ETV Bharat / sports

Street Child World Cup: স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপে রাজ্যের ‘ইন্ডিয়া প্যান্থার্স’ দলের জার্সি উদ্বোধন

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 1:20 PM IST

Street Child World Cup ETV BHARAT
Street Child World Cup

Street Child World Cup in Chennai: 23 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সংস্করণ ৷ রাজ্য থেকে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ‘ইন্ডিয়া প্যান্থার্স’ ৷ 8 জনের এই দলের জার্সি উদ্বোধন হল কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর: পথ শিশুদের বিশ্বকাপ ৷ উদ্যোগে চাইল্ড ইউনাইটেড ৷ চেন্নাইয়ে পথশিশুদের নিয়ে আয়োজিত হতে চলেছে স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ৷ এটি এই টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ ৷ 23 সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হবে ৷ আর ভারত থেকে এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে ‘ইন্ডিয়া প্যান্থার্স’ ৷ বৃহস্পতিবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে ইন্ডিয়া প্যান্থার্স দলের জার্সি উদ্বোধন হল ৷ মোট 14টি দেশের 19টি দল স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপে অংশ নেবে ৷

23-30 সেপ্টেম্বর পর্যন্ত চেন্নাইয়ে স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আয়োজিত হচ্ছে ৷ সেখানে বাংলা থেকে ‘ইন্ডিয়া প্যান্থার্স’ নামে 8 জনের দল পাঠাচ্ছে 'হোপ কলকাতা ফাউন্ডেশন' ৷ মোট 4 জন ছেলে এবং 4 জন মেয়ে এই দলে থাকছেন ৷ বৃহস্পতিবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এই টুর্নামেন্টে অংশ নেওয়া ইন্ডিয়া প্যান্থার্স দলের জার্সি উদ্বোধন হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং যুগ্ম সচিব দেবব্রত দাস ৷

স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়া ছেলেমেয়েদের শুভেচ্ছা জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট ৷ তিনি বলেন, ‘‘এদের মধ্যেই হয়তো এমন অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে, যাঁরা ভবিষ্যতে আমাদের মুখ উজ্জ্বল করবে ৷ সেটা শিক্ষা, ব্যবসা, খেলা যে কোনও ক্ষেত্রেই হতে পারে ৷ এই বিশ্বকাপ ওদের কাছে একটা বড় মঞ্চ ৷ আমি মনে করি এখান থেকে অনেক প্রতিভা খুঁজে পাব ৷ কোনও প্রতিভা যদি এখান থেকে উঠে আসে, তা হলে তার পাশে অবশ্যই সিএবি থাকবে ৷

আরও পড়ুন: শহর কলকাতায় ক্রিকেট বিশ্বকাপের ট্রফি, আমন্ত্রিত ক্রীড়াবিদরা

2019 সালে প্রথমবার এই টুর্নামেন্টের আয়োজন হয়েছিল লন্ডন এবং কেমব্রিজে ৷ পথশিশুদের নিয়ে এই উদ্যোগ নতুন নয় ৷ তবে, এখন তা গতি পাচ্ছে ৷ উদ্দেশ্যে, পথশিশুদের অবহেলা নয় ৷ বরং যত্ন করে নতুন প্রতিভার অন্বেষণ করা ৷ 2019 সালে স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল হয়েছিল ঐতিহ্যশালী লর্ডসে ৷ সেই বছর এই টুর্নামেন্টের গুডউইল অ্যাম্বাসাডর হয়ে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.