ETV Bharat / sports

IPL 2022 : 157 কিমি ! নিজেরই রেকর্ড ভেঙে ফের দ্রুততম ডেলিভারি উমরানের

author img

By

Published : May 6, 2022, 9:27 AM IST

বৃহস্পতিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে গতিতে ভর করে ফের নজির বছর বাইশের স্পিডস্টার ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এদিন ঘণ্টায় 157 কিলোমিটার গতিতে চলতি আইপিএলের দ্রুততম বলটি করলেন জম্মু পেসার (Umran Malik Bowls Fastest Delivery Of IPL 2022) ৷

IPL 2022 News
চলতি আইপিএলের দ্রুততম বলটি করলেন উমরান

মুম্বই, 6 মে : গতির সঙ্গে নিশানার সঠিক মেলবন্ধনে নজরে এসেছিলেন গত মরসুমেই ৷ বিশ্বকাপে সুযোগও করে নিয়েছিলেন নেট বোলার হিসেবে ৷ আর পঞ্চদশ আইপিএলে এসে নিজেকে নতুন করে আবিষ্কার করছেন উমরান মালিক ৷ প্রাক্তন থেকে বর্তমান, গতিতে সকলকে আকৃষ্ট করে জাতীয় দলের কড়া নাড়ছেন জম্মু পেসার ৷ কোনও কোনও মহল বলছে, আসন্ন কুড়ি-বিশের বিশ্বকাপে ভারতের সম্পদ হতে পারে উমরান ৷ বৃহস্পতিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে গতিতে ভর করেই ফের নজির গড়লেন বছর বাইশের স্পিডস্টার ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এদিন ঘণ্টায় 157 কিলোমিটার বেগে চলতি আইপিএলের দ্রুততম বলটি করলেন জম্মু পেসার (Umran Malik Bowls Fastest Delivery Of IPL 2022) ৷

উমরান আগেই জানিয়েছিলেন, ঘণ্টায় 155 কিলোমিটার গতিতে বল করতে সক্ষম তিনি ৷ গত রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই প্রতিশ্রুতির অনেকটাই কাছাকাছি পৌঁছে ঘণ্টায় 154 কিমি বেগে বল করেছিলেন তিনি, যা চলতি আইপিএলের সবচেয়ে দ্রুত বল ছিল বৃহস্পতিবারের আগে পর্যন্ত ৷ আর গতকাল দিল্লির বিরুদ্ধে অন্তিম ওভারে নিজেরই সেই রেকর্ড ভাঙলেন উমরান ৷ একই ওভারে 154.8 কিমি, 156 এবং 157 কিমি বেগে বল বেরল তাঁর হাত থেকে ৷

আরও পড়ুন : হেরে ছ'য়ে নামল হায়দরাবাদ, ওয়ার্নার-পাওয়ালের ব্যাটে পাঁচে উঠে এল দিল্লি

গতিতে নজির গড়লেও এদিন নিশানায় অটুট থাকতে পারেননি উমরান ৷ 4 ওভার বল করে এদিন 52 রান খরচ করেন প্রতিশ্রুতিমান তারকা ৷ এমনকী চলতি আইপিএলে তাঁর দ্রুততম বলটি বাউন্ডারির বাইরে পাঠান পাওয়েল ৷ ওই ওভারে একটি ওভার বাউন্ডারি এবং তিনটি বাউন্ডারি-সহযোগে 19 রান খরচ করেন উমরান ৷ ম্যাচও হারতে হয় তাঁর দলকে ৷ ডেভিড ওয়ার্নারের বিস্ফোরক 92 এবং রোভমান পাওয়েলের মারকাটারি 67 রানে ভর করে 21 রানে জয় পায় দিল্লি ক্যাপিটালস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.