ETV Bharat / sports

Eden Gardens: ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ত্রিস্তরীয় নিরাপত্তা ইডেনে, পরিদর্শনে পুলিশ কমিশনার

author img

By

Published : Jan 10, 2023, 6:00 PM IST

বৃহস্পতিবার ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করছে কলকাতা পুলিশ (Three-Tier Security at Eden Gardens for India-Sri Lanka Match) ৷ আজ তার আগে ইডেন পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ৷

Three-Tier Security at Eden Gardens ETV BHARAT
Three-Tier Security at Eden Gardens ETV BHARAT

ভারত-শ্রীলঙ্কা ম্যাচের প্রস্তুতি খতিয়ে দেখতে ইডেন পরিদর্শনে কমিশনার বিনীত গোয়েল

কলকাতা, 10 জানুয়ারি: 12 জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দ্বিতীয় একদিনের ম্যাচের আগে ইডেন গার্ডেন্সে পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Three-Tier Security at Eden Gardens for India-Sri Lanka Match) ৷ সঙ্গে ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ একদিনের আন্তর্জাতিকের আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রুটিন এই পরিদর্শন করেন বিনীত গোয়েল ৷ ম্যাচের দিন মাঠে ঢোকার আগে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ৷ জানা গিয়েছে, ম্যাচের দিন মাঠে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের নিরাপত্তার দায়িত্ব থাকবে কলকাতা পুলিশের হাতে ৷ কোথায়, কেমন নিরাপত্তা প্রয়োজন ? ম্যাচের কতক্ষণ আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করানো হবে ? স্টেডিয়ামের ভিতর ও বাইরে কত পুলিশকর্মী মোতায়েন করা হবে, এই সব নিয়ে আলোচনা হয়েছে ৷ ভারত ও শ্রীলঙ্কা দল বুধবার দুপুরে গুয়াহাটি থেকে শহরে ঢুকবেন ৷ সেখানেও কলকাতা পুলিশের তরফে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে খেলোয়াড়দের জন্য ৷ ওইদিন ক্রিকেটারদের অনুশীলনের বিষয়টি ঐচ্ছিক রাখা হয়েছে ৷

আরও পড়ুন: দ্বিতীয় একদিনের ম্যাচে ইডেনে স্পোর্টিং উইকেট, জানালেন কিউরেটর

অন্যদিকে, ইডেনে সংস্কারের কাজ চলছে ৷ এই অবস্থায় দর্শকদের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে ৷ এই ম্যাচের পাশাপাশি, একই সময়ে গঙ্গাসাগর মেলা রয়েছে ৷ যাকে ঘিরে কলকাতার বাবুঘাট সংলগ্ন এলাকায় সাধু-সন্তদের ভিড় থাকবে ৷ ফলে ম্যাচের দিন স্টেডিয়ামের ভিতরের পাশাপাশি বাইরেও নিরাপত্তার বিষয়টি বড় চিন্তা পুলিশের ৷ কারণ, গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেই সময় বাবুঘাটের আশেপাশে গাড়ির সংখ্যা প্রচুর থাকে ৷ তার উপর ম্যাচ দেখতে আসা দর্শকদের গাড়ির রাখার ব্যবস্থা করতে হচ্ছে পুলিশকে ৷ এক্ষেত্রে ধর্মতলা চত্ত্বরে ট্রাফিক নিয়ন্ত্রণ একটা বড় বিষয় ৷ ট্রাফিকের সমস্যা না-করে, দর্শকদের নিরাপদে স্টেডিয়ামে প্রবেশ করানো পুলিশের বড় চ্যালেঞ্জ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.