ETV Bharat / sports

ICC World Cup 2023: জাদেজা-কুলদীপরা মাথায় চড়তে দেয়নি, স্পিন দুর্বলতাকেই হারের কারণ বাছলেন স্মিথ

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 4:05 PM IST

পিচটা কঠিন ছিল ৷ স্পিনও করেছে ৷ আর ভারতীয় স্পিনারদের ওপর অস্ট্রেলিয়ান ব্য়াটাররা চাপ সৃষ্টি করতেও ব্যর্থ হয়েছিল এমনটাই দাবি করেছেন স্টিভ স্মিথ ৷

ICC World Cup 2023
স্পিন দুর্বলতাতেই হার মানলেন স্মিথ

চেন্নাই, 9 অক্টোবর: দ্বিপাক্ষিক সিরিজে ভারতের বিরুদ্ধে যদিও খুব একটা ভালো ফল করতে পারেনি অস্ট্রেলিয়া ৷ তবে অনেকেই আশা করেছিলেন বিশ্বকাপের ম্যাচে আরও মরিয়া হয়ে ঝাঁপাবেন স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররা ৷ কিন্তু বাস্তবের ছবিটা ছিল একেবারে উলটো ৷ রবিবার মাত্র 199 রানের সব উইকেট খুঁইয়ে প্যাভেলিয়নে ফিরতে হয় ক্যাঙ্গারু ব্রিগেডকে ৷ জয়ের জন্য প্রয়োজনীয় রান 52 বল বাকি থাকতেই তুলে নেয় ভারতীয় দল ৷ প্রাথমিক ধাক্কা সামলে বিরাট কোহলি এবং কেএল রাহুলের ব্যাটে 6 উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া ৷ ভারতের বিরুদ্ধে এই হতাশাজনক পারফরম্যান্স নিয়ে এবার মুখ খুললেন অজি ব্যাটার স্টিভ স্মিথ ৷ তাঁর দাবি অজি ব্যাটারদের স্পিন দুর্বলতার যথাযথ সুযোগ নিয়েছেন ভারতীয় স্পিনাররা ৷

স্মিথের দাবি যে একেবারেই ভুল নয় তার প্রমাণ দেয় স্কোরবোর্ডই ৷ শুরুতে কিন্তু বেশ ভালোই ব্যাটিং করছিল অস্ট্রেলিয়া ৷ মাত্র 1 উইকেটের বিনিময়ে 74 রানও সংগ্রহ করেছিল তাঁরা ৷ কিন্তু এরপর কুলদীপ যাদব-রবীন্দ্র জাদেজা বদলে দেন সমস্ত খেলাটাই ৷ সঙ্গ দেন রবিচন্দ্রন অশ্বিনও ৷ প্রথমে 41 রানের মাথায় কুলদীপ ফিরিয়ে দেন ওয়ার্নারকে ৷ আর তারপর 46 রানে জাদেজা ফেরান স্মিথকে ৷ 38 রানে খরচ করে 3 উইকেট শিকার করেন স্যার জাদেজা ৷ অন্যদিকে কুলদীপ এবং অশ্বিন জুটি ঘরে ফেরায় আরও তিন অজি ব্যাটারকে ৷

তাই ভারতের স্পিন আক্রমণ নিয়ে বলতে গিয়ে স্মিথ বলেন, "ওঁদের সমস্ত স্পিনাররাই দারুণ বোলিং করেছেন ৷ হ্যাঁ, পিচও ওঁদের সাহায্য করেছে ৷ কিন্তু ওঁদের মতো দারুণ স্পিনারদের খেলাটা সত্যিই চ্যালেঞ্জিং ছিল ৷ সকলে মিলে দারুণ খেলেছে ৷ আর আমরা স্পিনারদের ওপর চাপ তৈরি করতে ব্যর্থ হয়েছি ৷"

তবে শুধু ব্যাটিংয়ের দুর্বলতাই যে তাঁদের হারের কারণ তা মানে রাজি নন স্মিথ ৷ তিনি বলেন, "প্রতিদ্বন্দ্বিতার সুযোগ কিন্তু ছিল ৷ এটা দুর্ভাগ্যজনক যে আমরা ঠিক মতো প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি ৷ বিরাট আর রাহুল ঠান্ডা মাথায় ক্রিকেট খেলেছে ৷ বুদ্ধিমত্তার সঙ্গে খেলেছে ৷" তাঁর কথায়, "চিপক এমন উইকেট ছিল না যে আপনি পেশি শক্তির প্রদর্শন করে যেখানে-সেখানে বাউন্ডারি মারবেন ৷ ওরা যেহেতু মাত্র 200 রান তাড়া করছিলেন তাই ক্রিজে একটু সময় নেওয়ারও সুযোগ পেয়েছে ৷ ক্রিজে সেট হতে সময় নিয়েছে ৷ অবশ্য় তিন উইকেট হারিয়ে ফেলার পর সেটা দরকারও ছিল ৷ দরকার ছিল একটা পার্টনারশিপ তৈরি করার ৷ যেটা ওরা সঠিকভাবেই করেছে ৷"

তিনি আরও বলেন, "পিচটা কঠিন ছিল ৷ আর সঙ্গে বল ভালো স্পিনও করেছে ৷ আর সিমারদের তৈরি করা ক্র্যাক থেকে কিছুটা মুভমেন্টও হয়েছে বল ৷ যার জেরে পিচটা কঠিন হয়ে উঠেছে ৷ জানি 200 রানটা জয়ের জন্য যথেষ্ট ছিল না ৷ আমরা যদি 250 রান তুলতে পারতাম তাহলে কিন্তু ম্যাচটা জমে যেত ৷ তার ওপর রাতের দিকে শিশিরও পড়েছে তাই ব্যাটিং করাটা একটু সহজ হয়েছে ৷ এখন অনুমান করে আর কোনও লাভ নেই ৷ কিন্তু আমরা তিনটি উইকেট পেয়েই গিয়েছিলাম ৷ আর চতুর্থটাও পেয়ে যেতেই পারতাম ৷"

আরও পড়ুন: রাহুলের সেঞ্চুরি হাতছাড়া হওয়ার কারণ হার্দিকের মারা ছয় !

লখনউয়ে বিশ্বকাপের পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ৷ সেই ম্যাচ নিয়ে বলতে গিয়ে স্মিথ জানান, প্রোটিয়ারা দারুণ দল ৷ অরুণ জেটলি স্টেডিয়ামে পাটা পিচে ওরা কতটা ভালো ব্য়াট করেছে তাও তিনি দেখেছেন ৷ তবে একথা ঠিক যে পিচ নিয়ে বেশি চিন্তিত স্মিথ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.