ETV Bharat / sports

Ind vs SA: নিয়মরক্ষার ম্যাচে ফ্যাকাশে 'মেন ইন ব্লু', বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল রোহিতের

author img

By

Published : Oct 4, 2022, 10:40 PM IST

Updated : Oct 4, 2022, 11:03 PM IST

Etv Bharat
বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল রোহিতের

ব্যর্থ দলের বোলিং ব্রিগেড, দাগ কাটতে পারলেন না ব্যাটাররাও ৷ দক্ষিণ আফ্রিকার কাছে কুড়ি-বিশের সিরিজের শেষ ম্য়াচে হেরে গেল ভারত (South Africa beat India) ৷

ইন্দোর, 4 অক্টোবর: আগেই সিরিজ জিতে নিয়েছিল ভারত ৷ ফলে মঙ্গলবারের ম্যাচ ছিল শুধুই নিয়মরক্ষার ৷ ম্যাচ জিতলে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করত 'রোহিত শর্মা অ্যান্ড কোং' ৷ সেই ম্যাচেই কার্যত ব্যর্থ দলের বোলিং ব্রিগেড, দাগ কাটতে পারলেন না ব্যাটাররাও ৷ দক্ষিণ আফ্রিকার কাছে কুড়ি-বিশের সিরিজের শেষ ম্য়াচে হেরে গেল ভারত (South Africa beat India) ৷ 49 রানের বিরাট ব্যবধানে দ্রাবিড়ের ছেলেদের হারাল প্রোটিয়াবাহিনী ৷

ব্যাট হাতে একমাত্র লড়াই করলেন দীনেশ কার্তিক ৷ 21 বলে 46 রানের ইনিংস খেললেও তা কোনও কাজে আসেনি ৷ শেষ দিকে দীপক চাহার 17 বলে 31 রানের ইনিংস খেললেও ততক্ষণে ভারতের হার একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে ৷ খাতা খুলতে পারেননি রোহিত শর্মা ৷ ব্যর্থ দলে ফেরা শ্রেয়স আইয়ার ৷ হতাশ করলেন সূর্যকুমার ৷ দাগ কাটতে পারলেন না বার্থ-ডে বয় ঋষভ পন্থও ৷ সবমিলিয়ে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ হেরে অস্ট্রেলিয়া যাচ্ছে ভারত ৷

এদিন প্রথমে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা ৷ ওপেনিংয়ে নেমে 43 বলে 68 রানের ঝকঝকে ইনিংস খেললেন ডি'কক ৷ দুরন্ত ক্যাচে রোহিত শর্মা তেম্বা বাভুমাকে ডাগ-আউটে পাঠালেও মুম্বইকরের সব হিসেব উলটে দিলেন তিন নম্বরে নামা রিলি রসো ৷ মাত্র 48 বলে 100 রানের দুর্দান্ত ইনিংস এল রসোর ব্যাট থেকে ৷ কুড়ি-বিশের লড়াইয়ে প্রথম ইনিংসে 227 রানের বিরাট ইমারত গড়েছিল প্রোটিয়া শিবির ৷

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার হতাশা ভাগ করে নিলেন বুমরা, সমব্যথী সতীর্থরা

চোটের কারণে এদিন দলে ছিলেন না আর্শদীপ সিং ৷ দলে ফেরানো হয়েছিল উমেশ যাদব, মহম্মদ সিরাজকে ৷ দু'জনেই এদিন ব্যর্থ ৷ দাগ কাটতে পারেননি দীপক চাহার, রবিচন্দ্রন অশ্বিনও ৷ বল হাতে এদিন সবচেয়ে হতাশ করলেন হর্ষল পটেল, 4 ওভারে 49 রান দিয়েছেন গত আইপিএলের অন্য়তম সেরা বোলার ৷

Last Updated :Oct 4, 2022, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.