ETV Bharat / sports

ICC World Cup 2023: আফগানরাই প্রথম নন, বিশ্বকাপে আগেও অঘটনের বেড়াজালে পাকিস্তান

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 7:04 PM IST

চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের হার বদলে দিয়েছে সমীকরণ ৷ এমন একটা পরাজয় হজম করা অনেকের কাছেই বেশ কঠিন ৷ তবে এই প্রথম বিশ্বকাপে এমন অঘটনের সাক্ষী থাকল 'মেন ইন গ্রিন' তা নয় ৷ এর আগেও দু'বার তাদের হারতে হয়েছে অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে ৷

ICC World Cup 2023
বিশ্বকাপে এর আগেও অঘটনে স্বপ্ন ভেঙেছে পাকিস্তানের

হায়দরাবাদ, 24 অক্টোবর: চলতি বিশ্বকাপে মঙ্গলবার বিরাট হারের সম্মুখীন হয়েছে পাকিস্তান ৷ আফগানিস্তানের কাছে পরাজয়ের এই ক্ষত ভুলতে সময় লাগবে, স্বীকার করে নিয়েছেন অধিনায়ক বাবর আজমও ৷ 283 রানের বড় টার্গেট দেওয়ার পরেও জয় তুলে নিতে পারেননি শাহিন আফ্রিদিরা ৷ পাকিস্তানের জন্য় চলতি বিশ্বকাপে এটা ছিল তৃতীয় হার ৷ তবে ভারত-অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের তুলনায় এই হারের ক্ষত যে অনেক বেশি গভীর তা বলাই বাহুল্য ৷ তবে এই প্রথমবার নয়, এর আগেও এমনই বেশ কিছু অঘটনের সাক্ষী হয়েছে পাকিস্তান ৷

1992 সালের বিশ্বকাপ জয়ী দল প্রথমবার এমন অঘটনের সাক্ষী হয় 1999 বিশ্বকাপে ৷ তরুণ বাংলাদেশ দল সেদিন 62 রানে হারিয়েছিল 'মেন ইন গ্রিন'কে ৷ প্রথমে ব্যাটিং করে 223 রান তুলেছিল বাংলাদেশ ৷ কিন্তু এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও জয় পাননি পাক ব্যাটাররা ৷ সঈদ আনোয়ার, শাহিদ আফ্রিদি, ইমজামাম-উল-হকরা অল-আউট হয়ে যান মাত্র 161 রানে ৷ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেন খালেদ মাহমুদ ৷

এরপর 2007 সালে আরও একবার পাকিস্তানের সঙ্গে ঘটে বড় অঘটন ৷ ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত এই বিশ্বকাপে বাংলাদেশ হারিয়ে দেয় ভারতকে ৷ আর 17 মার্চ আয়ারল্যান্ড হারিয়ে দেয় পাকিস্তানকে ৷ ডাকওয়ার্থ লুইস নিয়মে 32 বল বাকি থাকতেই 3 উইকেটে এই ম্যাচে জিতে নেন আইরিশ ব্যাটাররা ৷ আইরিশবাহিনীর হয়ে সর্বোচ্চ 3 উইকেট দখল করে পাক ব্যাটারদের কোমর ভেঙে দেন বয়ড রনকিন ৷ যার জেরে মাত্র 132 রানেই অল আউট হয়ে যায় তারা ৷ জবাবে নাইল ও'ব্রায়েনের 72 রানের অনবদ্য ইনিংসের দৌলতে ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড ৷

বিশ্বকাপের কিছু অঘটন:

  • 1983 - অস্ট্রেলিয়াকে হারায় জিম্বাবোয়ে
  • 1983 - ফাইনালে ভারত হারায় ওয়েস্ট ইন্ডিজকে
  • 1992 - ইংল্যান্ডকে হারায় জিম্বাবোয়ে
  • 1996 - ওয়েস্ট ইন্ডিজকে হারায় কেনিয়া
  • 1999 - জিম্বাবোয়ে হারায় ভারতকে
  • 1999 - জিম্বাবোয়ে হারায় দক্ষিণ আফ্রিকাকে
  • 1999 - বাংলাদেশ হারায় পাকিস্তানকে
  • 2003 - কেনিয়া হারায় শ্রীলঙ্কাকে
  • 2007 - বাংলাদেশ হারায় ভারতকে
  • 2007 - আয়ারল্যান্ড হারায় পাকিস্তানকে
  • 2007 - বাংলাদেশ হারায় দক্ষিণ আফ্রিকাকে
  • 2011 - ইংল্যান্ডকে হারায় আয়ারল্যান্ড
  • 2011 - বাংলাদেশ হারিয়ে দেয় ইংল্যান্ডকে
  • 2015 - ওয়েস্ট ইন্ডিজকে হারায় আয়ারল্যান্ডকে
  • 2015 - বাংলাদেশ হারিয়ে দেয় ইংল্যান্ডকে
  • 2019 - বাংলাদেশ হারায় দক্ষিণ আফ্রিকাকে
  • 2019 - বাংলাদেশ হারায় ওয়েস্ট ইন্ডিজকে
  • 2023 - ইংল্যান্ডকে হারায় আফগানিস্তান
  • 2023 - দক্ষিণ আফ্রিকাকে হারায় নেদারল্যান্ডস
  • 2023 - আফগানিস্তান হারায় পাকিস্তানকে

আরও পড়ুন: বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর পাক 'বধ' আফগানদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.