাট কোহলির ক্ষেত্রেও গল্পটা প্রায় এক ৷ বিরাটও এই মরশুমে তাঁর হারানো ফর্ম ফিরে পেয়েছেন ৷ আমেদাবাদের শেষ টেস্টে অজিদের বিরুদ্ধে 186 রানের ইনিংস খেলেছিলেন তিনি ৷

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ইয়ান চ্যাপেলের ফেভারিট অস্ট্রেলিয়া

অধিনায়ক রোহিতের উপরেও ভারত নির্ভর করবেন ৷ তবে, যে দুই ক্রিকেটারের দিকে নজর থাকবে তাঁরা হলেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে ৷ পূজারা ইংল্যান্ড সামারের শুরু থেকে কাউন্টি খেলছেন সেখানে ৷ ফলে তাঁর ব্যাটে বড় রান প্রত্যাশা করবে ভারত ৷ এমনকি তিনি ফর্মেও রয়েছেন ৷ আর 3 বছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করছেন অজিঙ্ক রাহানে ৷ খারাপ ফর্মের জন্য বাদ পড়েছিলেন সহ-অধিনায়ক থাকাকালীন ৷ আর প্রত্যাবর্তনের ম্যাচ সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷ তাই এই মঞ্চে নিজেকে আরও একবার প্রমাণ করে দেখাতে চাইবেন রাহানে ৷

আরও পড়ুন: চোটের কবলে হ্যাজেলউড, পরিবর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজি স্কোয়াডে নেসার

আর অস্ট্রেলিয়ার ব্যাটিংও ভারতের চিন্তার কারণ হতে চলেছে ৷ ডেভিড ওয়ার্নার এবং উসমান খোয়াজা ওপেনিংয়ে ৷ 3 নম্বরে মার্নস লাবুসেন, 4 নম্বরে স্টিভ স্মিথ ৷ টপ অর্ডারের এই চারজন অজি ব্যাটিংয়ের বড় ভরসা ৷ আর ভারতীয় দলের বড় চিন্তা ৷ খোয়াজা কেমন ফর্মে আছেন সেটা ম্যাচের দিন বোঝা যাবে ৷ তবে, ডেভিড ওয়ার্নার আইপিএল খেলার সময় নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ৷ যদিও টি-20’র সঙ্গে টেস্টের তুলনা হয় না ৷

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের 'বিরাট' প্রস্তুতি, অনুশীলনে খোশমেজাজে ভারতীয় দল

আর মার্নস লাবুসেন এবং স্টিভ স্মিথ এই দুই ব্যাটার অজিদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ৷ তাই শামি-সিরাজদের লক্ষ্য হবে এই দু’জনকে শুরুতেই তুলে নেওয়া ৷ আর মিডল ও লোয়ার মিডল-অর্ডারে রয়েছেন ট্রাভিস হেড, অ্যালেক্স কেরি এবং ক্যামরন গ্রিন ৷ ফলে দীর্ঘ অজি ব্যাটিং অর্ডারকে অল-আউট করাও ভারতীয় বোলারদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.